
ম্যাচ আর রানের সংখ্যা সমান তালে বাড়ছিল, বিশেষ করে ওয়ানডে সংস্করণে। ধরা যাক, ২০২৪ সালের কথা। বছরজুড়ে খেলেছেন ৫ ম্যাচ, করেছেন ৬ রান। এর মধ্যে একটি গোল্ডেন ডাক, দুটি ডাক এবং অপর দুই ম্যাচে ২ ও ৪ রান! আর চার-ছক্কা? সে তো সোনার হরিণ। ৪০ মিনিটের ব্যাটিংয়ে ৩২ বল খেলে একটিও বাউন্ডারি হাঁকাতে পারেননি। যার ব্যাটে সীমানা দেখছিল না বল, সেই লিটন দাসকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন গাজী আশরাফ লিপুর নির্বাচক প্যানেল।
গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক লিপু এবং তার সহকারীদের তালিকায় থাকবেন না সাকিব আল হাসান- এমনটা প্রায় নিশ্চিত ছিল। কারণ বোলিং অ্যাকশন পরীক্ষায় টানা দুবার ফেল মেরে তিনি এখন স্রেফ ব্যাটার। তার ব্যাটিংটাও আবার চোখের সমস্যায় চলছে ঢিমেতালে। সবমিলিয়ে ধারণা করা হচ্ছিল, সাকিবের না থাকা এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনায় থাকবে বাংলাদেশ দল। কিন্তু সব আলোচনাই কেড়ে নিয়েছেন ক্লাসরুমের সেরা ছাত্র লিটন।
দেশের ক্লাসিক্যাল ব্যাটারদের মধ্যে অন্যতম লিটন। একসময়ের সেরা ছাত্রের মেধা নিয়ে আজও কোনো সন্দেহ নেই লিপুর। যেমনটা মেনে নিয়েছেন গতকালও। কিন্তু ছাত্র হঠাৎ উল্টো স্রোতে, তাই সঠিক সিদ্ধান্ত নিতে হয়েছে প্রধান নির্বাচককে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটের এবং এই সংস্করণে পুরো একটি বছর রংহীন লিটন। তাই তাকে পাস মার্ক দিতে পারেননি নির্বাচকরা। বাধ্য হয়ে রাখতে হয়েছে বাদের খাতায়। যার অর্থ চ্যাম্পিয়ন্স টফির দল ঘোষণায় লিটন উত্তীর্ণ হতে পারেননি। যদিও এমনটা হয়তো ভাবনায় ছিল না টাইগার ওপেনারের। কারণ বাংলাদেশের সর্বশেষ সিরিজের পর অধিনায়ক হওয়ার প্রত্যাশা ঝরেছিল তার কণ্ঠ থেকে।
বলা হয়, সবার সব চাওয়া পূর্ণ হয় না। তেমনটাই ঘটেছে লিটনের ক্ষেত্রে। এর জন্য দায়ী তিনি নিজেই। শুধু ওয়ানডে ফরম্যাট নয়, ক্রিকেটের অপর দুই সংস্করণে ছিলেন নিজের ছায়া হয়ে। ২০২৪ সালে ৯ টেস্টে ১টি করে সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি ছাড়া বলার মতো নেই কোনো ইনিংস। আর ২১ টি-টোয়েন্টিতে ছিল মাত্র ১টি হাফ সেঞ্চুরি। ৩০-এর বেশি ইনিংস ছিল ২টি। ক্যারিবিয়ান দ্বীপে বাংলাদেশের সর্বশেষ অ্যাসাইনমেন্টেও ব্যাটার লিটন ছিলেন ফর্মহীন। তবে অধিনায়ক লিটন ছিলেন সফল। তার নেতৃত্বে উইন্ডিজকে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ।
ওই সময় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নিয়ে চলমান গুঞ্জনে এগিয়ে ছিলেন লিটন। প্রস্তাব পেলে বাড়তি দায়িত্ব নেবেন কি না, এমন প্রশ্নে তখন তিনি বলেছিলেন, ‘ যদি বিসিবি আমাকে নেতৃত্ব নিতে বলে, তাহলে আমি তা করতে প্রস্তুত। কারণ আমি এটি উপভোগ করছি।’ অথচ এই লিটনই এখন দল থেকে বাদ। এর ব্যাখ্যা দিয়েছেন লিপু। বলেছেন, ‘লিটন ফর্মে নেই। এটাই বাদ পড়ার কারণ। পাওয়ারপ্লের সুবিধা নিতে পারছে না। ক্রিজে টিকে থাকতে পারছে না। তবু সুযোগ দিয়েছিলাম। কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই।’
বাদের খাতায় রাখলেও দূরে সরিয়ে দেওয়া হচ্ছে না লিটনকে। বিসিবির বিশেষজ্ঞরা কাজ করবেন তাকে নিয়ে। যাতে করে পুরোনো চেহারায় দেখা যায় তাকে। যেমন লিটনকে ২০২২ সালে দেখেছিল ক্রিকেট বিশ্ব। প্রধান নির্বাচক লিপু বলেছেন, ‘তার (লিটন) ক্লাস নিয়ে সন্দেহ নেই। ফর্মে সংকট দেখা দিলে সেখান থেকে বের করতে যদি কাজ করতে পারি তাহলে তাকে ভালোভাবে বের করে আনতে পারব। আমাদের বিশেষজ্ঞরা কাজ করার সুযোগ পাবে এই সময়ে। লিটনের অতীত পারফরম্যান্স, ইতিহাস অবশ্যই দেখা হয়।’
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে সর্বশেষ পাঁচ ম্যাচে লিটন
টেস্ট
রান প্রতিপক্ষ ভেন্যু
২২, ১ ভারত চেন্নাই
১৩, ১ ভারত কানপুর
১, ৭ দ. আফ্রিকা মিরপুর
৪০, ২২ উইন্ডিজ নর্থ সাউন্ড
১, ২৫ উইন্ডিজ কিংসটাউন
ওয়ানডে
রান প্রতিপক্ষ ভেন্যু
০ শ্রীলঙ্কা চট্টগ্রাম
০ শ্রীলঙ্কা চট্টগ্রাম
২ উইন্ডিজ সেন্ট কিটস
৪ উইন্ডিজ সেন্ট কিটস
০ উইন্ডিজ সেন্ট কিটস
টি-টোয়েন্টি
রান প্রতিপক্ষ ভেন্যু
১৪ ভারত দিল্লি
৪২ ভারত হায়দরাবাদ
০ উইন্ডিজ কিংসটাউন
৩ উইন্ডিজ কিংসটাউন
১৪ উইন্ডিজ কিংসটাউন