
বয়স বাড়লেও লিওনেল মেসি যেন চির তরুণই রয়ে গেলেন। এখনও মাঠের ফুটবলে এগিয়ে থাকেন বাকিদের চেয়ে ঢের বেশি। ইন্টার মায়ামির হয়ে সবশেষ ম্যাচেও করেছেন গোল। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে তার দলও জিতেছে ২-১ ব্যবধানে।
সোমবার (১৭ মার্চ) ভোরে আটালান্টার মাঠে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে মায়ামির হয়ে মেসি ছাড়াও গোল করেছেন ফাফা পিকল্ট।
ঘরের মাঠে আটালান্টা নিজেদের আধিপত্য বিস্তারের সকল চেষ্টা চালিয়ে ১১ মিনিটে গোলের দেখাও পেয়ে যায়। স্বাগতিকদের এগিয়ে নেন আইভরিয়ান স্ট্রাইকার এমানুয়েল লাত্তে লাথ।
কিন্তু আটালান্টার ঘরের মাঠে স্বাগতিকদের এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৮ বছর বয়সী মেসি ৯ মিনিট পর গোল করে সমতা ফেরান ম্যাচে।
তরুণ বয়সে যেভাবে প্রতিপক্ষের খেলোয়াড়দের পা থেকে বল চুরি করতেন, ৩৮ বছর বয়েসে এসেও ঠিক তাই করলেন মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। বল কেড়ে নিয়ে গোলকিপারকেও বোকা বানান তিনি। মেসির জাদুতে অবাক হয়ে যায় আটালান্টার গ্যালারিও।
প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ সমতাতেই। মেসির দারুণ গোলে সমতা ফেরানো ইন্টার মায়ামি অবশ্য জয় পেয়েছে ফাফা পিকল্টের গোলে। তিনিই করেন দলের হয়ে জয়সূচক গোল।
হাইতির এই অভিজ্ঞ উইঙ্গারকে ৮৩ মিনিটে বদলি নামান মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো। ৮৯ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে বল পেয়ে হেডে জালে জড়ান ৩৪ বছর বয়সী পিকল্ট।
গেল মৌসুমের মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে মায়ামিকে দুই লেগেই হারিয়েছিল আটালান্টা। এই জয়ে সেই প্রতিশোধটাও হয়ে গেল। টানা ৩ ম্যাচে জয়ের স্বাদ পেয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে মায়ামি। ৪ ম্যাচে মায়ামির পয়েন্ট এখন ১০।
আন্তর্জাতিক বিরতির আগে এটিই ছিল ইন্টার মায়ামির শেষ ম্যাচ। মায়ামির পরের ম্যাচ বাংলাদেশ সময় আগামী ৩০ মার্চ ভোরে, প্রতিপক্ষ ফিলাডেলফিয়া।