
চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠতে যাচ্ছে আজ। সেই আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। ইতোমধ্যেই সেই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচির জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হতে যাচ্ছে আসরের উদ্বোধনী ম্যাচটি।
টস জিতে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘আমরা আগে ফিল্ডিং করবো। গেল কয়েক ম্যাচ ধরে দেখছি সময় গড়ালে শিশির পড়ছে, আমরা সেটি কাজে লাগাতে চাই। আমরা বর্তমান চ্যাম্পিয়ন তাই চাপ কিছুটা বেশি আমাদের ওপর থাকবে, তবে আমরা এটিকে ত্রিদেশীয় সিরিজের মতোই সামলে নেব। ঘরের মাটিতে খেলা আমাদের জন্য দারুণ ব্যাপার। হারিস রউফ ফিট হয়ে গেছে এবং ফিরে এসেছে।’
টস হেরে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘শিশির দেরিতে আসে তবে আমরা আমাদের কাজ ব্যাট দিয়ে করতে হবে। উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। আমাদের অভিজ্ঞতার মিশ্রণ ও নতুন কিছু মুখ রয়েছে যারা ভালো ক্রিকেট খেলছে। আমরা ভাগ্যবান যে তাদের ঘরে এবং বাইরে দুই জায়গাতেই খেলিয়েছি এবং তাদের ব্যাপারে ভালোভাবেই জানি। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো করাচির কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হওয়া। দুর্ভাগ্যের বিষয় যে কিছু চোটের সমস্যা রয়েছে, তবে আমরা আমাদের দল নিয়ে। ম্যাট হেনরি ফিরে এসেছে আজকের স্কোয়াডে।’
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), বাবর আজম, ফখর জামান, সৌদ শাকিল, সালমান আঘা, খুশদিল শাহ, তায়াব তাহির, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, আবরার আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইল ও’রুর্ক।