ঢাকা ১৪ বৈশাখ ১৪৩২, রোববার, ২৭ এপ্রিল ২০২৫
English
রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়া প্রোটিয়া অলরাউন্ডারকে আইনি নোটিশ

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম
পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়া প্রোটিয়া অলরাউন্ডারকে আইনি নোটিশ
ছবি : সংগৃহীত

মার্চের ২২ তারিখ আইপিএল শুরু হওয়ার ২১ দিন পর এপ্রিলের ১১ তারিখ মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ। সাধারণত আইপিএলের সমসাময়িক কোনো লিগ হলে সেখানে তারকা ক্রিকেটার পাওয়া মুশকিল হয়ে পড়ে। এই কারণে আইপিএলের কাছাকাছি সময়ে কোনো লিগ আয়োজন করা হয় না।

তবে এবার পিএসএলের এবারের আসরে কিছুটা চ্যালেঞ্জের শিকার হবে আইপিএলের সমসাময়িক আয়োজন করায়। ইতোমধ্যেই ঘটেও গেছে তেমনই এক ঘটনা। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডা করবিন বশ নাম লিখিয়েছিলেন পিএসএলে প্রথমবার। তাকে দলে ভিডিয়েছিল পেশাওয়ার জালমি ডায়মন্ড ক্যাটাগরি থেকে।

সেই বশ ছেড়ে দিলেন পিএসএল। যার কারণ গেল ৮ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নিয়েছে লিজার্ড উইলিয়ামস চোটে পড়ায় তার বদলি হিসেবে। এই সুযোগে বশ চলে গেছেন আইপিএলে। তার এমন কর্মকান্ডে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বশের ওপর উঠেছে চুক্তি লঙ্ঘনের অভিযোগ। তার পথ অনুসরণ করতে পারেন অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও। সেই শঙ্কা থেকে পিএসএল ফ্র‍্যাঞ্চাইজিগুলো বশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী।

গতকাল (১৬ মার্চ) এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘ওই ক্রিকেটারের এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং পেশাগত ও চুক্তির প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্তের ন্যায্যতা দেখাতে বলা হয়েছে। লিগ থেকে তার সরে যাওয়ার প্রতিক্রিয়া কী হতে পারে, পিসিবি ম্যানেজমেন্টের পক্ষ থেকে তা জানিয়ে দিয়ে উত্তর দেওয়ার সময় বেধে দেওয়া হয়েছে। এই ব্যাপারে পিসিবি আর কোন মন্তব্য করবে না।’ তবে কত দিনের ভেতর উত্তর দিতে হবে, তা জানানো হয়নি।

মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দক্ষিণ আফ্রিকার ফ্র‍্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টিতে এমআই ক্যাপটাউনে খেলেছেন। সবশেষ আসরের ফাইনালে ২৮ রানে ৪ উইকেট নিয়ে দলকে শিরোপা জেতাতে অবদান রেখেছেন

‘মুশফিক তো একা খেলছেন না’

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:২৯ পিএম
‘মুশফিক তো একা খেলছেন না’
ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্সের কারণে সমালোচিত হয়ে ওয়ানডে সংস্করণকে বিদায় বলা মুশফিকুর রহিম খেলা চালিয়ে যাচ্ছে টেস্টে। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই হয়েছেন ব্যর্থ। দুই ইনিংসেই এসে ৪ রান করে মোট ৮ রান।

এছাড়া গেল ১২ ইনিংস ধরে অভিজ্ঞ এই ব্যাটারের ব্যাটে নেই অর্ধশতক। তবে অনুশীলনে কখনো ছাড় দেন না মুশফিক। আজও (২৬ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামেও তিনি অনুশীলন শুরু করেছেন দলের অনুশীলনের ঘন্টাদুয়েক আগেই।

দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার রান পাচ্ছেন না, এটা চিন্তার বিষয় কিনা এই প্রশ্নের জবাবে জাকেরের আলি অনিক বলেন, ‘দলে তো উনি একা খেলছেন না। ওনারই যে রান করতে হবে…রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’

জাকের যা বলেছেন তা মোটেও ভুল বলেননি। মুশফিকের ফর্ম নিয়ে যতটা আলোচনা হচ্ছে ততটা হচ্ছে না বাকি ব্যাটারদের নিয়ে। অথচ অধিকাংশ ব্যাটারের ব্যাটেই নেই রান। উদ্বোধনী জুটি দিনের পর দিন ব্যর্থ হয়েই যাচ্ছে।

জাকের আলি অনিক দলের সবাইকে এগিয়ে আসার ব্যাপারে জোর দিয়েছেন, ‘ব্যাটার যতজন আছে, সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে করতে হবে।’

