
লা লিগার চলমান মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছিল বার্সেলোনা। দারুণ পারফরম্যান্সে ধরে রেখেছিল শীর্ষস্থানও। কিন্তু মাঝে ছন্দপতনে রিয়াল মাদ্রিদের কাছে হারাতে হয় শীর্ষস্থান। এবার সেই শীর্ষস্থান আবারও ফিরে পেয়েছে দলটি রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টের জয়ে।
শীর্ষস্থান দখলের জন্য এই জয়টি আবশ্যক ছিল বার্সার জন্য। মাঠে ভায়েকানো তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত জয় পেয়েছে হান্সি ফ্লিকের শীষ্যরাই।
সোমবার (১৭ ফেব্রুয়ায়রি) লা লিগার শীর্ষস্থান দখলের গুরুত্বপূর্ণ লড়াইয়ে রায়ে ভায়েকানোর জালে রবার্ট লেভানডফস্কির করা গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে বার্সা। ফলে হাতছাড়া হওয়া শীর্ষস্থানও পুনরায় দখলে নেয় তারা।
রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা।
অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই স্বাগতিকরা আক্রমণাত্মক ফুটবল খেলে চাপে রাখে বার্সেলোনাকে। বার্সার হয়ে রাফিনিয়া ২৩ মিনিটে শট নিলেও সেটি প্রতিপক্ষের গোলকিপার প্রতিহত করে দেন।
তবে ২৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেভান্ডোভস্কি। চলতি লিগ মৌসুমে এটি তার ২০তম গোল।
দ্বিতীয়ার্ধেও বেশকিছু সুযোগ সামনে আসে কাতালানদের। কিন্তু সেটি তারা কাযে লাগাতে পারেনি।
একাধিক সুযোগ তৈরি করলেও গোল বাড়াতে পারেনি বার্সেলোনা। কয়েকটি প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন লেভানডফস্কি ও রাফিনিয়া। শেষ পর্যন্ত লেভার করা একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
এই জয়ে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।