আনুষ্ঠানিক ফটোসেশনের ২৭ জন ছিলেন অনুশীলনেও। কিন্তু সবাইকে নিয়ে তো আর স্কোয়াড ঘোষণা করা সম্ভব নয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ভারতের বিপক্ষে ২৪ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ৩ জন।
গতকাল রাতেই দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেদ নোভা ও তাজ উদ্দিন। সকালে ফ্লাইট ধরার আশায় থাকা এই তিন ফুটবলার শেষ পর্যন্ত বাদ পড়লেন স্কোয়াড থেকে।
ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতিকে সামনে রেখে ৩০ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। নতুন করে যেই ৪ জন ডাক পেয়েছিলেন ক্যাম্পে। তাদের দুইজনে জায়গা হয়নি চূড়ান্ত স্কোয়াডে।
সৌদি আরবের ক্যাম্প থেকে ঢাকায় আনা হয়নি ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে। তায়েফ থেকে সরাসরি ইতালি ফিরে যান তিনি।
নতুন মুখ হিসেবে চূড়ান্ত স্কোয়াডে আছেন হামজা দেওয়ান চৌধুরী ও আল আমিন।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ২৪ সদস্যের স্কোয়াড
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।