সিলেটে প্রথম টেস্টে পেসার হাসান মাহমুদের ৫৮ বলে ১২ রানের ইনিংসের প্রশংসা করে  জাকের বলেন, ‘শেষ ইনিংসে আমার কাছে হাসানের ব্যাটিং খুবই ভালো লেগেছে। ও যে লড়াইটা করেছে, খুবই ভালো লেগেছে। এ রকম ইনটেন্ট থাকল, সবাই প্রতিদিন রান করবে না। অন্তত সবাই যেন ওই চেষ্টাটা করে, তা করলেই বড় রান করা সম্ভব।’

বুমরাহ’র প্রত্যাবর্তনে মুম্বাইয়ের ভাগ্যেরও প্রত্যাবর্তন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পিএম
বুমরাহ’র প্রত্যাবর্তনে মুম্বাইয়ের ভাগ্যেরও প্রত্যাবর্তন
ছবি : সংগৃহীত

বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে চোটের কারণে মাঠ ছাড়েন জাসপ্রিত বুমরাহ। সেই চোটে খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিও। তাকে ছাড়াই অবশ্য সেই আসরের শিরোপা ঘরে তুলেছে রোহিত শর্মার।

আইপিএল দিয়েই মাঠে ফিরবেন বুমরাহ এমনটা শোনা যাচ্ছিল। তবে কবে নাগাদ মুম্বাইয়ের হয়ে মাঠে নামবেন সেটি নিয়েও ছিল জল্পনা। ভারতের ক্রিকেটে অন্যতম বড় সম্পদ এই তারকা পেসার। তাই পুরোপুরি সেরে না উঠলে তার মাঠে নামার কোনো সম্ভাবনাই ছিল না। 

তবে সেরে ওঠার পর মুম্বাই একে একে হারিয়েছে দিল্লী ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদকে দুইবার ও চেন্নাই সুপার কিংসকে। তবে হেরেছেন মাঠে ফেরার ম্যাচটাই বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জারে বিপক্ষে।

সেই ম্যাচে কোনো উইকেট না পেলেও ছিলেন ইকোনমিকাল। ৪ ওভারে খরচ করেছেন ২৯ রান। তবে ২২২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে তার দল হেরেছিল ১২ রানে। ফলে ৫ ম্যাচের ৪টিতেই পরাজিত ছিল দলটি।

কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় হার্দিক পান্ডিয়ার দল। দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে জয়টা ছিল বেঙ্গালুরুর বিপক্ষে পরাজয়ের ব্যবধান ১২ রানের সমান। দিল্লীর মাঠে এই ম্যাচে ৪ ওভারে ৪৪ রান দিয়ে খরুচে ছিলেন বুমরাহ। তবে উইকেট পেয়েছেন একটি।

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বুমরাহ ফিরেছিলেন নিজের চেনারূপে। উইকেট মাত্র ১টি পেলেও ৪ ওভারে রান দিয়েছিলেন মোটে ২১। আর তাতেই সহজ হয় মুম্বাইয়ের লক্ষ্য। বর্তমান সময়ে ১৬৩ রানের লক্ষ্য কঠিন কিছুই নয় টি-টোয়েন্টিতে। স্বাগতিকরা জয়ও পেয়ে যায় ৪ উইকেটে।

বুমরাহর ফেরায় ভাগ্য ফিরেছে মুম্বাইয়ের। সেটি আবারও প্রমাণ হয় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ৯ উইকেটের বিশাল জয় পায় হার্দিক পান্ডিয়ার দল ওয়াংখেড়েতে। সে ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ২ উইকেট পেয়েছিলেন জাসপ্রিত। শিভম দুবে ও মহেন্দ্র সিং ধোনিকে ফিরিয়েছিলেন সাজঘরে। পরে ১৭৭ রানের লক্ষ্য অনায়াসেই পার করে দেয় মুম্বাই রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে।

ঘরের মাঠের পর হায়দরাবাদের মাঠেই স্বাগতিকদের হারিয়েছে মুম্বাই। সে ম্যাচে ১৪৪ রানের লক্ষ্য পেয়েছিল মুম্বাই। ৪ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন তিনি। ব্লু আর্মিরা জয় পেয়েছে ৭ উইকেটের ব্যবধানে। 

জাসপ্রিত বুমরাহ একাদশে ফেরার আগে বরাবরের মতোই মৌসুমের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেছিল মুম্বাই। সে ম্যাচে ৪ উইকেটে জয় পেয়েছিল চেন্নাই। মাঝে কলকাতাকে ৮ উইকেটে হারিয়ে পেয়েছিল নিজেদের দ্বিতীয় জয়।

