
২০১৭ সালের পর দীর্ঘ ৮ বছর বাদে আবারও মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের আসরের স্বাগতিক সবশেষ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান। তবে ভারত তাদের ম্যাচগুলো দুবাইতে খেলবে পাকিস্তান যেতে রাজি না হওয়ায়।
১৯ তারিখ পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে করাচিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। সেই আসরের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
এবারের আসরে যেই দল রানার্সআপ হবে সেই দল পাবে ১.১২ মিলিয়ন ডলার যা কিনা বাংলা টাকায় দাঁড়ায় ১৩ কোটি ৫৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি ৪১ লাখ টাকা।
সেমিফাইনাল থেকে যেই দুই দল বাদ পড়বে তাদের দেওয়া হবে ৫ লাখ ৬০ হাজার ডলার। যার অর্থ প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা পাবে অন্তত সেমিফাইনাল নিশ্চিত করা দল।
৩ লাখ ৫০ হাজার ডলার করে পাবেন টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল। যা প্রায় ৪ কোটি ২৪ লাখ টাকা।
পুরস্কার পাবে সপ্তম ও অস্টম স্থানে অবস্থান করা দলও। ১ কোটি ৭০ লাখ টাকার মতো পুরস্কার পাবে এই দুই দল।
টুর্নামেন্টে অংশ নেওয়া সকল দলই অবশ্য ফি পাবে। প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার কাছাকাছি।
প্রতিটি জয়ের জন্য সব দলই পাবে ৩৪ হাজার ডলার বা প্রায় ৪১ লাখ টাকা টাকা। আসরের চ্যাম্পিয়ন দল সব মিলিয়ে প্রায় ৩২ কোটি টাকার মতো প্রাইজমানি পাবে।
কোনো দল যদি একটি ম্যাচও না জিতে তবুও অংশগ্রহণ ফি ও টুর্নামেন্টের সপ্তম ও অষ্টম অবস্থানের জন্য ঘোষিত প্রাইজমানি মিলিয়ে প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা প্রাইজমানি পাবে।