
সাকিব এবং তামিমের জায়গা হচ্ছে না দলে এটি আগেই জানা গিয়েছিল। লিটন দাসের স্কোয়াডে জায়গা না পাওয়াটাই হয়তো বড় খবর। পারফরম্যন্স বিবেচনায় তিনি দলে জায়গা না পাওয়া যৌক্তিকই বলা চলে।
সাধারণত লিটন এরপরও দলে জায়গা পেয়ে যাবেন এমনটা ভাবা হলেও তা আর হয়নি। লিটনের জায়গায় দলে এসেছেন এখনও ওয়ানডে অভিষেক না হওয়া যুব বিশ্বকাপজয়ী ওপেনার পারভেজ হোসেন ইমন।
সবশেষ ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজে ব্যর্থ লিটন তিন ম্যাচে করেছেন মাত্র ২, ৪, ০। লিটনের পারফরম্যান্সেই স্পষ্ট তার বাদ পড়ার কারণ। এরপরও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নির্বাচকদের।
প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু মনে করেন প্রতিপক্ষের কাছে লিটনের ব্যাটিংয়ের দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে, ‘লিটন আউট অব ফর্ম। আউটের প্যাটার্ন অনেকটা একইরকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার, সেটা হচ্ছে না। ক্রিজে টিকে থাকতে পারছে না। এক্সপোজ হয়ে গেছে। বিপক্ষ দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে অনেক বেশি সফল হয়ে যাচ্ছে। তবু সুযোগ দিয়েছিলাম। কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই।’
লিটনের অফ ফর্ম চলমান ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই। ফর্মহীনতা এবং ভালো বিকল্প থাকায় লিটন বাদ পড়েছেন বলে বলেছেন প্রধান নির্বাচক, ‘সৌম্য ও তামিম জুটি হিসেবে ভালো করছে। এই দুজনই সম্ভবত ইনিংস শুরু করবে। তাই প্রথম একাদশে লিটনের জায়গা নেই। তার ক্লাস নিয়ে সন্দেহ নেই। ফর্মে সংকট দেখা দিলে সেখান থেকে বের করতে যদি কাজ করতে পারি তাহলে তাকে ভালোভাবে বের করে আনতে পারব। আমাদের বিশেষজ্ঞরা কাজ করার সুযোগ পাবে এই সময়ে।’
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দুবাইতে ভারতের বিপক্ষে। যে মাঠে ২০১৮ এশিয়া কাপ ফাইনালে ভারতে বিপক্ষে দারুণ এক শতক হাঁকিয়েছিলেন লিটন। তবে সেই শতকের চেয়েও নির্বাচকরা আমলে নিয়েছেন লিটনের বর্তমান ফর্ম, ‘লিটনের অতীত পারফরম্যান্স, ইতিহাস অবশ্যই দেখা হয়। নিকট অতীত বেশি দেখা হয়। উইন্ডিজে আমরা সব ম্যাচেই রান করেছি। দুই ম্যাচে তিন শ পেরিয়েছি। উইকেট খুব ভালো ছিল। সেখানেও (লিটন) ফেল করায় তার ওপর আত্মবিশ্বাস রাখা কঠিন হয়ে যায়। আমরা পিন্ডিতে খেলব। খুব ভালো ব্যাটিং উইকেট। নিউজিল্যান্ড ৩৩৬ করেও হেরে গেছে। টপ অর্ডারই রান করেছে। অর্থাৎ ওপর থেকেই রান আসতে হবে। তাই আউট অব ফর্ম কাউকে নিতে পারছি না। টুর্নামেন্টে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও কঠিন চ্যালেঞ্জ থাকবে।’