
বিপিএলের প্রথম ম্যাচে ৩১ রান করেছিলেন লিটন দাস। পরের তিন ম্যাচে যথাক্রমে ০, ২, ৯। তাই তাকে বেঞ্চে বসিয়ে পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল ঢাকা ক্যাপিটালস। সেই অপমানের বদলা মাঠে ফিরেই নিয়েছিলেন লিটন। দলের ষষ্ঠ ম্যাচে একাদশে ফিরে খেলেছিলেন ৭৩ রানের ইনিংস। এবার জাতীয় দল থেকে বাদ পড়ার খবর পেয়ে লিটন যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠলেন। তার অফ ফর্ম নিয়ে সব আলোচনা-সমালোনার জবাব দিলেন সেঞ্চুরি হাঁকিয়ে। বলাই যায়, আক্ষেপ বাড়ানো সেঞ্চুরি।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পেয়ে আলোচনায় আসা লিটন এখন সবার মুখে মুখে অতিমানবীয় ইনিংস খেলে। গতকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫৫ বলে ১০ চার এবং ৯ ছক্কায় অপরাজিত ছিলেন ১২৫ রানে। উইকেটে যোগ্য সঙ্গী হিসেবে পান তানজিদ হাসানকে। তিনিও তুলে নেন সেঞ্চুরি। ৬৪ বলে ৬ চার এবং ৮ ছক্কায় করেন ১০৮ রান। দুজনের অবিশ্বাস্য এক উদ্বোধনী জুটিতে রেকর্ডে চুরমার রেকর্ডবুক। তাদের দল ঢাকা ক্যাপিটালস পেয়েছে ২৫৪ রানের বিশাল পুঁজি, যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
লিটন-তানজিদের জুটিতে আসে ২৪১ রান। টুর্নামেন্ট ইতিহাসে এটাই সবচেয়ে বড় জুটি। আগের রেকর্ডটি ছিল ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের দখলে। ২০১৭ সংস্করণে রংপুরের জার্সিতে এক ম্যাচে দ্বিতীয় উইকেটে ২০১ রানের জুটি গড়েছিলেন তারা। অল্পের জন্য বিশ্বরেকর্ড হয়নি লিটন-তানজিদের। ক্রিকেটের ছোট ফরম্যাটে যেকোনো উইকেটে সবচেয়ে বড় জুটি জাপানের ইয়ামামোতো এবং ফ্লেমিংয়ের। গত ফেব্রুয়ারিতে তাদের প্রতিরোধ অবিচ্ছিন্ন ছিল ২৫৮ রানে। এই তালিকার দ্বিতীয় স্থানে লিটন-তানজিদ।
জাতীয় দল থেকে লিটনের বাদ পড়ার ব্যাখ্যায় গতকাল লিপু বলেছিলেন, ‘লিটনের অতীত পারফরম্যান্স, ইতিহাস অবশ্যই দেখা হয়। নিকট অতীত বেশি দেখা হয়। উইন্ডিজে আমরা সব ম্যাচেই রান করেছি। দুই ম্যাচে ৩০০ পেরিয়েছি। উইকেট খুব ভালো ছিল। সেখানেও (লিটন) ফেল করায় তার ওপর আত্মবিশ্বাস রাখা কঠিন হয়ে যায়। আমরা (চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ) পিন্ডিতে খেলব। খুব ভালো ব্যাটিং উইকেট। নিউজিল্যান্ড ৩৩৬ করেও হেরে গেছে। টপ অর্ডারই রান করেছে। অর্থাৎ ওপর থেকেই রান আসতে হবে। তাই আউট অফ ফর্ম কাউকে নিতে পারছি না।’
তাহলে কি লিপুকে সঠিক সময়ে সঠিক জবাবটাই দিলেন লিটন?
বিপিএলে যেকোনো উইকেটে বড় জুটি
| জুটি রান দল প্রতিপক্ষ সাল
লিটন-তানজিদ ২৪১ ঢাকা রাজশাহী ২০২৫
ম্যাককালাম-গেইল ২০১* রংপুর ঢাকা ২০১৭
ভিনসেন্ট-নাফীস ১৯৭* খুলনা রাজশাহী ২০১৩
টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে বড় জুটি
জুটি রান দল প্রতিপক্ষ সাল
ইয়ামামোতো-ফ্লেমিং২৫৮* জাপান চীন ২০২৪
লিটন-তানজিদ ২৪১ ঢাকা রাজশাহী ২০২৫
হজরতউল্লাহ-ঘনি ২৩৬ আফগানিস্তান আয়ারল্যান্ড ২০১৯
বিপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহ
দল স্কোর প্রতিপক্ষ আসর
ঢাকা ২৫৪/১ রাজশাহী ২০২৫
কুমিল্লা ২৩৯/৩ চট্টগ্রাম ২০২৪
রংপুর ২৩৯/৪ চট্টগ্রাম ২০১৯