
মাদ্রিদ ডার্বি জেতা হলো না রিয়াল মাদ্রিদের। কিলিয়ান এমবাপ্পের গোলে হার এড়িয়ে ১-১ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচ। দুই মাদ্রিদের পয়েন্ট ভাগাভাগিতে জমে উঠেছে লা লিগার পয়েন্ট টেবিলের লড়াই।
এই ম্যাচের আগে দুই মাদ্রিদই ২২ ম্যাচ খেলে ফেলেছে। পয়েন্টের হিসাবে রিয়ালের ৪৯ ছিল অ্যসাটলেটিকোর ছিল ৪৮। তবে ম্যাচ ড্র হওয়ায় পার্থক্যটা আগের মতোই দুই দলের মধ্যে।
নিজেদের মাঠে অ্যাাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দাপট দেখানোর পরিবর্তে আগে গোল হজম করে বসে থাকে রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে গোল করেন অতিথিদের হুলিয়ান আলভারেজ। ম্যাচের ৩৫ মিনিটে তার করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় এটিএম।
প্রথমার্ধে চেষ্টা চালিয়েও সেই গোল আর শোধ দিতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যেই ম্যাচের ৫০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় ফেরে রিয়াল।
তবে বাকি সময় চেষ্টা চালিয়েও কোনো দলই গোল করতে পারেনি। রিয়াল এবং অ্যাটলেটিকো দুই দলই সুযোগ নষ্ট করেছে। ফলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে ১-১ গোলে।
এই দুই দলের পয়েন্ট ভাগাভাগিতে এখন জমে উঠেছে লা লিগার পয়েন্ট টেবিল। ২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে অ্যাটলেটিকো।
অন্যদিকে এক ম্যাচ কম খেলা বার্সা রিয়ালের চেয়ে পিছিয়ে ৫ পয়েন্টে। সামনের ম্যাচে জয় পেলে যেই ব্যবধান আরও কমে নেমে আসতে পারে ২ পয়েন্টে।