
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিত্র গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। অন্তত দুই ম্যাচ জিততেই হবে নাজমুল হোসেন শান্তদের সেমিফাইনালে জায়গা করে নিতে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ফর্ম ভালো না হওয়ায়, আশা করা যাচ্ছে না ভালোকিছু।
দিনকয়েক আগে এক আলাপচারিতায় রিকি পন্টিং বাংলাদেশ দলকে নিয়ে বলেছেন, এই আসরে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা নেই। উপমহাদেশে আইসিসি আসর হলেও ঘরের মাঠের মতো কন্ডিশন পাচ্ছে না বাংলাদেশ। ফলে বাংলাদেশকে ভুগতে হবে। প্রশ্ন তুলেছেন তিনি বাংলাদেশের স্কোয়াডের মান নিয়েও।
আইসিসির এক পডকাস্টে বাংলাদেশ নিয়ে পন্টিং বলেছিলেন, ‘আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।’
তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিংয়ের কথার সঙ্গে একমত নন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গত চার-পাঁচ মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে। যেটা রিকি পন্টিং হয়তো দেখেননি বা ধারণা করতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না। কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওসব জায়গায় কিছুটা পার্থক্য বোধহয় এবার আমরা দেখতে পারব। অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগ হলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কঠিন সময় দিবে।’
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। বাকি দুই ম্যাচ খেলবে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। পরের দুই ম্যাচই খেলবে রাওয়ালপিন্ডিতে।