জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে রংপুর বিভাগ।
বুধবার (১১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রংপুরের অধিনায়ক আকবর আলী। আগে ব্যাটিং করে চট্টগ্রাম দাঁড় করে ১৩৩ রানের সংগ্রহ। যা ৫ উইকেট হাতে রেখেচ সহজেই টপকে গেছে রংপুর।
লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রানে প্রথম উইকেট হারালেও ৫১ রানের জুটি গড়েন তানভির হায়দার ও নাইম ইসলাম। ১২ বলে ২৪ করে নাইম আউট হলে ৭৩ রানে ২ উইকেট হারায় রংপুর। ৩ রানের ব্যবধানে ১ রান করে আব্দুল্লাহ আল মামুনও ফিরে যান দলীয় ৭৫ রানে। ফলে ৩ উইকেট হারায় রংপুর। দলের হাল ধরে রাখা তানভির দলীয় ৯৮ রানে সর্বোচ্চ ৪১ করে আউট হলে ৯৮ রানে ৪ উইকেট হারায় আকবর আলীর দল।
পরের পথ এগোতে অবশ্য কষ্ট হয়নি রংপুরের। অধিনায়ক আকবর ২৫ রান করে আউট হলে ৫ম উইকেটের পতন ঘটে দলীয় ১২৪ রানে। তাতে অবশ্য কোনো সমস্যা হয়নি রংপুরের। আরিফুল ১৫ ও আলাউদ্দিন বাবু ১০ রানে অপরাজিত থেকে জয় আদায় করে নেয় ৫ উইকেট ও ১৯ বল হাতে রেখে।
এর আগে, রংপুর অধিনায়কের আমন্ত্রণে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের তোপে পড়ে চট্টগ্রাম। ৫৭ রানে ৩ উইকেট হারায় তারা। মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল ও ইয়াসির আলী সাজঘরে ফেরেন ব্যর্থ হয়ে। তারা করেন যথাক্রমে ১৪, ১৩ ও ১৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন মুমিনুল হক। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে ইরফান শুক্কুরের ব্যাটে। সবমিলিয়ে ২০ ওভার ব্যাটিং করে ১৩২ রান পর্যন্ত করতে সমর্থ হয় চট্টগ্রাম ৯ উইকেট হারিয়ে। যা যথেষ্ট হয়নি জয় পেতে।
৪ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট ও ব্যাট হাতে ১০ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন রংপুরের আলাউদ্দিন বাবু।