
তাসকিন আহমেদ সেঞ্চুরি করেছেন বললে চোখটা কপালে ওঠা স্বাভাবিক। ব্যাটিংটা তার চলনসই তবে ব্যাট হাতে শতক হাঁকিয়ে ফেলার মতো নয়। তবে সেঞ্চুরি তিনি করেছেন। সেটি ব্যাটে নয় বলে। রান বিলিয়ে শতক ছুঁয়েছেন তাসকিন। যা কিনা বিব্রতকর যেকোনো বোলারের জন্য।
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে রান বিলানোর সেঞ্চুরি করা তাসকিন নতুন রেকর্ডও গড়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের যা সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেএসপিতে তাসকিনের দল মোহামেডান মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের। সেই ম্যাচেই ১০ ওভার বোলিং করে তাসকিন খরচ করেছেন ১০৭ রান। রান বেশি খরচ করলেও উইকেট পেয়েছেন ৩টি।
গাজী গ্রুপ দলীয় সংগ্রহটাও দাঁড় করিয়েছে অনেকবড়। ৫ উইকেট হারিয়ে তাদের স্কোরবোর্ডে শেষ পর্যন্ত যোগ হয় ৩৩৬ রান। অধিনায়ক এনামুল হক ১৪৩ বলে করেছেন সর্বোচ্চ ১৪৯ রান।
তাসকিনের আগে ১০৪ রান দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে রেকর্ডটা ছিল শাহাদাত হোসেনের দখলে। ২০১০ সালে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১০৪ রান দিয়েছিলেন তিনি।
গাজী টায়ার্সের পেসার ইকবাল হোসেন ২০২৪ সালে ডিপিএলেই আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান দেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পেসার ইকবাল হোসেনও।