
ওয়ানডে ক্রিকেট আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপজয়ী তারকা। তবে অস্ট্রেলিয়ার হয়ে খেলা চালিয়ে যাবেন ক্রিকেটের সক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে।
চ্যাম্পয়ন্স ট্রফির আগে তার এমন অবসরের ঘোষণায় খেলা হচ্ছে না তার। যদিও তাকে রাখা হয়েছিল সেই টুর্নামেন্টের ১৫ সদস্যের দলে। তার হঠাৎ অবসরের ঘটনায় অবাক হয়েছে সবাই।
১২ ফেব্রুয়ারি মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগেই তিনি অবসরের ঘোষণা দিয়েছেন। বর্তমানে এই অলরাউন্ডার খেলছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে ডারবান সুপার জায়ান্টসের হয়ে। সম্প্রতি বল করতে গিয়ে তিনি হ্যামস্ট্রিংয়ে চোটও পেয়েছেন সেখানে।
অবসরের ব্যাপারে স্টয়নিস জানিয়েছেন, তার ক্যারিয়ারের বাকি সময়টা টি-টোয়েন্টিতে দিতে চান তিনি। তার লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়ার হয়ে এবং ফ্র্যাঞ্চাইজি পর্যায়ে টি-টোয়েন্টি লিগগুলোয় খেলা।
অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ছিল স্টয়নিসের কাছে গর্বের উল্লেখ করে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলাটা আমার জন্য অবিশ্বাস্য এক যাত্রা ছিল। সবুজ ও সোনালি জার্সিতে প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সবসময়ই গর্বের। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, কিন্তু আমি মনে করি ওয়ানডে থেকে সরে দাঁড়ানো এবং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে পুরোপুরি মনোযোগ দেওয়ার এটাই সঠিক সময়। রন (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, অস্ট্রেলিয়া পুরুষ দলের কোচ) এর সঙ্গে আমার চমৎকার সম্পর্ক আছে, এবং তার সমর্থনের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি পাকিস্তানে আমার দলকে সমর্থন করব।‘
অজিদের হয়ে স্টয়নিসের অবদানের কথা মনে করে প্রশংসা করেছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ‘গত এক দশক ধরে স্টয়নিস আমাদের ওয়ানডে সেটআপের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তিনি শুধু একজন অমূল্য খেলোয়াড়ই নন, দলের মধ্যে একজন অবিশ্বাস্য ব্যক্তিত্বও ছিলেন। সে একজন জাত নেতা, অত্যন্ত জনপ্রিয় খেলোয়াড় এবং একজন মহান মানুষ। তার ওয়ানডে ক্যারিয়ার এবং সমস্ত অর্জনের জন্য তাকে অভিনন্দন জানানো উচিত।‘
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ ওয়ানডেতে রান ব্যাটে এসেছে ১৪৯৫ রান। এই তার ঝুলিতে আছে ৪৮ উইকেটও। ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন ছিলেন তিনি অস্ট্রেলিয়ার হয়ে। ২০২৩ সালে জিতেছেন বিশ্বকাপ।