
পাকিস্তানের ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বলে উইয়ান মুল্ডারকে ছয় হাঁকিয়ে শতকের ঘরে মোহাম্মদ রিজওয়ান। তার আগে উদযাপনটা শুরু করলেন সালমান আলী। উল্লাসের মাত্রাটা বেশি ছিল সালমানেরই।
একই ওভারের পঞ্চম বলে এক রানে নিয়ে শতকের ঘরে পৌঁছান সালমানও। এবার সালমানের চেয়ে বেশি উল্লাস মোহাম্মদ রিজওয়ানের। অধিনায়ক ও সহ-অধিনায়কের রেকর্ড জুটিতে ৬ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ৩৫৩ রানের বিশাল লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে টপকে গেছে পাকিস্তান। যা সম্ভব হয়েছে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলীর রেকর্ড জুটিতে। রান তাড়ায় এই জয়টি পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ।
যদিও রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। চাপে পড়ে যাওয়া স্বাগতিকদের হয়ে চতুর্থ উইকেটে হাল ধরেন অধিনায়ক রিজওয়ান ও সহ-অধিনায়ক সালমান। তাদের জুটি যখন শুরু হয় তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল আড়াই শ রানের বেশি।
বিশাল এই রানের চাপকে তোয়াক্লা না করে রিজওয়ান ও সালমান চতুর্থ উইকেটে সর্বোচ্চ ২৬০ রানের জুটি গড়েন। জুটিটি পাকিস্তানের হয়ে ওয়ানডে ক্রিকেটে যেকোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ।
৮৭ বলে এক শ ছোঁয়া সালমান ১০৩ বলে ১৩৪ রান করে যখন আউট হন, দলের দরকার মাত্র ২ রান। অধিনায়ক রিজওয়ান অপরাজিত থাকেন ১২৮ বলে ১২২ রান করে।
এর আগে, পাকিস্তান সর্বোচ্চ ৩৪৯ রান তাড়া করে জিতেছিল ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ইমাম উল হক ও বাবর আজম।