
সামাজিক যোগাযোগমাধ্যমে খুন ও ধর্ষণের হুমকি পাচ্ছিলেন সাফজয়ী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। গত পরশু ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেন তিনি। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বুধবার (৫ জানুয়ারি) বাফুফের সহায়তায় মতিঝিল থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুমাইয়া। খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন।
ডিজি করতে বুধবার দুপুরে মতিঝিল থানায় যান সুমাইয়া। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমি। সুমাইয়া হুমকিদাতার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তবে জিডিতে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি তিনি।
ওসি মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘তিনি (সুমাইয়া) হুমকির বিষয় উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।’
ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে জাতীয় দলের যে ১৮ জন ফুটবলার বিদ্রোহ করছেন, তাদের অন্যতম সুমাইয়া। এই বিদ্রোহী ফুটবলাররা কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বুলিংয়ের শিকার হচ্ছেন। যা হত্যা ও ধর্ষণের হুমকির পর্যায়ে গড়িয়েছে। সুমাইয়া এ ধরনের হুমকির একাধিক স্ক্রিনশট এই প্রতিবেদককে পাঠিয়েছেন। যেখানে শুধু তিনি নন, তার সতীর্থদের নিয়েও আপত্তিকর মন্তব্য রয়েছে।
পুরো বিষয়টি নিয়ে বেশ হতাশ ‘জাপানি কন্যা’ খ্যাত সুমাইয়া। খবরের কাগজকে তিনি বলেন, ‘যে এ ধরনের মন্তব্য, আমাদের অভিভাবকরা বিষয়গুলো কীভাবে নেবে বলেন?’ আক্ষেপের সুরে তিনি আরও বলেন, ‘আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করছি এবং আমার প্রতিবাদ অব্যাহত থাকবে। আমাদের জুনিয়রদের যেন এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়, এটাই চাইব।’
এদিকে কোচের বিরুদ্ধে ফুটবলারদের বিদ্রোহে যে সংকট তৈরি হয়েছে, তা নিরসনে বিশেষ কমিটি করেছিল বাফুফে। সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটির আজ প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। প্রতিবেদনে তারা সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি নিজেদের সুপারিশও জানাবেন। তাদের প্রতিবেদনের পর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে।