
সান্তোসে ফিরে মাঠের সময়টা মোটামুটি ভালোই যাচ্ছিল নেইমারের। কিন্তু তিন দিন আগে তিনি ছিটকে যান আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে। এবার ছিটকে গেলেন আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসিও।
প্রাথমিক স্কোয়াডের ৩৩ জনে তার নাম থাকলেও চোটের কারণে তিনি ছিটকে গেছেন চূড়ান্ত স্কোয়াড থেকে।
ইন্টার মায়ামির হয়ে সবশেষ ম্যাচে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। সেই ম্যাচে মায়ামির জয়ে ভূমিকাও রাখেন তিনি একটি গোল করে। অসাধারণ সেই গোলটি করে নজর কেড়েছিলেন তিনি সবার ৩৯ বছর বয়সেও।
সেই ম্যাচেই চোট পান তিনি। গোল করে দলকে আনন্দে ভাসানোর কিছুক্ষণ পরই বাম পায়ে ব্যথা পান তিনি। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন তিনি। যার ফলে তাকে ছিটকে যেতে হলো এই আন্তর্জাতিক উইন্ডো থেকে।
কেবল ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নয়, মিস করবেন উরুগুয়ের বিপক্ষে ম্যাচও। আগামী শনিবার উরুগুয়ের মাঠ মন্টেভিডিওতে স্বাগতিকদের আতিথ্য নেবে আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ বুয়েনোস আইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলবে লা আলবিসেলেস্তেরা।
এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বিশ্বচ্যাম্পিয়নরা। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ২০, তিনে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৮।
আর্জেন্টিনা স্কোয়াড—
গোলরক্ষক– এমিলিয়ানো মার্তিনেজ, গেরোনিমো রুইয়ি, ওয়ালতার বেনিতেজ।
ডিফেন্ডার— নাহুয়েল মলিনা, গনজালো মন্তিয়েল, হেরমান পেৎজেলা, লিওনার্দো বালের্দি, হুয়ান ফইথ, নিকলাস অতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার— লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো দে পল, এক্সেকিয়েল পালাসিওস, আলেক্সিস মাক আলিস্তার, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেনজামিন দমিঙ্গেজ, তিয়াগো আলমাদা।
ফরোয়ার্ড— নিকলাস গনজালেস, নিকো পাজ, ক্লদিও এচেভেরি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোররেয়া।