
সাধারণত ক্রিকেট ম্যাচে পেসার এবং স্পিনাররা ভাগাভাগি করে নেন সকল উইকেট। কখনো স্পিনাররা তো কখনো পেসাররা শিকার করেন বেশি উইকেট। তবে এবার ব্যতিক্রম ঘটনা ঘটেছে ওমানের ক্রিকেটে। তাও সেটি এক ম্যাচে নয়, দুই ম্যাচেই এমন কাণ্ড ঘটিয়েছে ওমানের স্পিনাররা।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর নবম রাউন্ডের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ১০ উইকেটের সবকটিই শিকার করেছেন ওমানের স্পিনাররা। নিজেদের মাঠেই এমন বিরল কীর্তি গড়েছে দলটি। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের ১০ উইকেটও স্বাগতিকদের স্পিনাররাই শিকার করেন।
লিগ-২ এর সবগুলো ম্যাচ একই মাঠে হচ্ছে। এক মাঠের পিচগুলোই বারবার ব্যবহৃত হচ্ছে। তাই পিচগুলো বারবার ব্যবহৃত হওয়ায় হয়ে পড়েছে শুকনা–মন্থর। আর এমন পিচে বরাবরই ভালো করেন স্পিনাররা।
সেই সুবিধাটাই কাজে লাগিয়েছেন ওমানের অধিনায়ক যতীন্দর সিং। দুই প্রান্ত থেকেই স্পিনারদের ব্যবহার করিয়েছেন তিনি। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন স্পিনাররা। আর তাতেই জন্ম দিয়ে ফেলেছেন তারা যা বিশ্ব রেকর্ডের।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে টানা দুই ম্যাচে স্পিনার দিয়ে প্রতিপক্ষদের অলআউট করা একমাত্র দল ওমান। ওয়ানডে ম্যাচের এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার পেসার বা ফাস্ট বোলার ব্যবহার না করার রেকর্ডটাও এখন মধ্যপ্রাচ্যের দেশটির।
মাসকটের এই মাঠেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর নবম রাউন্ডে ওমান মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার। সেখানে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারানোর পর গতকাল পঞ্চম ম্যাচে নামিবিয়াকেও ২ উইকেটে হারিয়ে দেয় স্বাগতিকরা। খুববেশি রান হয় দুই ম্যাচের একটিতেও।
বুধবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে হওয়া ম্যাচে সব কটি উইকেট নেন ওমানের চার স্পিনার। সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার শাকিল আহমেদ। ৩ উইকেট নেন অফ স্পিনার জয় ওদেররা। লেগ স্পিনার সময় শ্রীবাস্তব নিয়েছেন ২ উইকেট, বাঁহাতি স্পিনার ওয়াসিম আলীর শিকার ১ উইকেট।
গতকালের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে তো এক ওভারও বোলিং করেননি পেসাররা। দুই পাশ থেকে লাগাতার স্পিনারদের হাতে বল তুলে দিয়েছেন। তাদের দিয়ে নামিবিয়াকে অলআউট করতে ওমানের লেগেছে ৩৩.১ ওভার। ওমানের পাঁচ স্পিনার নামিবিয়ার ১০ উইকেট শিকার করেন।