
চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনাল আজ। দুবাইয়ে বেলা ৩টায় মুখোমুখি হবে দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কয়েকটি ম্যাচ হয়নি বৃষ্টির কারণে।
তাই বারবার ঘুরেফিরে প্রশ্ন উঠছে ফাইনালে বৃষ্টি হবে কী? আবহাওয়ার পূর্বাভাস বলছে ফাইনালে বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের পর থেকেই ম্যাচ ভেন্যুতে আবহাওয়া থাকার কথা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেই তাপমাত্রা সন্ধ্যার দিকে নেমে আসবে ২৪ ডিগ্রি সেলসিয়াসে। সবমিলিয়ে বৃষ্টির সম্ভাবনা ১ শতাংশ।
২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ও ভারত চ্যাম্পিয়ন হয়েছিল যৌথভাবে বৃষ্টিতে ফাইনালের রিজার্ভ ডেতেও একটি বলও মাঠে না গড়ানোয়। এবারও বিকল্প ভেবে রেখেছে আইসিসি।
ফলাফল নির্ধারণে দুই দলকেই ব্যাটিং করতে হবে অন্তত ২৫ ওভার। তবে রাখা হয়েছে রিজার্ভ ডে। মাঠের খেলা শুরু হওয়ার পর বৃষ্টির কারণে যেখানে খেলা বন্ধ ছিল পরদিন সেখান থেকেই আবার মাঠে গড়াবে খেলা। রিজার্ভ ডেতেও যদি খেলা না হয় বৃষ্টিতে, তখন যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে আইসিসির প্লেয়িং কন্ডিশনে বলা হয়েছে, ‘আম্পায়াররা অতিরিক্ত সময় কাজে লাগাবেন যদি নির্ধারিত দিনে খেলায় বিঘ্ন ঘটে। প্রয়োজন হলে ওভার সংখ্যা কমিয়ে ম্যাচের দিন ফল বের করার চেষ্টা করবেন।’
প্লেয়িং কন্ডিশনে আরও বলা হয়েছে, ‘রিজার্ভ ডে নেই, এমনটা ভেবে নিয়েই মাঠ, আবহাওয়া ও আলো–সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য থাকবে আম্পায়ারদের। যাতে করে ফাইনালের নির্ধারিত দিনে যতটা সম্ভব খেলা এগিয়ে নিয়ে যাওয়া যায়। ম্যাচের ফলাফল বের করতে উভয় দলকেই ন্যূনতম ২৫ ওভার ব্যাট করতে হবে। নির্ধারিত দিনে ফলের জন্য ন্যূনতম ওভার সংখ্যা (২৫ ওভার) বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি না করা যায়, তাহলে সেদিনের জন্য খেলা পরিত্যক্ত হবে। ম্যাচটি পুনরায় খেলতে কিংবা শেষ করতে রিজার্ভ ডেতে খেলা হবে।’