ছবি : সংগৃহীত
৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। দুই অর্ধেই পিছিয়ে থাকার পরও ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়েছে কাতালানরা। বেনফিকার বিপক্ষে এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে বার্সা। সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান দুই নম্বরে।
মঙ্গলবার(২১ জানুয়ারি) রাতে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটেই বার্সেলোনাকে পেছনে ফেলে ১-০ তে এগিয়ে যায় বেনফিকা। বক্সের ছয় গজ বাইরে থেকে নেওয়া শটে বল জালে পাঠান ভ্যাগলিস পাভলিদিস।
তবে ১৩ মিনিটে সমতায় ফিরে আসে কাতালানরা রবার্ট লেভানডফস্কির স্পটকিক থেকে। সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। ফের পিছিয়ে পড়তে হয় তাদের ২২ মিনিটে নিজেদের ডিফেন্ডারদের ভুলেই। ফাঁকা জালে গোল করেন বেনফিকার পাভলিদিস।
বার্সার ভোইচেখ স্ট্যান্সনি ম্যাচের ২৮ মিনিটে কেরেম আক্তুরকোগলুকে ফাউল করে বসেন। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানালে সফল স্পট-কিক থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন পাভলিদিস।
৩০ মিনিটে করা হ্যাটট্রিকটি চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় দ্রুততম। ২০২২ সালে লেভানডফস্কি ২৩ মিনিটে ও ১৯৯৬ সালে মার্কো সিমোন ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে বেনফিকার গোলকিপারের ভুল কাযে লাগিয়ে হেডে গোল করে ব্যবধান কমান রাফিনহা। এর ঠিক মিনিট চারেক পর বার্সা আরাউহো আত্মঘাতী গোল করলে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় বেনফিকা। ৭৮ মিনিটে আবারও পেনাল্টি পায় বার্সা। ইয়ামালকে বক্সে ফেলে দিলে সেখান থেকে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান কমান লেভাডফস্কি।
ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট বাকি থাকতেই ৭৪ মিনিটে বদলি নামা এরিক গার্সিয়া স্কোরলাইন ৪-৪ করেন।
ড্র হয়ে যাওয়া ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফেররান তরেসের উঁচু করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েন রাফিনহা। দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে দারুণ শটে বল পাঠিয়ে দেন জালে। ৫-৪ ব্যবধানে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।