-1739792772.jpg)
প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশের শুরুটা ভালো হলেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৩০ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৪০ রান।
শুরুর ১০ ওভারে ২ উইকেট হারালেও দলের স্কোরবোর্ডে ৬০ রান থাকায়, ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকে ছন্দপতন হয় সৌম্য সরকার রানআউট হলে।
সৌম্য সাজঘরে ফেরেন ৩৫ রান করে। প্রথম ১০ ওভারে ৬০ রান যোগ করা বাংলাদেশ পরের ১০ ওভারে যোগ করে ৪৪ রান। ২০ ওভার শেষে দলের রান ছিল ৩ উইকেট হারিয়ে ১০৪।
এরপরই শুরু হয় ব্যাটিং ধস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন সহ- অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যর্থ হয়েছেন তাওহিদ হৃদয় (১৯), মুশফিকুর রহিম (৭)। রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন জাকের আলী।
পাকিস্তান শাহিনসের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন উসামা মীর।