
এসি মিলান ১ – ১ ফেনুইর্ড
প্লে অফ পর্বেই শেষ হয়ে গেছে এসি মিলানের যাত্রা। ফেনুইর্ডের বিপক্ষে ১-১ সমতায় বিদায় নিশ্চিত হয়ে গেছে দলটির। প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে পিছিয়ে থাকার কারণে ফিরতি লেগের ম্যাচে জয়ের বিকল্প ছিল না। কিন্তু ১-১ সমতায় ম্যাচ শেষ হওয়ায় বিদায় নিশ্চিত হয়ে গেছে এসি মিলানের।
যদিও ম্যাচের মাত্র ৩৬ সেকেন্ডেই এসি মিলানের হয়ে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন সান্তিয়াগো হিমিনেজ। তার গোলে ভালোকিছুর বার্তা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। ৭৩ মিনিটে হুলিয়ান কারানজার গোলে সমতায় ফেরে ফেইনুর্ড।
দুই লেগের হিসাবে ২-১ গোলে হেরে মিলানের কপাল পুড়েছে। বিদায় নিশ্চিত হয়েছে প্লে-অফ পর্ব থেকেই।
বায়ার্ন ১ – ১ সেল্টিক
দ্বিতীয় লেগের খেলা তখন পেরিয়ে গেছে নির্ধারিত সময়ও। যোগ করা সময়ের শেষ মিনিটের খেলা চলমান। ১-০ ব্যবধানে পিছিয়ে বায়ার্ন। দুই লেগ মিলিয়ে খেলা সমতায় থাকায় সম্ভাবনা তৈরি হয় অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর। এমন সময়ে বায়ার্নের গোলে কপাল পুড়েছে সেল্টিকের।
বায়ার্ন মিউনিখের হয়ে আলফন্সো ডেভিসের গোলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পরের ধাপে উঠল বায়ার্ন মিউনিখ।
নিজেদের ঘরের মাঠে প্লে-অফের ফিরতি লেগে সেল্টিকের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। গত সপ্তাহে স্কটিশ দলটির মাঠে ২-১ গোলে জিতেছিল ভিনসেন্ট কম্পানির দল।
প্রথম লেগে জিতলেও, দ্বিতীয় লেগে নিজেদের মাঠেই হওয়া ম্যাচে হিমশিম খায় বায়ার্ন। পিছিয়ে পড়ে ৬৩ মিনিটে নিকোলাস কুনের গোলে। অনেক সুযোগ নষ্টের পর বায়ার্ন অবশেষে কাঙ্ক্ষিত গোলটির দেখা পায় শেষ মিনিটে।
বেনফিকা ৩ – ৩ মোনাকো
প্রথম লেগে মোনাকোর মাঠে ১-০ গোলে জয় নিশ্চিত করার পর ফিরতি লেগে ড্র করে শেষ ষোলোয় উত্তীর্ণ হয়েছে বেনফিকা। ৩-৩ গোলে ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয়ে পেয়েছে পর্তুগালের ক্লাবটি। প্রথমার্ধের খেলা ১-১ সমতায় শেষ হলেও বিরতির পর আরো দুটি করে গোল করে দুই দল।
আটালান্টা ৩ – ১ ব্রুগার
বেলজিয়ান ক্লাব ব্রুগার মাঠে প্লে–অফ প্রথম লেগ ২-১ গোলে হেরেছিল ইতালিয়ান ক্লাব আতালান্তা। ঘরের মাঠে ফিরতি লেগেও ৩-১ গোলে হেরেছে ইতালির ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের জয়ে শেষ ষোলোয় উঠেছে ব্রুগা।