
নতুন করে টি-টোয়েন্টি দল সাজিয়েও সুবিধা করতে পারছে না পাকিস্তান। প্রথম ম্যাচে মাত্র ৯১ রানে অলআউট হয়ে হারতে হয়েছিল ৯ উইকেটের ব্যবধানে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ১৩৫ রান করেও হার ৫ উইকেটের ব্যবধানে।
টানা দুই ম্যাচ অনায়াসে জিতে নিয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পরে খেলা শুরু হয়। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১৫ ওভারে। স্বাগতিক অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের আমন্ত্রণে আগে ব্যাটিং করতে নেমে আজও উদ্বোধনী জুটিতে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ১৯ রানেই সাজঘরের পথ ধরেন মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজ।
৭৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান। তবে এসবের মাঝেও দলের রান বাড়ানোর কাজ করেছেন অধিনায়ক সালমান আলী আঘা। ২৮ বল তার ৪৬ রান দলের সর্বোচ্চ।
শাদাব খানের ১৪ বলে ২৬ ও শাহিন শাহ আফ্রিদির ১৪ বলে ২২ রানের ক্যামিওতে লড়াই করার মতো সংগ্রহ পায় সফরকারীরা।
নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, জিমি নিশাম ও ইশ সোধি সবাই শিকার করেন ২টি করে উইকেট।
এই লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার করেন দাপুটে শুরু। ৬৬ রানের উদ্বোধনী জুটি হয় টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের। ২২ বলে ৪৫ রান করে সেইফার্ট ফিরে যান। ১৬ বলে ৩৮ রান করে অ্যালেন ফিরলে ৮৭ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা।
১ রান করে মার্ক চাপম্যান ফিরলে ৯১ রানে হারায় কিউইরা ৩ উইকেট। এর ঠিক ৬ রান করে দলীয় ৯৭ রানে জেমস নিশামও ফিরে যান হারিস রউফের বলে মাত্র ৫ রান করে।
পরে ৩৫ রানের জুটি গড়ে ড্যারিল মিচেল ও মিচেল হেই ১৩২ রানে দলের সংগ্রহে নিয়ে যান। জয় থেকে ৪ রান দূরে থাকতে হারিস রউফের বলে ১৪ রান করে আউট হন মিচেল। তবে তাতে জয় পেতে কোনো কষ্ট হয়নি নিউজিল্যান্ডের।
মিচেল হেই ২১ বলে ১৬ ও অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
প্রথম ম্যাচেও বড় ব্যবধানে হার দেখে পাকিস্তান। এবার সিরিজ রক্ষার চ্যালেঞ্জ তাদের সামনে। তৃতীয় টি-টোয়েন্টি হবে ২১ মার্চ, অকল্যান্ডে। বাকি দুটি ম্যাচ ২৩ ও ২৬ মার্চ।