বুমরাহ ফেরার পর ৫ ম্যাচের ৪টিতেই জয়ের সুমিষ্ট স্বাদে পয়েন্টস টেবিলে চারে অবস্থান যৌথভাবে সর্বাধিক আইপিএল শিরোপা জেতা দলটির। ৯ ম্যাচে ৫ জয়ের বিপরীতে ৪টিতে হেরেছে তারা। ১০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে চারে। 

তাই বলাই তো যায় বুমরাহর প্রত্যাবর্তনের মুম্বাইয়ের ভাগ্যও ফিরেছে।

ফুটবলে কৃষকের পরিচয় তুলে ধরার সংস্কৃতি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ পিএম
ফুটবলে কৃষকের পরিচয় তুলে ধরার সংস্কৃতি
ছবি : সংগৃহীত

খেলা দেখার জন্য ভিআইপি টিকিট কেটে বসতে হয় ট্র্যাক্টরে। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার হিসেবে দেওয়া হয় দুধ, ডিম আর ভেড়ার বাচ্চা। এমনই মজার সব কাণ্ড ঘটিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ইউক্রেনের এক পেশাদার ক্লাব ব্রাইন এফকে। যদিও আলোচনায় আসতে তাদের এমন অদ্ভুতুড়ে পুরস্কার দিচ্ছে না তারা। মূলত ফুটবলের মাধ্যমে কৃষকের পরিচয় তুলে ধরার সংস্কৃতি চালু করেছে ক্লাবটি।

নরওয়ের তৃতীয় বৃহত্তম শহর স্ট্যাভাঙ্গা থেকে খানিকটা দূরে অবস্থিত ব্রাইন, ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ডের প্রথম আবাসস্থল। সেখানকার জনসংখ্যা প্রায় ১৩ হাজার। কৃষিজমি দ্বারা বেষ্টিত এই অঞ্চলের ক্লাব ব্রাইন এফকে দীর্ঘ ২২ বছর পর নরওয়ের শীর্ষ স্তরের ফুটবলে লিগে ফিরেছে এবং তাদের কৃষি শিকড় ধরে রাখার মিশনে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এ জন্য ইতোমধ্যে ‘কৃষক লিগ’ তকমাও পেয়েছে ক্লাবটি।

মাত্র ৫ হাজার দর্শক ধারণক্ষমতার একটি স্টেডিয়াম ব্রাইন এফকে। যেখানে  ক্লাবটি তাদের ঐতিহ্যকে পুরোপুরি আলিঙ্গন করেছে। ভিআইপি টিকিটের মধ্যে রয়েছে ট্র্যাক্টর এবং শস্য দ্বারা গড়া একটি মোটা সোফা। এ ছাড়া গবাদি পশুদের জন্য শীতকালীন খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত বস্তু দ্বারা ভিএআর ক্যামেরার প্ল্যাটফর্ম পুনর্নির্মাণ করা হয়েছে। স্টেডিয়ামের একপাশে একটি বড় খোলা চত্বর আছে, যেখানে ভক্তরা তাদের ট্রাক্টর বা গাড়ি পার্ক করতে পারেন।

কম অর্থের লিগগুলোতে সাধারণত ম্যাচসেরা খেলোয়াড়কে ছোট ট্রফি প্রদান করা হয়ে থাকে। এদিক থেকে বেশ ভিন্নতা দেখিয়েছে ব্রাইন এফকে। মৌসুমে তারা তাদের প্রথম হোম ম্যাচে গোলরক্ষক জ্যান ডি বোয়ারকে ম্যাচসেরার পুরস্কার হিসেবে চার ট্রে ডিম দেয়। ডি বোয়ার সতীর্থদের অমলেট করে খাওয়ান এবং অবশিষ্ট ডিমগুলো তার এক সতীর্থকে দেন, যিনি তাকে তার বান্ধবীকে বিমানবন্দর থেকে আনতে গাড়ি ধার দিয়েছিলেন।

ব্রাইন তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ ক্রিস্টিয়ানসুন্ড বিকেকেও ডিম দিয়েছিল। কেন এমন সব অদ্ভুতুড়ে পুরস্কার- জানতে চাইলে ব্রাইনের মার্কেটিং ম্যানেজার বিয়র্ন হ্যাগেরূপ রোকেন রয়টার্সকে বলেন, ‘আমাদের লক্ষ্য কৃষকদের পরিচয় তৈরি করা এবং ক্লাব ও অঞ্চল উভয়ের মধ্যে গর্ব জাগানো। আমাদের সমর্থক ইউনিয়ন সর্বদা তাদের স্লোগানে আমাদের কৃষি শিকড় উদযাপন করেছে, তাই আমাদের ঐতিহ্যকে সম্মান করা খুবই তাৎপর্যপূর্ণ।’

