
৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে দুটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। সবমিলিয়ে দুই দিনে নতুন জাতীয় রেকর্ড হলো ৩টি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় স্টেডিয়ামে ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর নাজিমুল হোসেন রনি। তিনি ভেঙেছেন ৩২ বছরের পুরোনো রেকর্ড। অন্য রেকর্ডটি হয়েছে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে। সেনাবাহিনীর বর্ষা খাতুন ৩ বছর আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন।
নাজিমুল ৫০.৮৪ সেকেন্ডে দৌড় শেষ করেন। ১৯৯৩ সালে আব্দুল রহিম নাঈম ৫১.৮৭ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন। এতোদিন এটিই ছিল জাতীয় রেকর্ড। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বর্ষা খাতুন দৌড় শেষ করেন ১.০৪.৬১ সেকেন্ডে। এই ইভেন্টে আগের রেকর্ডটি ছিল লিবিয়া খাতুনের। ২০২২ সালে তিনি রেকর্ডটি গড়েছিলেন। তার টাইমিং ছিল ১.০৪.৭০ সেকেন্ড।
নাজিমুল-বর্ষার রেকর্ডের দিনে আলো ছড়িয়েছেন জহির রায়হানও। ছেলেদের ৪০০ মিটার স্প্রিন্টে আবারও সেরা হয়েছেন নৌবাহিনীর অ্যাথলেট। জাতীয় ও সামার মিলিয়ে এনিয়ে দশম বারের মতো এই ইভেন্টে সেরা হলেন তিনি। জহির দৌড় শেষ করতে সময় নেন ৪৭.৭৩ সেকেন্ড। পরে ইসমাইল হোসেন, রাকিবুল হাসান ও কাজী শাহ ইমরানকে সঙ্গে নিয়ে ৪ গুনিতক ১০০ মিটারেও স্বর্ণ জেতেন তিনি।
নতুন রেকর্ড গড়া নাজিমুল ও বর্ষা দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণ পদকের স্বপ্নের কথা জানিয়েছেন। একই স্বপ্নের কথা ব্যক্ত করেন জহিরও। তবে উন্নত প্রশিক্ষণের দাবিও জানিয়েছেন তিনি, ‘২০১৭ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমি সেমিফাইনালে খেলেছিলাম। তখন আমি আলোচিতও হয়েছিলাম। কিন্তু এরপর থেকে আমি আর বাইরে কোথাও অনুশীলনের সুযোগ পাইনি। শুধু আশ্বাস দেওয়া হয়েছে। আশ্বাসে আশ্বাসে আমার ক্যারিয়ারের ৫-৭ বছর চলে গেছে। হয়তো আর ৩ থেকে ৪ বছর আমার পিক আওয়ার থাকবে। এই সময়ে যদি আমি ভালো ট্রেনিং করতে পারি, তাহলেই হয়তো ভালো কিছু সম্ভব। নতুন কমিটিতে যারা এসেছেন, তারা যদি আমাদের নিয়ে পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই ভালো কিছু সম্ভব বলে আমি মনে করি।’