ঢাকা ৩ মাঘ ১৪৩১, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

টিভিতে আজকের যত খেলা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:০০ এএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:১২ এএম
টিভিতে আজকের যত খেলা
ছবি : সংগৃহীত

দুই টেস্ট, তিন টি-টোয়েন্টিসহ টিভিতে আজকের যত খেলা

ক্রিকেট (সরাসরি)

হ্যামিল্টন টেস্ট–১ম দিন
নিউজিল্যান্ড–ইংল্যান্ড
ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫

ব্রিসবেন টেস্ট–১ম দিন
অস্ট্রেলিয়া–ভারত
সকাল ৬–২০ মিনিট, স্টার স্পোর্টস ১

দক্ষিণ আফ্রিকা–পাকিস্তান, তৃতীয় টি-টোয়েন্টি
রাত ১০টা, স্পোর্টস ১৮-১ ও পিটিভি স্পোর্টস

এনসিএল টি২০

ঢাকা বিভাগ–চট্টগ্রাম বিভাগ
সকাল ৯–৩০ মিনিট, টি স্পোর্টস

সিলেট বিভাগ–রংপুর বিভাগ
দুপুর ১–৩০ মিনিট, টি স্পোর্টস

সরাসরি (ফুটবল)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

মোহামেডান–আবাহনী
দুপুর ২–৩০ মিনিট, টি স্পোর্টস ইউটিউব

বসুন্ধরা কিংস–রহমতগঞ্জ
বিকেল ৫–৩০ মিনিট, টি স্পোর্টস ইউটিউব

প্রিমিয়ার লিগ

লিভারপুল-ফুলহাম, রাত ৯টা
আর্সেনাল-এভারটন, রাত ৯টা
স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

বুন্দেসলিগা

মেইঞ্জ-বায়ার্ন, রাত ৮টা ৩০ মিনিট
সেন্ট পাউলি-ব্রিমেন, রাত ১১টা ৩০ মিনিট
সনি টেন ২

পারিশ্রমিক পেয়ে চাঙ্গা রাজশাহীর সহজ জয়

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩০ পিএম
পারিশ্রমিক পেয়ে চাঙ্গা রাজশাহীর সহজ জয়
পারিশ্রমিক বিতর্কের মাঝেই সহজ জয় দুর্বার রাজশাহীর। ছবি: সংগৃহীত

বিপিএলের চট্টগ্রামে পর্বে এসে পারিশ্রমিক নিয়ে বিতর্কে জড়ায় আসরের অন্যতম ফ্রাঞ্চাইজি দুর্বার রাজশাহী। ফলে রীতিমতো অনুশীলন বয়কটের ঘোষণা দিয়ে বসে দলটি। তবে এরই মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিকের অর্ধেক পরিশোধের ঘোষণা দেয় বিসিবি। শুক্রবার (১৭ জানুয়ারি) এসবের মাঝেই নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল।

শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রান সংগ্রহ করে রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন জিম্বাবুয়ের লেগ স্পিন অলরাউন্ডার রায়ান বার্ল। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক বিজয়।  

এ ছাড়াও হারিস রউফ ২০, জিসান আলম এবং ইয়াসির আলী রাব্বি ১৯ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। মাত্র দুই রান করে আউট হন দলের আয়ারল্যোন্ডের খেলোয়াড় পল স্টার্লিং। অন্যদিকে রনি তালুকদার গোল্ডেন ডাকের (০) শিকার হন।

ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় সিলেটের ইনিংস।

রাজশাহীর বোলারদের মধ্যে সানজামুল ইসলাম সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন। অন্যদিকে দুটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও আফতাব ইসলাম।

পারিশ্রমিক নিয়ে বিতর্কের মাঝেই রাজশাহীর এমন জয় দলের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে। 

