
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে তারুণ্যের উৎসব স্কুল র্যাপিড দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ। দলগত এই প্রতিযোগিতায় ১০ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাউথ পয়েন্ট।
এই প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ। ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে তারা। ৫ম রাউন্ড খেলার এক রাউন্ড বাকি থাকতেই সাউথ পয়েন্ট স্কুল চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা হলেন – সাফায়াত কিবরিয়া আযান, রায়ান রশিদ মুগ্ধ, ওয়ার্শিয়া খুশবু, মুহতাদী তাজওয়ার নাশীদ ও রিয়াজুল আহনাফ মোহাম্মদ আবরার।
অন্যদিকে, পূর্ণ ৭ পয়েন্ট আদায় করে সাউথ পয়েন্ট স্কুলের মেয়ে দলও চ্যাম্পিয়ন হয়েছে।

সাউথ পয়েন্টের মেয়ে দলে ছিলেন – তাজমিন জাকারিয়া, নীলাভা চৌধুরী, রায়েহা আফশীন ও সিদরাতুল মুনতাহা। বালিকা বিভাগে ৬ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় আগামী ফাউন্ডেশন স্কুল। সবমিলিয়ে ১৭ টি স্কুল দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত জাতীয় যুব দাবা প্রতিযোগিতাতেও সাউথ পয়েন্টের ক্ষুদে দাবারুরা অনু- ৮, অনু- ১০, অনু- ১২, অনু- ১৪ সকল বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে। অনু-১৬ মেয়েদের বিভাগে হয়েছে ২য় রানার আপ।
ঢাকা মহানগরী ও বিভিন্ন বিভাগের মোট ১৮৫ জন খেলোয়াড় ৫ দিন ব্যাপী তারুণ্যের উৎসব যুব দাবায় অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমুল হক, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, মোঃ রাহাত হোসেন ও মোঃ আরিফুজ্জামান আরিফ ও প্রধান বিচারক মোঃ হারুন অর রশিদ।