ঢাকা ২৬ মাঘ ১৪৩১, রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
English
রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কামিন্সই অজিদের অধিনায়ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৩৮ এএম
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কামিন্সই অজিদের অধিনায়ক
ছবি : সংগৃহীত

পিতৃত্বকালীন ছুটির কারণে শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্ট ও একটি ওয়ানডে খেলতে যাচ্ছেন না প্যাট কামিন্স। এছাড়া ভুগছেন তিনি গোড়ালির চোটেও। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে কামিন্সকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

ক্রিকেটের এই মিনি বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তাদের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। 

অস্ট্রেলিয়ার ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মতো আইসিসই আসরে ডাক পেয়েছেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। এছাড়াও কামিন্সের সঙ্গে পেস বিভাগে আছেন হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান এলিস। দলের একমাত্র স্পিনার অ্যাডাম জাম্পা।

ঘোষিত এই দল নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের সফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের সঙ্গে জড়িয়ে থাকা মূল খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞ ও সামাঞ্জস্যপূর্ণ একটি স্কোয়াড গড়া হয়েছে। পাকিস্তানের কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে একাদশ সাজানোর জন্য বৈচিত্র্যময় সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।’

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রথম ম্যাচ খেলবে ফেব্রুয়ারির ২২ তারিখ লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে। বাকি দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই। 

২০০৯ সালের পর আর চ্যাম্পিয়নস ট্রফির স্বাদ না পাওয়া অস্ট্রেলিয়া এবার শিরোপা ঘরে তুলতে দৃঢ়প্রত্যয়ী।

অস্ট্রেলিয়া স্কোয়াড 

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট ভাগাভাগি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮ এএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১ এএম
মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট ভাগাভাগি
ছবি : সংগৃহীত

মাদ্রিদ ডার্বি জেতা হলো না রিয়াল মাদ্রিদের। কিলিয়ান এমবাপ্পের গোলে হার এড়িয়ে ১-১ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচ। দুই মাদ্রিদের পয়েন্ট ভাগাভাগিতে জমে উঠেছে লা লিগার পয়েন্ট টেবিলের লড়াই। 

এই ম্যাচের আগে দুই মাদ্রিদই ২২ ম্যাচ খেলে ফেলেছে। পয়েন্টের হিসাবে রিয়ালের ৪৯ ছিল অ্যসাটলেটিকোর ছিল ৪৮। তবে ম্যাচ ড্র হওয়ায় পার্থক্যটা আগের মতোই দুই দলের মধ্যে।

নিজেদের মাঠে অ্যাাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দাপট দেখানোর পরিবর্তে আগে গোল হজম করে বসে থাকে রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে গোল করেন অতিথিদের হুলিয়ান আলভারেজ। ম্যাচের ৩৫ মিনিটে তার করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় এটিএম।

প্রথমার্ধে চেষ্টা চালিয়েও সেই গোল আর শোধ দিতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যেই ম্যাচের ৫০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় ফেরে রিয়াল। 

তবে বাকি সময় চেষ্টা চালিয়েও কোনো দলই গোল করতে পারেনি। রিয়াল এবং অ্যাটলেটিকো দুই দলই সুযোগ নষ্ট করেছে। ফলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে ১-১ গোলে।

এই দুই দলের পয়েন্ট ভাগাভাগিতে এখন জমে উঠেছে লা লিগার পয়েন্ট টেবিল। ২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে অ্যাটলেটিকো। 

অন্যদিকে এক ম্যাচ কম খেলা বার্সা রিয়ালের চেয়ে পিছিয়ে ৫ পয়েন্টে। সামনের ম্যাচে জয় পেলে যেই ব্যবধান আরও কমে নেমে আসতে পারে ২ পয়েন্টে।

সভাপতির ডাকেও সাড়া দেননি বিদ্রোহীরা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ এএম
সভাপতির ডাকেও সাড়া দেননি বিদ্রোহীরা
ছবি : সংগৃহীত

