এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার লিগে রানের ফোয়ারা ছুটিয়ে ৩ বছর পর টেস্ট দলে জায়গা করে নিলেন এনামুল হক বিজয়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ৩২ বছর বসয়ী ওপেনাকে অন্তর্ভুক্ত করে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথম টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে দুটি। বিজয়ের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে জাকির হাসানকে। সিলেট টেস্টের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি তার। অর্থাৎ না খেলেই বাদ পড়লেন জাকির।
এছাড়া নাহিদ রানার জায়গায় ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। এই প্রথম তিনি টেস্ট দলে জায়গা পেলেন।
আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হতে যাওয়া টেস্টে নাহিদ যে খেলতে পারবেন না তা আগে থেকেই নিশ্চিত ছিল। কারণ পাকিস্তান সুপার লিগে খেলতে যাবেন তিনি।
এনামুল হক বিজয় এবারের প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলছেন। এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৪টি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৮৭৪ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি সবার ওপরে। এর আগে জাতীয় লিগেও রানের মধ্যে ছিলেন তিনি।
দুই ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বুধবার সিলেটে শেষ হওয়া টেস্টে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টর জন্য বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভির ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
তোফায়েল/মাহফুজ