লিগে হাউগেসুন্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচটি খেলেছে ব্রাইন। জিতেছে ৩-১ গোলে। সেই জয়ে ম্যাচসেরা হন অ্যাক্সেল কাইগার। খেলায় তিনি প্রথম গোলটি করেন এবং অসাধারণ পারফরম্যান্স করেন, যার ফলে পান বিশেষ পুরস্কার। আয়োজকরা তাকে একটি বাচ্চা ভেড়া উপহার দেন। সেই উপহারসহ কাইগারের ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়। অনেকের প্রশ্নও ছিল যে প্রাণীটিকে দিয়ে কি করবেন কাইগার।

ব্রাইন এফকে স্পষ্ট করে বলেছে, ‘ম্যাচের পরে ভেড়াটি ব্রাইনের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয় এবং কৃষকের সঙ্গে বাড়ি ফিরে আসার আগে এটি ব্রাইন স্টেডিয়ামের মাঠের স্বাদ পাবে। শরৎকালে ব্রাইন খেলোয়াড়কে (কাইগারকে) দেওয়া হবে যখন কসাই পুরস্কারটি প্রক্রিয়াজাত করবে। সেই সময়ের আগে ভেড়াটিকে পাহাড়ি চারণভূমিতে এবং ব্রাইন স্টেডিয়ামে একটি ম্যাচে পাঠানো হবে।’

 

পিএসএল খেলতে দেশ ছাড়লেন নাহিদ রানা

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পিএম
পিএসএল খেলতে দেশ ছাড়লেন নাহিদ রানা
ছবি : সংগৃহীত

এবারের পাকিস্তান সুপার লিগে বাংলাদেশ থেকে তিনজন খেলোয়াড় দল পেয়েছেন। রিশাদ হোসেন খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। করাচি কিংস লিটন দাসকে দলে নিলেও, চোটের কারণে পাকিস্তান থেকে ফিরে এসেছেন কোনো ম্যাচ না খেলেই। পেশোয়ার জালমি দলে নিয়েছিল গতিতারকা নাহিদ রানাক্বে।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলার কারণে পাকিস্তান যেতে পারেননি নাহিদ। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে নেই নাহিদ। তাই আজ (২৬ এপ্রিল) পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার।

আজ দুপুর ১টায় পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। এই মুহূর্তে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পিএসএলের পয়েন্ট টেবিলে চারে রয়েছে বাবর আজমের দল পেশোয়ার জাীমি।

সবকিছু ঠিক থাকলে হয়তো আগামীকালই (২৭ এপ্রিল) পেশোয়ারের জার্সিতে খেলতে নামবেন নাহিদ রানা।

নাটকীয়তা শেষে ফাইনালে মাঠে নামতে রিয়ালের সম্মতি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০১:৪০ পিএম
আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ০২:১৭ পিএম
নাটকীয়তা শেষে ফাইনালে মাঠে নামতে রিয়ালের সম্মতি
ছবি : সংগৃহীত

কোপা দেল রের ফাইনালের আগে অনুশীলন ও সংবাদ সম্মেলন বয়কট করেছে রিয়াল মাদ্রিদ। যে ঘটনার সূত্রপাত ফাইনালের রেফারি রিকার্ডো ডি বারগোস সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মাদ্রিদ সম্পর্কে তার তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।

এরপরই মূলত অনুশীলন ও সংবাদ সম্মেলন বয়কট করে লস ব্লাঙ্কোসরা। আহবান জানানো হয় রেফারিকে পরিবর্তনেরও। নইলে ফাইনাল ম্যাচ বর্জনেরও হুমকি দেয় ক্লাবটি। 

তবে বহু নাটকীয়তা ও জল্পনার পর জানা গেল, বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ফলে সমর্থকদের মধ্যে কেটেছে অনিশ্চয়তা। আরও একটি জমজমাট এল ক্লাসিকোর সাক্ষী হতে যাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা।

রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ফাইনাল বয়কটের গুঞ্জন সঠিক নয়। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিপক্ষে ফাইনালে খেলবে।

আজ (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে ইউরোপের ইতিহাসের সফলতম ক্লাবটি।

ফাইনাল পূর্ববর্তী একাধিক আনুষ্ঠানিকতা থেকে নিজেদের সরিয়ে রাখলেও দর্শকদের কথা চিন্তা করে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ।

অনুশীলন, সংবাদ সম্মেলন বয়কটের পাশাপাশি ক্লাব প্রেসিডেন্টদের আনুষ্ঠানিক ডিনারেও যাননি ফ্লোরেন্তিনো পেরেজ। সবকিছু থেকে রিয়ালের কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের সরে আসার পরও অনিশ্চয়তা তৈরি হয় ম্যাচ নিয়ে। গুঞ্জন ছড়িয়ে পড়ে রিয়ালের ফাইনাল ম্যাচ বর্জনেরও।