কোচ-ফুটবলার দ্বন্দ্ব নিরসনে সমঝোতার দুয়ার বুঝি বন্ধই থাকছে। গতকাল পর্যন্ত যে চিত্র, তাতে বিদ্রোহী নারী ফুটবলাররা নিজেদের অবস্থানে দৃঢ় আছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের আহ্বানেও তারা অনুশীলনে যোগ দেননি। অন্যদিকে ইংলিশ কোচ পিটার বাটলারও বসে নেই। তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ১৮ ফুটবলারকে ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। গতকাল তো দুই বেলা অনুশীলন করিয়েছেন মেয়েদের। ৩৭ জন ফুটবলার এখন বাটলারের অধীনে অনুশীলন করছেন। যাদের বেশির ভাগই অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার। সর্বশেষ সাফজয়ী দলের কয়েকজনও আছেন।

তাহলে সাবিনা-ঋতুপর্ণাদের কী হবে? অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিষয়টি আরও কয়েক দিনের জন্য ঝুলেই থাকছে এবং সমাধান ‍পুরোপুরি বাফুফে সভাপতির হাতে। সংকট নিরসনে বিশেষ কমিটির প্রতিবেদনের ওপর যার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। গত বৃহস্পতিবার রাতে সাত সদস্যের বিশেষ কমিটি তাদের প্রতিবেদন বাফুফেতে জমা দিয়েছে। জানা গেছে, ওই দিন রাতেই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিদ্রোহী ফুটবলাদের সঙ্গে বসেছিলেন। তিনি মেয়েদের অভিযোগগুলো আমলে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে জানা গেছে। খেলোয়াড়দের প্রতি কোচের দৃষ্টিভঙ্গি যেন নম্র হয়, সেই বিষয়টিও দেখতে চেয়েছিলেন। সেই সঙ্গে সাবিনা-ঋতুপর্ণাদের অনুশীলনে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন। কিন্তু সার্বিক পরিস্থিতি সাবিনাদের নিজেদের অবস্থানে অনড় থাকার কথাই জানান দিচ্ছে।

সাবিনাদের সঙ্গে তাবিথ আউয়াল বসেছিলেন বৃহস্পতিবার রাতে। পরের দিন শুক্রবার ছিল ছুটির দিন। এদিন মেয়েদের অনুশীলন ছিল না। বাফুফে সভাপতির আহ্বানের কারণে সংশ্লিষ্ট অনেকেই আশা করেছিলেন শনিবার সাবিনারা অনুশীলনে যোগ দেবেন। কিন্তু শেষ পর্যন্ত তারা অনুশীলনে যোগ দেননি। সাবিনাসহ ১৮ বিদ্রোহী ফুটবলার বাদে বাকিদের নিয়ে গতকাল সকালে ব্রাদার্স ইউনিয়ন মাঠে অনুশীলন সেশন পরিচালনা করেন বাটলার। আর বিকেলে অনুশীলন করান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। গ্যালারিতে বসে মিনিট ত্রিশেক মেয়েদের অনুশীলন দেখে মনে হলো, এই দলটিকে তৈরি করতে বেশ সময় লাগবে বাটলারের। কারণ এদের বেশির ভাগই অনভিজ্ঞ।

এদিকে বাংলাদেশের মেয়েদের সংযুক্ত আরব আমিরাত সফর এ মাসেই। আগামী ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাতে যাবে মেয়েরা। ২৬ ফেব্রুয়ারি স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে, ২ মার্চ খেলবে আরও একটি। ম্যাচ দুটির জন্য ১৫ তারিখের পর দল ঘোষণা হবে। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এমনটিই জানিয়েছেন।

তিনি এখনো আশায় আছেন সাবিনারা অনুশীলনে যোগ দেবেন, ‘আমার বিশ্বাস এখনো পর্যন্ত ওরা অনুশীলনে যায়নি, তবে ওরা অনুশীলনে যাবে। কারণ তাদের দীর্ঘ একটা ক্যারিয়ার তারা এভাবে নষ্ট করতে পারে না। আর এটা আমি বিশ্বাস করি। আমি এখনো চেষ্টা করছি ওরা যেন ফিরে আসে। ওরা হয়তো একটা অভিমানে আছে। আশা করি ওরা ফিরে আসবে।’

সাবিনারা ট্রেনিংয়ে যোগ না দিলে বিকল্প কী হবে- এমনটা জানতে চাইলে কিরণ সরাসরি বলেছেন, ‘কোনো প্ল্যান ‌‌‘বি’ নেই। প্ল্যান ‘এ’তেই আছি আমরা।’ এদিকে কোচ পিটার বাটরারও বলেছেন বিদ্রোহীরা এলে তিনি তাদের স্বাগত জানাবেন এবং বল তাদের কোর্টে বলেও মন্তব্য করেছেন। আবার তিনি এমনও বলেছেন, ‘নতুন ভবিষ্যতের জন্য আমরা নতুন দল গঠন করছি।’

সব মিলিয়ে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেটি আঁচ করা মুশকিল। এদিকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমে কোনো কথা বলেননি। যদিও তার দিকেই তাকিয়ে সবাই।

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ এএম
টিভিতে আজকের খেলা
ছবি : সংগৃহীত

দেখে নিন আজকের দিনে টিভি পর্দায় যেসব খেলা দেখতে পাবেন সেই তালিকা

ক্রিকেট (সরাসরি)

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া
দ্বিতীয় টেস্ট, চতুর্থ দিন
সকাল ১০টা ৩০ মিনিট
সনি টেন ৫

ভারত-ইংল্যান্ড, দ্বিতীয় ওয়ানডে
বেলা ২টা, স্টার স্পোর্টস নেটওয়ার্ক

ফুটবল (সরাসরি)

এফএ কাপ

প্লাইমাউথ-লিভারপুর, রাত ৯টা
অ্যাস্টন-টটেনহাম, রাত ১১টা ৩৫ মিনিট
সনি টেন ২

২০২৫ ট্রান্সফারে রেকর্ড ব্যয়

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৩ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৩ পিএম
২০২৫ ট্রান্সফারে রেকর্ড ব্যয়
ছবি : সংগৃহীত

ফুটবলে শীতকালীন ট্রান্সফার বন্ধ হয়েছে কয়েক দিন আগে। বছরের শুরুতে খেলোয়াড় কেনা-বেচা চলছে ১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। সবচেয়ে খরুচে ক্লাব ছিল ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি। সবচেয়ে বড় সাইনিং করেছে সৌদি প্রো-লিগের আল নাসর। তাদের খরচের বিপরীতে আয়ের শীর্ষে ছিল প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলা। এ নিয়ে বিশেষ প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে খবরের কাগজে। শীতকালীন উইন্ডো নিয়ে এবার বিস্তারিত প্রকাশ করেছে ফিফা। বিশ্ব ফুটবল সংস্থার এই প্রতিবেদনে বলা হয়েছে, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ ব্যয় করা হয়েছে ২০২৫ ট্রান্সফারে।

গতকাল ফিফা জানিয়েছে, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পুরুষদের ফুটবলে আন্তর্জাতিক ট্রান্সফারে বিশ্বব্যাপী ক্লাবগুলো রেকর্ড ২.৩৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। এটা গত বছরের তুলনায় প্রায় ৫৮ শতাংশ বেশি। ২০২৩ সালে শীতকালীন ট্রান্সফারে মোট খরচ হয়েছিল ১.৫৭ বিলিয়ন ডলার। এতদিন এটাই সবচেয়ে বড় ব্যয় ছিল। এর চেয়ে ৪৭.১ শতাংশ বেশি খরচে নতুন রেকর্ড হয়ে গেল এবার। ট্রান্সফার সংখ্যাতেও হয়েছে রেকর্ড। ১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫ হাজার ৮৬৩টি আন্তর্জাতিক ট্রান্সফার হয়েছে, যা গতবারের চেয়ে ১৯.১ শতাংশ বেশি।

ব্যয়ের খাত ভারী হয়েছে ইংলিশ ক্লাবগুলোর বদৌলতে, মোট ৬২১.৬ মিলিয়ন খরচ করেছে। ম্যানসিটিই খরচ করেছে ২২৪ মিলিয়ন ডলারের বেশি। কিনেছে ওমর মার্মৌশ, নিকো গঞ্জালেস, আবদুকোদির খুসানভ, ভিটর রেইস এবং জুমা বাহকে। সবচেয়ে দামি ফুটবলার ছিলেন কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরান। ৭৯.৯৭ মিলিয়ন ডলার খরচে তাকে অ্যাস্টন ভিলা থেকে উড়িয়ে নিয়েছে নাসর। ব্যয়ের দিক থেকে শীর্ষ পাঁচটি দেশের তালিকাও প্রকাশ করেছে ফিফা। সবার ওপরে রয়েছে জার্মানি। দেশটির ক্লাবগুলো ট্রান্সফার মার্কেটে খরচ করেছে ২৯৫.৭ মিলিয়ন ডলার। পরের চার স্থানে রয়েছে যথাক্রমে- ইতালি (২২৩.৮ মিলিয়ন), ফ্রান্স (২০৯.৭ মিলিয়ন) এবং সৌদি আরব (২০২.১ মিলিয়ন)।

অপরদিকে, ফ্রান্সের ক্লাবগুলো ট্রান্সফার ফি হিসেবে সর্বোচ্চ ৩৭১ মিলিয়ন ডলার পেয়েছে। এই তালিকায় পরের দেশগুলো হলো- জার্মানি (২২৬.২ মিলিয়ন), ইংল্যান্ড (১৮৫.২ মিলিয়ন), পর্তুগাল (১৭৬.৪ মিলিয়ন) এবং ইতালি (১৬২ মিলিয়ন)। ব্রাজিলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ট্রান্সফার (৪৭১) হয়েছে, যেখানে আর্জেন্টিনার খেলোয়াড়দের সংখ্যা সবচেয়ে বেশি (২৫৫)। শুরু পুরুষদের ক্ষেত্রে নয়, জানুয়ারি-ফেব্রুয়ারিতে নারী ফুটবলেও ট্রান্সফার ফি বাবদ রেকর্ড ৫.৮ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ৪৫৫টি আন্তর্জাতিক ট্রান্সফারের মধ্যে এটাই সর্বোচ্চ, যা পূর্বের রেকর্ডের তুলনায় ১৮০.৬ শতাংশ বেশি।

নারী ফুটবলেও ইংলিশ ক্লাবগুলো এগিয়ে ছিল। খেলোয়াড়দের পেছনে ব্যয় করেছে ২.৩ মিলিয়ন ডলার। করেছে সর্বোচ্চ ৩৯টি চুক্তি।

আগামীতে বিদেশিদের সকল দায়িত্ব বিসিবির

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৪ পিএম
আগামীতে বিদেশিদের সকল দায়িত্ব বিসিবির
ছবি : সংগৃহীত

গতকাল ফরচুন বরিশাল পুনরায় শিরোপা ধরে রাখার মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের একাদশ আসর। সদ্যসমাপ্ত এই আসরে রান হয়েছে বেশ। রান হওয়ায় গ্যালারিতে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

তবে এসবের মাঝেও আছে অনিয়মের খবর। যেমন দুর্বার রাজশাহী খেলোয়াড়দের ঠিকঠাক পেমেন্ট না দেওয়া। একাধিকবার চেক বাউন্সের ঘটনা ঘটেছে। চিটাগং কিংসের ওপরও রয়েছে এমন অভিযোগ।

ভবিষ্যতে এমনসব বিড়ম্বনা এড়াতে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক, ম্যাচ ফি, হোটেল ব্যবস্থাপনা ও টুর্নামেন্ট শেষে ফেরার ব্যবস্থা করবে বিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ভবিষ্যতে বিপিএলে অংশ নিতে আসা বিদেশিদের ব্যবস্থাপনা নিজেরাই করবে তারা। ড্রাফটে থাকা সকল আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গেই যোগাযোগ করা হবে বিসিবি কর্তৃক। নিশ্চয়তা প্রদান করা হবে ম্যাচ ফি’র এবং সময় মতো পারিশ্রমিক পরিশোধের বিষয়টি নিজেরাই দায়িত্ব নিয়ে প্রদাণ করবে।

এমনকি বিদেশি ক্রিকেটারদের থাকা-খাওয়ার বিষয়টিও বিসিবি দ্বারা দেখভাল করা হবে। টুর্নামেন্ট শেষে তারা যাতে করে ঠিকঠাক দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থাও বিসিবিই করবে। বিসিবি ফ্র্যাঞ্চাইজির জন্য আর্থিক স্বচ্ছতার বিষয়ে কঠোর হবে, খেলোয়াড়দের সেফগার্ডিং ও পারিশ্রমিকের পদ্ধতি কঠোর করবে।

বিসিবির বার্তায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বিসিবির উদ্যোগ প্রমাণ করে বিপিএলের সততা নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি ক্রিকেটারদের পেশাদার অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিপিএলের পরিচালনা ও আর্থিক বিষয় শক্তিশালী করতে বোর্ড সকল স্টেকহোল্ডারদের সঙ্গে সর্বদা যুক্ত থাকবে।’