নাবিল/

বিপিএলের চট্টগ্রাম পর্বে দর্শকদের ভীড়

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম
বিপিএলের চট্টগ্রাম পর্বে দর্শকদের ভীড়
ছবি : সংগৃহীত
বিপিএলের একাদশ আসরের চট্টগ্রাম পর্ব মাঠে গড়িয়েছে আজ দুপুর দেড়টায়। বিপিএলের ম্যাচকে কেন্দ্র করে মাঠের বাইরে দর্শকদের ভীড় লক্ষ্য করা গেছে। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রবেশের জন্য রীতিমতো ধাক্কাধাক্কি করতে হয়েছে দর্শকদের। টিকিট না পেয়ে অনেকেই তা ক্রয় করেছেন কালো বাজারিদের কাছ থেকে। এতে ৩০০ টাকার গ্যালারি টিকিট সংগ্রহ করতে হয়েছে ৮০০ টাকা দিয়ে। 
 
সিলেট পর্ব শেষে দুইদিনের বিরতির পর চট্টগ্রাম পর্ব দিয়ে শুরু হয়েছে বিপিএল।   
 
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় টেবিলের তলানির দল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল।
 
এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মাঠের গেট। দীর্ঘ লাইন ধরে অপেক্ষার পর মাঠে ঢুকতে শুরু করেন দর্শকরা। দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি ছিল তরুণ ও শিক্ষার্থী। 
 
দিনের অপর ম্যাচে সাড়ে ৬টায় চিটাগাং কিংসের মাঠে নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে। তবে প্রথম ম্যাচেই মাঠে ভীড় জমাতে শুরু করেছেন স্বাগতিক দলের সমর্থকরা। 
 
বেলা আড়াইটার দিকে স্টেডিয়ামের ২ নম্বর ফটকে দর্শকদের দীর্ঘ লাইন। লাইনে রীতিমতো ধাক্কাধাক্কি করছে দর্শকরা। বেলা দেড়টায় যখন খেলা শুরু হয়ে গেল তখন প্রবেশের জন্য দর্শকদের তাড়াহুড়ো বেড়ে যায়। 
 
লাইনে দাঁড়ানো দর্শকরা কেউ কেউ  ফরচুন বরিশাল বলে ধ্বনি তোলেন। এ দলের যেমন সমর্থক রয়েছে, পাশাপাশি ঢাকা ক্যাপিটালস বলেও চিৎকার করছিল অপর পক্ষ। চিটাগাং কিংসের খেলা থাকায় আগেই স্থানীয় সমর্থকরা ভীড় জমাতে শুরু করেছেন। নিজেদের দলের খেলা দেখতে স্টেডিয়ামের ভালো আসন দখলে নিতে আগেভাগেই তারা চলে এসেছেন মাঠে। 
 
শিক্ষার্থী নিহাল জামান বলেন, 'প্রিয়দল চট্টগ্রাম শুরু থেকে ভালো করতেছে। প্রিয় দলের খেলার নিজের চোখের দেখার জন্য কাজ শেষ করে আগেভাগে চলে আসলাম।' 
 
আমিনুল হক নামের আরেক দর্শক বলেন, '৮০০ টাকা দিয়ে টিকিট ক্রয় করেছি। এখন প্রবেশ করতে এসে একঘন্টা সময় পার করলাম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,  চট্টগ্রামে টিকিট কালো বাজারিতে চলে গেল। 
 
হাবিবুল ইসলাম বলেন, 'এক টিকিটে দুটি খেলা দেখতে পাবো। তাই ভাল লাগছে। ভালো একটু জায়গায় গিয়ে স্টেডিয়ামে বসতে পারলে হলো। আশা করছি নিজেদের মাঠে কিংসরা ভালো করবেন।'
 
বেলা তিনটার দিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রায় সকল আসনই ছিল দর্শকদের দখলে। ২০ ওভারে  ঢাকা ক্যাপিটালস ১৪০ রানের টার্গেট দেয় ফরচুন বরিশালকে। অনায়াসেই সেই ম্যাচ বরিশাল জিতেও নিয়েছে ৮ উইকেট হাতে রেখে।

মালিকের স্ত্রীর ইনজুরিতে আটকে গেছে খেলোয়াড়দের পারিশ্রমিক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম
মালিকের স্ত্রীর ইনজুরিতে আটকে গেছে খেলোয়াড়দের পারিশ্রমিক
ছবি : সংগৃহীত

