
মার্চের ২২ তারিখ আইপিএল শুরু হওয়ার ২১ দিন পর এপ্রিলের ১১ তারিখ মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ। সাধারণত আইপিএলের সমসাময়িক কোনো লিগ হলে সেখানে তারকা ক্রিকেটার পাওয়া মুশকিল হয়ে পড়ে। এই কারণে আইপিএলের কাছাকাছি সময়ে কোনো লিগ আয়োজন করা হয় না।
তবে এবার পিএসএলের এবারের আসরে কিছুটা চ্যালেঞ্জের শিকার হবে আইপিএলের সমসাময়িক আয়োজন করায়। ইতোমধ্যেই ঘটেও গেছে তেমনই এক ঘটনা। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডা করবিন বশ নাম লিখিয়েছিলেন পিএসএলে প্রথমবার। তাকে দলে ভিডিয়েছিল পেশাওয়ার জালমি ডায়মন্ড ক্যাটাগরি থেকে।
সেই বশ ছেড়ে দিলেন পিএসএল। যার কারণ গেল ৮ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নিয়েছে লিজার্ড উইলিয়ামস চোটে পড়ায় তার বদলি হিসেবে। এই সুযোগে বশ চলে গেছেন আইপিএলে। তার এমন কর্মকান্ডে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বশের ওপর উঠেছে চুক্তি লঙ্ঘনের অভিযোগ। তার পথ অনুসরণ করতে পারেন অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও। সেই শঙ্কা থেকে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো বশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী।
গতকাল (১৬ মার্চ) এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘ওই ক্রিকেটারের এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং পেশাগত ও চুক্তির প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্তের ন্যায্যতা দেখাতে বলা হয়েছে। লিগ থেকে তার সরে যাওয়ার প্রতিক্রিয়া কী হতে পারে, পিসিবি ম্যানেজমেন্টের পক্ষ থেকে তা জানিয়ে দিয়ে উত্তর দেওয়ার সময় বেধে দেওয়া হয়েছে। এই ব্যাপারে পিসিবি আর কোন মন্তব্য করবে না।’ তবে কত দিনের ভেতর উত্তর দিতে হবে, তা জানানো হয়নি।
মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টিতে এমআই ক্যাপটাউনে খেলেছেন। সবশেষ আসরের ফাইনালে ২৮ রানে ৪ উইকেট নিয়ে দলকে শিরোপা জেতাতে অবদান রেখেছেন