বিপিএলের একাদশ আসরের চট্টগ্রাম পর্ব মাঠে গড়িয়েছে আজ দুপুর দেড়টায়। বিপিএলের ম্যাচকে কেন্দ্র করে মাঠের বাইরে দর্শকদের ভীড় লক্ষ্য করা গেছে। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রবেশের জন্য রীতিমতো ধাক্কাধাক্কি করতে হয়েছে দর্শকদের। টিকিট না পেয়ে অনেকেই তা ক্রয় করেছেন কালো বাজারিদের কাছ থেকে। এতে ৩০০ টাকার গ্যালারি টিকিট সংগ্রহ করতে হয়েছে ৮০০ টাকা দিয়ে।
সিলেট পর্ব শেষে দুইদিনের বিরতির পর চট্টগ্রাম পর্ব দিয়ে শুরু হয়েছে বিপিএল।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় টেবিলের তলানির দল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল।
এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মাঠের গেট। দীর্ঘ লাইন ধরে অপেক্ষার পর মাঠে ঢুকতে শুরু করেন দর্শকরা। দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি ছিল তরুণ ও শিক্ষার্থী।
দিনের অপর ম্যাচে সাড়ে ৬টায় চিটাগাং কিংসের মাঠে নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে। তবে প্রথম ম্যাচেই মাঠে ভীড় জমাতে শুরু করেছেন স্বাগতিক দলের সমর্থকরা।
বেলা আড়াইটার দিকে স্টেডিয়ামের ২ নম্বর ফটকে দর্শকদের দীর্ঘ লাইন। লাইনে রীতিমতো ধাক্কাধাক্কি করছে দর্শকরা। বেলা দেড়টায় যখন খেলা শুরু হয়ে গেল তখন প্রবেশের জন্য দর্শকদের তাড়াহুড়ো বেড়ে যায়।
লাইনে দাঁড়ানো দর্শকরা কেউ কেউ ফরচুন বরিশাল বলে ধ্বনি তোলেন। এ দলের যেমন সমর্থক রয়েছে, পাশাপাশি ঢাকা ক্যাপিটালস বলেও চিৎকার করছিল অপর পক্ষ। চিটাগাং কিংসের খেলা থাকায় আগেই স্থানীয় সমর্থকরা ভীড় জমাতে শুরু করেছেন। নিজেদের দলের খেলা দেখতে স্টেডিয়ামের ভালো আসন দখলে নিতে আগেভাগেই তারা চলে এসেছেন মাঠে।
শিক্ষার্থী নিহাল জামান বলেন, 'প্রিয়দল চট্টগ্রাম শুরু থেকে ভালো করতেছে। প্রিয় দলের খেলার নিজের চোখের দেখার জন্য কাজ শেষ করে আগেভাগে চলে আসলাম।'
আমিনুল হক নামের আরেক দর্শক বলেন, '৮০০ টাকা দিয়ে টিকিট ক্রয় করেছি। এখন প্রবেশ করতে এসে একঘন্টা সময় পার করলাম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রামে টিকিট কালো বাজারিতে চলে গেল।
হাবিবুল ইসলাম বলেন, 'এক টিকিটে দুটি খেলা দেখতে পাবো। তাই ভাল লাগছে। ভালো একটু জায়গায় গিয়ে স্টেডিয়ামে বসতে পারলে হলো। আশা করছি নিজেদের মাঠে কিংসরা ভালো করবেন।'
বেলা তিনটার দিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রায় সকল আসনই ছিল দর্শকদের দখলে। ২০ ওভারে ঢাকা ক্যাপিটালস ১৪০ রানের টার্গেট দেয় ফরচুন বরিশালকে। অনায়াসেই সেই ম্যাচ বরিশাল জিতেও নিয়েছে ৮ উইকেট হাতে রেখে।