
২০১৩ সালের পর বিপিএলে ফিরেছে চিটাগাং কিংস। এখন পর্যন্ত পয়েন্টস টেবিলে তাদের অবস্থান দুইয়ে। ৮ ম্যাচে ৫ জয় চট্টগ্রামের দলটির। ধারাবাহিকভাবেই ভালো খেলছে দলটি। তবে এমন সুসময়ের মাঝেও ধাক্কা খেতে হলো কিংসকে।
চলমান আসরে চট্টগ্রামের জার্সিতে ৭ ম্যাচে ১১ উইকেট শিকার করেছ আলিস আল ইসলাম। কিন্তু ভালো ফর্ম থাকা এই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষাও।
ফরচুন বরিশালের বিপক্ষে ১৯ জানুয়ারির ম্যাচে ৩ ওভার বোলিং করেও কোনো উইকেট পাননি আলিস। সে ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে উঠে প্রশ্ন।
পরের ম্যাচ দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামেননি আলিস আল ইসলাম। তবে আজ খেলছেন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। এই ম্যাচের দিনই খবর এসেছে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন আসার খবর।
আগামী ২৫ জানুয়ারি শনিবার মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশান পরীক্ষা দিতে হবে আলিসকে।
এর আগে, ২০১৯ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে অভিষেক হয়েছিল তার। সে আসরেও প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং অ্যাকশন।