
রাজনৈতিক বোরিতায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ আয়োজ়ন বন্ধ রয়েছে। আইসিসির আসর ছাড়া দেখার সুযোগ নেই দুই দলের লড়াই। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মুখোমুখি হবে একে-অপরের।
তবে এবার নেটফ্লিক্সে দেখা যাবে ভারত-পাকিস্তানের লড়াই। যেখানে থাকবেন থাকবেন সুনীল গাভাস্কার, বীরেন্দর শেবাগদের মতো কিংবদন্তিরাও।
ব্যাটিং করতে নামছেন শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগ। মাঠে পাকিস্তান দল পরিকল্পনায় ব্যস্ত। এমনই এক পোস্টার বানিয়েছে নেটফ্লিক্স। সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা সেই পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘দুটি জাতি। একটি মহাকাব্যিক প্রতিদ্বন্দ্বিতা। ১৬০ কোটির প্রার্থনা। একটি লিগ্যাসির রোমাঞ্চকর সাক্ষী হতে আসুন। এর মতো কোনো কিছু হতেই পারে না।’
মূলত এই তথ্যচিত্রটি নেটিফ্লিক্স তৈরি করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে। সেই আসরে মুখোমুখি হতে যাচ্ছে ভারত–পাকিস্তান। সেই ম্যাচের পটভূমিতে এই বিশেষ তথ্যচিত্র নিয়ে আসছে।
তথ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা: ভারত বনাম পাকিস্তান।’
আগামী মাসের ৭ তারিখ এটি মুক্তি পাবে। হাইব্রিড পদ্ধতিতে হতে যাওয়া এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সংযুক্ত আরব-আমিরাতের দুবাইতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ২৩ ফেব্রুয়ারি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নেটফ্লিক্সের এই ডকুমেন্টারি সিরিজে বক্তব্য থাকবে সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগের মতো কিংবদন্তিদের। দুই দলের মধ্যে ১৯৭৮ সালে হওয়া প্রথম ওয়ানডে সিরিজের গল্পও উঠে আসবে এই সিরিজে। অজানা সকল গল্প শুনতে পারবেন সমর্থকরা সুনীল গাভাস্কার ও শোয়েব আখতারের মতো তারকার কাছ থেকে। কেবল মাঠ নয়, খেলার আগে মাঠের বাইরে খেলোয়াড়দের মানসিক চাপ ও প্রস্তুতির বিষয়গুলোও তুলে ধরা হবে এই তথ্যচিত্রে।