ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক শুরুতে এগিয়ে গিয়েছিল বায়ার্নের জালে গোল দিয়ে। কিন্তু পরবর্তীতে শাখতারের জালেই গোলউৎসব করেছে বায়র্ন মিউনিখ। জার্মান ক্লাবটি জয় পেয়েছে ৫-১ গোলের বড় ব্যবধানে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠে ৫ মিনিটেই গোল করে এগিয়ে যায় দোনেৎস্ক। স্বাগতিকদের হয়ে গোলটি করেন কেভিন।
পিছিয়ে পড়ার ৬ মিনিট পর অবশ্য কানরাড লাইমারের গোলে ১-১ সমতায় ফেরে বায়ার্ন মিউনিখ। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪৫ মিনিটে আরও একটি গোলের দেখা পায় জার্মান ক্লাবটি। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিউনিখ টমাস মুলারের গোলে।
দ্বিতীয়ার্ধে আরও শক্তিশালী হয়ে ফেরে বায়ার্ন মাইকেল অলিসির জোড়া গোলে। ৭০ ও ৯৩ মিনিটে গোল করেন তিনি। যার প্রথমটি ছিল পেনাল্টিতে। এই দুই গোলের মাঝে ৮৭ আরও একটি গোল করেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালা। এতে ৫-১ গোলে জয় পায় জার্মান বুন্দেসলিগার ক্লাবটি।
টানা তিন জয়ে টেবিলের অষ্টম স্থানে উঠে গেছে বায়ার্ন। ৬ ম্যাচে ভিনসেন্ট কোম্পানির দলের পয়েন্ট ১২।
সাল্জবুর্গ ০-৩ পিএসজি
রাতের আরেক ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে ক্লাবটি।
প্রথমার্ধের ৩০ মিনিটে গঞ্জেলো রামোস প্রথম গোল করে এগিয়ে নেন পিএসজিকে। সেই গোলের পর প্রথমার্ধে আর কোনো গোল না হলে পিএসজি ১-০ ব্যবধানে এগিয়েই শেষ করে প্রথমার্ধের খেলা।
ম্যাচের ৭০ শতাংশ বল দখলে রেখেও দ্বিতীয়ার্ধের খেলায় গোল পেতে অনেক সময় পার করতে হয় প্যারিসের ক্লাবটিকে। ৭২ মিনিটে নুনো মেন্ডিস দলের হয়ে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান প্রতিপক্ষের সঙ্গে।
ম্যাচের শেষদিকে তৃতীয় গোলটি আসে ৮৫ মিনিটে। দেশায়ার দুয়ে করেন সেই গোলটি।
চ্যাম্পিয়ন্স লিগে শুরু ভালো হয়নি পিএসজির। বুধবারের জয়ে প্লে-অফের সর্বশেষ জায়গা পেয়েছে লুইস এনরিকের দল। ৩৬ দলের প্রতিযোগিতায় শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে অন্তত ২৪তম স্থানে থাকতে হবে পিএসজিকে। বর্তমানে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে আছে তারা।