গতকাল পারিশ্রমিকের টাকা বুঝে না পাওয়ায় অনুশীলন বয়কট করেন দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা। প্রতি বিপিএলেই খেলোয়াড়দের চুক্তির অর্থ পাওয়া নিয়ে অনিয়মের খবর সামনে আসে। পরে মালিকপক্ষের আশ্বাসে আজ অনুশীলনও করেছে দলটির খেলোয়াড়রা।

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বলা হয়েছে, দুর্বার রাজশাহীর মালিকের স্ত্রী দেশে না থাকায় এই জটিলতার শুরু। 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ জানান, দলটির মালিকের স্ত্রী ডাগআউটের পাশে বসে খেলা দেখার সময় বলের আঘাতে চোট পান। সেই চোটের চিকিৎসা নিতেই তৎক্ষণাৎ ব্যাংকক যেতে হয় দলের মালিককে। আর মালিক দেশে না থাকার কারণেই চেক বাউন্স করেছে। 

জায়েদ আহমেদ আরও বলেন, ‘চেক বাউন্সের যে ইস্যুটা ছিল, আমরা চেক দিয়েছিলাম সিলেটে। আপনারা জানবেন যে ঢাকায় আমাদের শেষ ম্যাচে মালিকের স্ত্রীর গায়ে একটা বল লেগেছিল এবং হাড়ে চিড় ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে ব্যাংকক নিয়ে যেতে হয়েছিল। ফোনে ব্যাংক ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে। মালিককে ফোনে পাবে না, তাই আমরা আগেরদিনই খেলোয়াড়দের জানিয়ে দিয়েছিলাম তোমরা চেকগুলো জমা দিও না।’

রাজশাহীর অপারেশন ইনচার্জের কথা অনুযায়ী খেলোয়াড়দের জানানোর পরও কেউ কেউ না বুঝে সেটি ব্যাংকে জমা দিয়ে দেন। সেখান থেকেই মূলত ভুল বোঝাবুঝির শুরু। তবে পরে চেক জমা দেওয়া খেলোয়াড়রা জানতে পারেন ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক বাউন্স হওয়ার মূল কারণ। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলের মাঝেই খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়ার কথাও জানিয়েছে দলটি, ‘পেমেন্টের ব্যাপারে ইতোমধ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল ১৬ তারিখ বিকেল বা দুপুরের পর পর আমরা পেমেন্টগুলো দিয়ে দেব। সে অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট কাজ করছি এবং প্রতিটা ক্রিকেটারই জানে।’

হামজার সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাৎ

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০২:১৭ পিএম
হামজার সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাৎ
ছবি : সংগৃহীত

লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে লেস্টারে হামজা চৌধুরীর বাবা-মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। 

এরপর কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সঙ্গে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তারা। 

ম্যাচ শেষে হামজা চৌধুরীর সঙ্গে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। এসময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তার গভীর আগ্রহের কথা জানান হামজা।

হামজাকে বাংলাদেশের জার্সিতে খেলানোর সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বাফুফে। ফিফার থেকে ছাড়পত্রও মিলেছে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচ দিয়ে হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে বলে আলোচনা রয়েছে।

টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:১১ পিএম
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম
টস জিতে ব্যাটিংয়ে ঢাকা
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। সে ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় মাঠে গড়াবে ম্যাচটি।

চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল খেলছেন ফরচুন বরিশালের হয়ে। আজ নিজের ঘরের মাঠে তিনি বরিশালকেই নেতৃত্ব দেবেন। এর আগে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হয়ে একাধিকবার চট্টগ্রামের মাঠ মাতিয়েছেন তিনি।

বরিশালের হয়ে খেললেও ঘরের মাঠে খেলতে আসা তামিমের বরিশাল আজ সমর্থন পাবেন গ্যালারির এমনটাই আশা। ৫ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে তার দল।

অন্যদিকে, সিলেট পর্বের শেষ ম্যাচে ১৪৯ রানের দাপুটে জয়ে আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীর বিপক্ষে সেই ম্যাচে লিটন কুমার দাস অপরাজিত ১২৫ এবং তানজিদ হাসান তামিম করেছিলেন ১০৮ রান।

সেই ম্যাচের প্রেরণা নিয়ে চট্টগ্রামে ভালোকিছু করতে চায় ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি।