ঢাকা ৩ মাঘ ১৪৩১, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

১৯ দেশ নিয়ে আন্তর্জাতিক ব্যাডমিন্টন ঢাকায়

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ পিএম
আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
১৯ দেশ নিয়ে আন্তর্জাতিক ব্যাডমিন্টন ঢাকায়
ছবি: সংগৃহীত

গুটি কয়েক ঘরোয়া প্রতিযোগিতা বাদে বাংলাদেশের ব্যাডমিন্টন আলোচনায় থাকে খুব কমই। সেই ব্যাডমিন্টনই এবার গড়তে যাচ্ছে দারুণ এক উদাহরণ। পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রিকেট-ফুটবল বাদে আর কোনো খেলার আন্তর্জাতিক প্রতিযোগিতা ঢাকায় আয়োজিত হয়নি। সেখানে ক্রিকেট-ফুটবলের পর ব্যাডমিন্টন আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে।

বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ব্যাডমিন্টন ফেডারেশনের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল নাহার ডানা, টুর্নামেন্ট ডিরেক্টর ও ফেডারেশনের নির্বাহী সদস্য তাপতুন নাসরীন।

আগামী ১৩ ডিসেম্বর থেকে ঢাকায় বসবে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সিনিয়র ও জুনিয়র বিভাগ মিলিয়ে অংশ নেবে ১৯টি দেশ।

১৩ ডিসেম্বর শুরু হবে জুনিয়র বিভাগের প্রতিযোগিতা। এতে অংশ নেবে তিনটি দেশ। স্বাগতিক বাংলাদেশ বাদে অন্য দুই দেশ- ভারত ও ইন্দোনেশিয়া। মালদ্বীপ খেলার কথা থাকলেও তারা নাম প্রত্যাহার করে নিয়েছে। তবে সিনিয়র বিভাগে খেলবে তারা। 

এ ছাড়া ১৭ ডিসেম্বর শুরু হওয়া সিনিয়র বিভাগের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও খেলবে ১৮টি দেশ। বাংলাদেশ ছাড়াও ছেলেদের বিভাগে অংশ নিবে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, কানাডা, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, জাপান, মালদ্বীপ, ইউক্রেন, ইতালি, ফিনল্যান্ড, বুলগেরিয়া, উগান্ডা, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ইংল্যান্ডের শাটলাররা।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন জানিয়েছে, জুনিয়র বিভাগে ১১৪ জন ও সিনিয়র বিভাগে ২২৮ জন খেলোয়াড় অংশ নিবে বলে তারা প্রত্যাশা করছেন। এই প্রতিযোগিতার বাজেট ৭০ লাখ টাকা। জুনিয়র বিভাগে পাঁচ হাজার ডলার ও সিনিয়র বিভাগে ১৫ হাজার ডলার পুরস্কার থাকছে। ইউনেক্স গ্রুপ প্রধান পৃষ্ঠপোষক হলেও এতে আর্থিক সহায়তা করছে একমি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মেহেদী/এমএ/

বিপিএলের চট্টগ্রাম পর্বে দর্শকদের ভীড়

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম
বিপিএলের চট্টগ্রাম পর্বে দর্শকদের ভীড়
ছবি : সংগৃহীত
বিপিএলের একাদশ আসরের চট্টগ্রাম পর্ব মাঠে গড়িয়েছে আজ দুপুর দেড়টায়। বিপিএলের ম্যাচকে কেন্দ্র করে মাঠের বাইরে দর্শকদের ভীড় লক্ষ্য করা গেছে। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রবেশের জন্য রীতিমতো ধাক্কাধাক্কি করতে হয়েছে দর্শকদের। টিকিট না পেয়ে অনেকেই তা ক্রয় করেছেন কালো বাজারিদের কাছ থেকে। এতে ৩০০ টাকার গ্যালারি টিকিট সংগ্রহ করতে হয়েছে ৮০০ টাকা দিয়ে। 
 
সিলেট পর্ব শেষে দুইদিনের বিরতির পর চট্টগ্রাম পর্ব দিয়ে শুরু হয়েছে বিপিএল।   
 
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় টেবিলের তলানির দল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল।
 
এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মাঠের গেট। দীর্ঘ লাইন ধরে অপেক্ষার পর মাঠে ঢুকতে শুরু করেন দর্শকরা। দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি ছিল তরুণ ও শিক্ষার্থী। 
 
দিনের অপর ম্যাচে সাড়ে ৬টায় চিটাগাং কিংসের মাঠে নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে। তবে প্রথম ম্যাচেই মাঠে ভীড় জমাতে শুরু করেছেন স্বাগতিক দলের সমর্থকরা। 
 
বেলা আড়াইটার দিকে স্টেডিয়ামের ২ নম্বর ফটকে দর্শকদের দীর্ঘ লাইন। লাইনে রীতিমতো ধাক্কাধাক্কি করছে দর্শকরা। বেলা দেড়টায় যখন খেলা শুরু হয়ে গেল তখন প্রবেশের জন্য দর্শকদের তাড়াহুড়ো বেড়ে যায়। 
 
লাইনে দাঁড়ানো দর্শকরা কেউ কেউ  ফরচুন বরিশাল বলে ধ্বনি তোলেন। এ দলের যেমন সমর্থক রয়েছে, পাশাপাশি ঢাকা ক্যাপিটালস বলেও চিৎকার করছিল অপর পক্ষ। চিটাগাং কিংসের খেলা থাকায় আগেই স্থানীয় সমর্থকরা ভীড় জমাতে শুরু করেছেন। নিজেদের দলের খেলা দেখতে স্টেডিয়ামের ভালো আসন দখলে নিতে আগেভাগেই তারা চলে এসেছেন মাঠে। 
 
শিক্ষার্থী নিহাল জামান বলেন, 'প্রিয়দল চট্টগ্রাম শুরু থেকে ভালো করতেছে। প্রিয় দলের খেলার নিজের চোখের দেখার জন্য কাজ শেষ করে আগেভাগে চলে আসলাম।' 
 
আমিনুল হক নামের আরেক দর্শক বলেন, '৮০০ টাকা দিয়ে টিকিট ক্রয় করেছি। এখন প্রবেশ করতে এসে একঘন্টা সময় পার করলাম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,  চট্টগ্রামে টিকিট কালো বাজারিতে চলে গেল। 
 
হাবিবুল ইসলাম বলেন, 'এক টিকিটে দুটি খেলা দেখতে পাবো। তাই ভাল লাগছে। ভালো একটু জায়গায় গিয়ে স্টেডিয়ামে বসতে পারলে হলো। আশা করছি নিজেদের মাঠে কিংসরা ভালো করবেন।'
 
বেলা তিনটার দিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রায় সকল আসনই ছিল দর্শকদের দখলে। ২০ ওভারে  ঢাকা ক্যাপিটালস ১৪০ রানের টার্গেট দেয় ফরচুন বরিশালকে। অনায়াসেই সেই ম্যাচ বরিশাল জিতেও নিয়েছে ৮ উইকেট হাতে রেখে।

মালিকের স্ত্রীর ইনজুরিতে আটকে গেছে খেলোয়াড়দের পারিশ্রমিক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম
মালিকের স্ত্রীর ইনজুরিতে আটকে গেছে খেলোয়াড়দের পারিশ্রমিক
ছবি : সংগৃহীত

গতকাল পারিশ্রমিকের টাকা বুঝে না পাওয়ায় অনুশীলন বয়কট করেন দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা। প্রতি বিপিএলেই খেলোয়াড়দের চুক্তির অর্থ পাওয়া নিয়ে অনিয়মের খবর সামনে আসে। পরে মালিকপক্ষের আশ্বাসে আজ অনুশীলনও করেছে দলটির খেলোয়াড়রা।

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বলা হয়েছে, দুর্বার রাজশাহীর মালিকের স্ত্রী দেশে না থাকায় এই জটিলতার শুরু। 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ জানান, দলটির মালিকের স্ত্রী ডাগআউটের পাশে বসে খেলা দেখার সময় বলের আঘাতে চোট পান। সেই চোটের চিকিৎসা নিতেই তৎক্ষণাৎ ব্যাংকক যেতে হয় দলের মালিককে। আর মালিক দেশে না থাকার কারণেই চেক বাউন্স করেছে। 

জায়েদ আহমেদ আরও বলেন, ‘চেক বাউন্সের যে ইস্যুটা ছিল, আমরা চেক দিয়েছিলাম সিলেটে। আপনারা জানবেন যে ঢাকায় আমাদের শেষ ম্যাচে মালিকের স্ত্রীর গায়ে একটা বল লেগেছিল এবং হাড়ে চিড় ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে ব্যাংকক নিয়ে যেতে হয়েছিল। ফোনে ব্যাংক ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে। মালিককে ফোনে পাবে না, তাই আমরা আগেরদিনই খেলোয়াড়দের জানিয়ে দিয়েছিলাম তোমরা চেকগুলো জমা দিও না।’

রাজশাহীর অপারেশন ইনচার্জের কথা অনুযায়ী খেলোয়াড়দের জানানোর পরও কেউ কেউ না বুঝে সেটি ব্যাংকে জমা দিয়ে দেন। সেখান থেকেই মূলত ভুল বোঝাবুঝির শুরু। তবে পরে চেক জমা দেওয়া খেলোয়াড়রা জানতে পারেন ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক বাউন্স হওয়ার মূল কারণ। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলের মাঝেই খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়ার কথাও জানিয়েছে দলটি, ‘পেমেন্টের ব্যাপারে ইতোমধ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল ১৬ তারিখ বিকেল বা দুপুরের পর পর আমরা পেমেন্টগুলো দিয়ে দেব। সে অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট কাজ করছি এবং প্রতিটা ক্রিকেটারই জানে।’

হামজার সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাৎ

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০২:১৭ পিএম
হামজার সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাৎ
ছবি : সংগৃহীত

লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে লেস্টারে হামজা চৌধুরীর বাবা-মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। 

এরপর কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সঙ্গে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তারা। 

ম্যাচ শেষে হামজা চৌধুরীর সঙ্গে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। এসময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তার গভীর আগ্রহের কথা জানান হামজা।

হামজাকে বাংলাদেশের জার্সিতে খেলানোর সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বাফুফে। ফিফার থেকে ছাড়পত্রও মিলেছে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচ দিয়ে হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে বলে আলোচনা রয়েছে।

টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:১১ পিএম
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম
টস জিতে ব্যাটিংয়ে ঢাকা
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। সে ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় মাঠে গড়াবে ম্যাচটি।

চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল খেলছেন ফরচুন বরিশালের হয়ে। আজ নিজের ঘরের মাঠে তিনি বরিশালকেই নেতৃত্ব দেবেন। এর আগে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হয়ে একাধিকবার চট্টগ্রামের মাঠ মাতিয়েছেন তিনি।

বরিশালের হয়ে খেললেও ঘরের মাঠে খেলতে আসা তামিমের বরিশাল আজ সমর্থন পাবেন গ্যালারির এমনটাই আশা। ৫ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে তার দল।

অন্যদিকে, সিলেট পর্বের শেষ ম্যাচে ১৪৯ রানের দাপুটে জয়ে আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীর বিপক্ষে সেই ম্যাচে লিটন কুমার দাস অপরাজিত ১২৫ এবং তানজিদ হাসান তামিম করেছিলেন ১০৮ রান।

সেই ম্যাচের প্রেরণা নিয়ে চট্টগ্রামে ভালোকিছু করতে চায় ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি।

ফের গোলউৎসব করে জয় বার্সেলোনার

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০২:১০ পিএম
ফের গোলউৎসব করে জয় বার্সেলোনার
ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারানোর স্মৃতি এখনও উজ্জ্বল। দুদিন আগেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছে। 

সেই জয়ের আমেজ কাটতে না কাটতেই কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে রিয়াল বেটিসের জালে ৫ গোল দিয়েছে ক্লাবটি। দারুণ এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের শিষ্যরা। 

দাপুটে জয়ের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছেন তরুণ লামিনে ইয়ামাল। তার পা থেকে একটি গোল এলেও ম্যাচজুড়ে তিনি নজর কেড়েছেন আরও দুটি  গোল করিয়ে। 

পূর্ণ শক্তির দল মাঠে না নামিয়েও রিয়াল বেটিসকে বিধ্বস্ত করে দিয়েছে বার্সা ৫-১ গোলের জয়ে। ম্যাচটিতে বিশ্রামে ছিলেন রবার্ট লেভানডফস্কি, মার্ক ক্যাসাডো এবং আলেহান্দ্রো বালদে।

ম্যাচের শুরু থেকেই দাপুটে খেলতে থাকে বার্সা। তৃতীয় মিনিটেই গোলের দেখা পেয়ে যায় দলটি গাবির পা থেকে। দানি ওলমোর অ্যাসিস্ট থেকে এক নিচু শটে বল জড়িয়ে দেন তিনি।

দলের হয়ে ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুলেস কুন্দে। এই গোলে সহায়তা করেন ইয়ামাল। 

প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে বার্সা। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। লামিনে ইয়ামালের কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে সহজেই গোল করেন তিনি। 

দলের হয়ে চতুর্থ গোল করেন ফেরান তোরেস। ওলমোর ক্রস থেকে বল পেয়ে ৬৭ মিনিটে গোলটি করেন তিনি। 

ম্যাচজুড়ে দারুণ খেলা লামিনে ইয়ামাল গোল করেন ৭৫ মিনিটে। প্রথমে তার গোলটি অফসাইডে বাতিল হয়ে গেলেও ভিএআর দেখে পরে আবার গোল হিসেবে স্বীকৃতি পায়।

৮৪তম মিনিটে রিয়াল বেটিসের হয়ে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রক।