ঢাকা ৬ চৈত্র ১৪৩১, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
English
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

তারুণ্যের উৎসব স্কুল দাবায় সাউথ পয়েন্ট চ্যাম্পিয়ন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৪ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৬ পিএম
তারুণ্যের উৎসব স্কুল দাবায় সাউথ পয়েন্ট চ্যাম্পিয়ন
ছবি : সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে তারুণ্যের উৎসব স্কুল র‌্যাপিড দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ। দলগত এই প্রতিযোগিতায় ১০ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাউথ পয়েন্ট। 

এই প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ। ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে তারা। ৫ম রাউন্ড খেলার এক রাউন্ড বাকি থাকতেই  সাউথ পয়েন্ট স্কুল চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে।  

চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা হলেন – সাফায়াত কিবরিয়া আযান, রায়ান রশিদ মুগ্ধ, ওয়ার্শিয়া খুশবু, মুহতাদী তাজওয়ার নাশীদ ও রিয়াজুল আহনাফ মোহাম্মদ আবরার।  

অন্যদিকে, পূর্ণ ৭ পয়েন্ট আদায় করে সাউথ পয়েন্ট স্কুলের মেয়ে দলও চ্যাম্পিয়ন হয়েছে। 

সাউথ পয়েন্টের দাবাড়ু মেয়েরা। ছবি : সংগৃহীত

সাউথ পয়েন্টের মেয়ে দলে ছিলেন – তাজমিন জাকারিয়া, নীলাভা চৌধুরী, রায়েহা আফশীন ও সিদরাতুল মুনতাহা।  বালিকা বিভাগে  ৬  পয়েন্ট পেয়ে  রানার্সআপ হয় আগামী ফাউন্ডেশন স্কুল।  সবমিলিয়ে ১৭ টি স্কুল দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

উল্লেখ্য, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত জাতীয় যুব দাবা প্রতিযোগিতাতেও  সাউথ পয়েন্টের ক্ষুদে দাবারুরা অনু- ৮, অনু- ১০, অনু- ১২, অনু- ১৪ সকল বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে। অনু-১৬ মেয়েদের বিভাগে হয়েছে ২য় রানার আপ। 

ঢাকা  মহানগরী ও বিভিন্ন বিভাগের মোট ১৮৫ জন খেলোয়াড় ৫ দিন ব্যাপী  তারুণ্যের উৎসব যুব  দাবায় অংশগ্রহণ করেন।  পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমুল হক, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, মোঃ রাহাত হোসেন ও মোঃ আরিফুজ্জামান আরিফ ও প্রধান বিচারক মোঃ হারুন অর রশিদ।

বিসিসিআইয়ের ৫৮ কোটি টাকা বোনাস পাচ্ছেন রোহিতরা

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৫৪ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৩:০০ পিএম
বিসিসিআইয়ের ৫৮ কোটি টাকা বোনাস পাচ্ছেন রোহিতরা
ছবি :সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। টানা দুই আইসিসি শিরোপা জিতে প্রশংসায় ভাসছে ভারত। দারুণ পারফরম্যান্স করা ভারত দলকে স্বীকৃতি দিতে বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত দলের সকল সদস্যদের ৫৮ কোটি রুপি পুরস্কারের কথা জানিয়েছে বিসিসিআই।

বিসিসিআই তাদের বিবৃতিতে জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার ভারত দলকে ৫৮ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। স্কোয়াডের ১৫ সদস্য ছাড়াও কোচ গৌতম গম্ভীর, কোচিং স্টাফের অন্য সদস্য এবং সাপোর্ট স্টাফরও রয়েছেন এই তালিকায়।

শুধু তাই নয়, অজিত আগারকারের নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচকরাও এই পুরস্কারের অর্থের ভাগিদার পাবেন। যদিও কার জন্য বরাদ্দ কত শতাংশ তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে বোর্ড। স্কোয়াডের সদস্যরা ৫ কোটি। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও পান সমপরিমাণ টাকা। তবে নিজের কোচিং টিমের সদস্যদের সঙ্গে টাকা সমহারে বণ্টনের ঘোষণা দেন রাহুল। অজিত আগারকারসহ নির্বাচকদের দেওয়া হয় ১ কোটি টাকা করে। রিজার্ভ দলের সদস্যরাও সেবার বোনাস পেয়েছিলেন।

