
প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের বড় পরাজয়ে আসর শুরুর আগেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। এরপরও চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে ভালোকিছু করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। আর সেই ভালোকিছু প্রত্যাশায় বাংলাদেশের অন্যতম মূল ভরসার নাম লেগস্পিনার রিশাদ হোসেন।
আইসিসির আসরগুলোতে সাধারণত স্পোর্টিং উইকেট খেলা হয়ে থাকে। এমন উইকেটে বাংলাদেশের ‘গেম চেঞ্জার’ হিসেবে দেখা হচ্ছে রিশাদ হোসেনকে। দলের সকল সদস্যের কাছেই আস্থার নাম রিশাদ।
পাকিস্তানের মাটিতে হওয়া ত্রিদেশীয় সিরিজে ৩৫২ সংগ্রহ দাঁড় করিয়েও হারতে হয়েছে নিউজিল্যান্ড। এমন কন্ডিশনে রিস্ট স্পিনার রাখতে পারে বড় ভূমিকা। তাই রিশাদের ওপর আস্থা রাখছেন দলের সবাই। সৌম্য সরকার তো সরাসরি ‘গেন্ম চেঞ্জার’ বলে উল্লেখ করেছেন রিশাদকে।
তিনি বলেন, ‘রিস্ট স্পিনাররা সবসময়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা রিশাদের ওপর ভরসা রাখছি। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও শেষদিকে কার্যকর ভূমিকা রাখতে পারেন রিশাদ। টি-টোয়েন্টি বিশ্বকাপে একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে পেসার তানজিম হাসান সাকিব মনে করেন, রিশাদের ব্যাটিংও দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আইসিসির এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘রিশাদ বল হাতে নিয়মিত ব্রেকথ্রু এনে দেয়, পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখে।’
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে দুবাইতে আর বাকি দুই ম্যাচ রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেটকে মাথায় রেখে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, ‘পাকিস্তানের উইকেট কতটা ব্যাটিং সহায়ক, আমরা জানি। এমন কন্ডিশনে রিস্ট স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রিশাদের বোলিং দেখার জন্য আমি মুখিয়ে আছি।’
সবশেষ আইসিসি আসরে দারুণ পারফরম্যান্স করেছিলেন রিশাদ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৪ উইকেট শিকার করেছিলেন তিনি।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রিশাদের পারফরম্যান্স বাংলাদেশের সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে বলে মনে করছে দল।