
বিপিএলে অনিয়মের কথা নতুন কিছুই নয়। একের পর এক অনিয়মের হর আসর চলাকালীন সামনে এসেছে। আসর শেষ হওয়ার দেড়মাস পেরিয়ে গেলেও এখনও সামনে আসছে অনিয়মের খবর।
বিশেষ করে বিপিএলে খেলোয়াড়রা ঠিকঠাক পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ সমসময় ওঠে। কিছুদিন আগে পাকিস্তানের শহীদ আফ্রিদি পুরো টাকা না পাওয়ায় চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে বিসিবির কাছে লিখিত অভিযোগ করেন। মেন্টর হিসেবে দলটির সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি।
এবার পুরো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেছেন কিংসের আরেক খেলোয়াড় পারভেজ হোসেন ইমন। অর্ধেক পেমেন্ট এখনও বাকি উল্লেখ করে ইমন সংবাদমাধ্যমে বলেন, ‘৫০ শতাংশ পেয়েছি, বাকিটা এখনও পাইনি। বলতেছে দেবে দেবে, আমরা এখনও পাচ্ছি না। আমি, শরিফুল, আসলে সব খেলোয়াড়ই... যা পেয়েছি বিপিএল চলাকালীনই পেয়েছি।’
বিপিএল চলাকালীন সময়ে পারভেজ ইমন ক্যাম্পের বাইরে ছিলেন দুয়েকদিন। এরপর তাকে নিয়ে একটি মন্তব্যও করেন মালিক সামির কাদের। তখন তিনি নিজেই স্বীকার করেন ইমনকে পারিশ্রমিক পরিশোধ না করার বিষয়টি, ‘হ্যাঁ, ব্যক্তিগত কারণে আমি ইমনকে পেমেন্ট করিনি।। আমার টাকা তো গাছে ধরে না, আমার সন্তুষ্টির দরকার আছে। সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না।’
কিন্তু সেই বকেয়া এখনও পরিশোধ হয়নি। পারিশ্রমিকের এমন সমস্যা পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল জানিয়ে ইমন বলেন, ‘সবসময় আমাদের মনোযোগ থাকে পারফরম্যান্সের দিকে। আমাদের পরিকল্পনা থাকে আরও কীভাবে পারফর্ম করব। আমাদের তখন যদি চিন্তা করতে হয় পারিশ্রমিক নিয়ে যে পাচ্ছি না। এটা আসলে মনোযোগে ব্যঘাত ঘটায়।’
যদিও একের পর এক চেক বাউন্সের ঘটনায় সবশেষ বিপিএলে মাত্রাতিরিক্ত সমালোচনার জন্ম দিয়েছিল দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। চেক বাউন্স হওয়ায় বিদেশি ছাড়াই এক ম্যাচে মাঠে নামতে হয়েছিল দলটিকে।