ধারণা করা হচ্ছে আগের মতোই পুরস্কার অর্থ বণ্টন হবে। তবে টাকার পরিমাণ কমবে যেহেতু আগেরবারের অর্ধেকের চেয়েও কম এবারের বোনাস।

বিসিসিআই সভাপতি রজার বিনি বলছেন, ‘পরপর আইসিসি ট্রফি জেতাটা সত্যিই স্পেশ্যাল। এই পুরস্কার ক্রিকেটারদের লড়াই এবং পরিশ্রমের স্বীকৃতি।’ বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার বক্তব্য, ‘ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের এই পুরস্কার দিতে পেরে বিসিসিআই গর্বিত। এটা বহু বছরের কঠোর পরিশ্রম এবং সুপরিকল্পিত কৌশলের ফল।’

কোপার ফাইনালে রেফারি আর্জেন্টিনার পক্ষ নেওয়ার অভিযোগ রদ্রিগেজের

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০১:১৫ পিএম
কোপার ফাইনালে রেফারি আর্জেন্টিনার পক্ষ নেওয়ার অভিযোগ রদ্রিগেজের
ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলে এই মুহূর্তে আর্জেন্টিনার চেয়ে প্রভাবশালী দল দ্বিতীয়টি নেই মাঠের ফুটবল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ধরে রেখেছে কোপা আমেরিকার শিরোপাও। গেল বছরের জুলাইয়ে কলম্বিয়া ১-০ ব্যবধানে হারিয়ে সর্বোচ্চ ১৬ শিরোপা আর্জেন্টিনার।

তবে সেই আসরে আর্জেন্টিনার পক্ষে রেফারি অবস্থান নিয়েছিলেন বলে অভিযোগ তুলেছেন কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজ। তিনি দাবি করেন, ম্যাচ পরিচালনা করা ব্রাজিলিয়ান রেফারি হোদোলফো তস্কি আর্জেন্টিনার পক্ষ নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হওয়া ফাইনালে অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে শিরোপা অক্ষুণ্ন রাখে লিওনেল মেসিরা। সেই ম্যাচের রেফারির দিকে এতদিন পর আঙুল তুললেন কলম্বিয়ান তারকা।

কোপা আমেরিকার সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রদ্রিগেজ স্প্যানিশ সাংবাদিক এদু আগিরেকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, বাড়তি সুবিধা পেয়েছিল আর্জেন্টিনা।

তিনি বলেন, ‘কোপা আমেরিকা আমাদের দারুণ কেটেছিল। বাইরের কিছু ব্যাপার জড়িত না থাকলে আমরাই হয়তো জিততাম। ব্রাজিলিয়ান রেফারি (ভিএআর) হোদোলফো তস্কির অনেক বড় প্রভাব ছিল। তিনি একটি বা দুটি পেনাল্টি দেননি। আমার মতে, এটা খুবই পরিষ্কার ছিল।’

কেবল মাঠের ফুটবল নয়। আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছিল টুর্নামেন্টের সূচিতেও, এমন অভিযোগ করেন রদ্রিগেজ, ‘আমরা এমন সব শহরে খেলেছিলাম, যেগুলো একটা থেকে অন্যটা অনেক দূরে। সে তুলনায় আর্জেন্টিনা অনেক কম ভ্রমণ করেছে। আমরা খুব ভালো ছন্দ নিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে এসেছিলাম। ফাইনালে খুব ভালো খেলছিলাম। কিন্তু সব কিছু ওদের পক্ষে গেছে। আমি বলছি না, জয় ওদের প্রাপ্য নয়, তবে সত্যিটা হচ্ছে বাইরের প্রভাব ছিল এবং সেটাই আমাদের পিছিয়ে দিয়েছিল।’

ফের আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:২২ পিএম
ফের আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
ছবি : সংগৃহীত

হাতে নেই বেশি সময়। উরুগুয়ে ও ব্রাজিলের ম্যাচকে ঘিরে চলছে আর্জেন্টিনার প্রস্তুতি। কিন্তু চোটের কারণে দলটি পাচ্ছে না তাদের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। তবে কেবল মেসিই না, ছিটকে গেছেন এবার লাউতারো মার্তিনেজও।

উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে দুই ম্যাচেই অনিশ্চিত মেসি। আর চোটের কারণে উরুগুয়ের ম্যাচে অনিশ্চিত মার্তিনেজকে নিয়ে আর্জেন্টিনার আশা ব্রাজিল ম্যাচে পাওয়ার। তবে এতে করে উরুগুয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শক্তি কিছুটা কমে গেল দলটির। 

আক্রমণভাবে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লাউতারো মার্তিনেজ। তার গোলেই টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। 

ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ফেনুইর্দের বিপক্ষে ম্যাচসেরা হন লাউতারো মার্তিনেজ। সেই ম্যাচেই মাংসপেশির চোটে পড়ে খেলা হয়ন পরের লেগে। তবে সে ম্যাচটি তার দল জিতেছিল ৪-১ ব্যবধানে। 

গতকাল দলের সঙ্গে অনুশীলন করলেও মাংসপেশির চোটে অস্বস্তিতে আছেন আক্রমণভাগের এই খেলোয়াড়। মেসি-দিবালার পর মার্তিনেজের ছিটকে যাওয়া আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল। উরুগুয়ের বিপক্ষে ছিটকে গেলেও সম্ভাবনা রয়েছে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার।

এদিকে মার্তিনেজ না থাকলে তার জায়গায় কাকে খেলানো হবে সেটা নিয়েও ভাবতে হচ্ছে স্কালোনিকে। এক্ষেত্রে নিকোলাস গঞ্জালেসকে ভাবা হচ্ছে। জুভেন্তাসের এই তারকাকেই বাছাইয়ের ম্যাচে প্রতিপক্ষের রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে।

উল্লেখ্য, আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে ম্যাচ শেষে আগামী ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

ভারতের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:১৯ এএম
ভারতের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড
ছবি : সংগৃহীত

আনুষ্ঠানিক ফটোসেশনের ২৭ জন ছিলেন অনুশীলনেও। কিন্তু সবাইকে নিয়ে তো আর স্কোয়াড ঘোষণা করা সম্ভব নয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ভারতের বিপক্ষে ২৪ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ৩ জন।

গতকাল রাতেই দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেদ নোভা ও তাজ উদ্দিন। সকালে ফ্লাইট ধরার আশায় থাকা এই তিন ফুটবলার শেষ পর্যন্ত বাদ পড়লেন স্কোয়াড থেকে।

ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতিকে সামনে রেখে ৩০ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। নতুন করে যেই ৪ জন ডাক পেয়েছিলেন ক্যাম্পে। তাদের দুইজনে জায়গা হয়নি চূড়ান্ত স্কোয়াডে।

সৌদি আরবের ক্যাম্প থেকে ঢাকায় আনা হয়নি ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে। তায়েফ থেকে সরাসরি ইতালি ফিরে যান তিনি। 

নতুন মুখ হিসেবে চূড়ান্ত স্কোয়াডে আছেন হামজা দেওয়ান চৌধুরী ও আল আমিন। 

ভারতের বিপক্ষে বাংলাদেশের ২৪ সদস্যের স্কোয়াড

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।

অবশেষে একটি সুখবর পেলেন সাকিব

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:৫২ এএম
অবশেষে একটি সুখবর পেলেন সাকিব
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি সাকিব আল হাসানের। দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি। হয়েছিলেন হত্যা মামলার আসামিও।

মাঝে বোলিং অ্যাকশন নিয়ে পড়েন বিপাকে। পরীক্ষায় পাশ করতে না পারায় স্থগিত হয়ে যায় সকল সংস্করণে তার বোলিং। যার কারণে শুধু ব্যাটার হিসেবে খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিও।

তবে সকল খারাপ খবরের মাঝে একটি সুখবর পেলেন সাকিব। যেকোনো ক্রিকেটে আর বোলিং করতে বাধা নেই তার। ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের বিষদ পরীক্ষার পর তাকে অনুমতি দেওয়া হয়েছে।  

সাকিবের এক বন্ধুর মাধ্যমেই খবরটি প্রকাশ পায় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে সাকিব নিজেই নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে।

গেল বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেন সাকিব। সামারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেন তিনি। সেই ম্যাচেই তার বোলিং অ্যাকশন প্রথম প্রশ্নের মুখে পড়ে।

নিরপেক্ষ মূল্যায়নের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে। যার ফলশ্রুতিতে নিষিদ্ধ হন তিনি।  

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলার পর দুইবার পরীক্ষা দেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। প্রথমটি ইংল্যান্ডে এবং পরেরটি ভারতের চেন্নাইয়ে। তবে দুবারই তিনি ব্যর্থ হন।