ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

ঢাকায় না এসে ইতালি ফিরে গেছেন ফাহমিদুল

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৩:২১ পিএম
ঢাকায় না এসে ইতালি ফিরে গেছেন ফাহমিদুল
ছবি : সংগৃহীত

গেল দুই সপ্তাহ বাংলাদেশ জাতীয় ফুটবল দল সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প করেছে। সেই ক্যাম্পে ছিলেন ফাহমিদুল ইসলামও। তাকে নিয়েই পরিকল্পনা করা হয়েছিল ভারত ম্যাচের জন্য। কোচ হাভিয়ের কাবরেরাও আশাবাদি ছিলেন ফাহিমদুলকে নিয়ে।

যদিও আজ সকালে জাতীয় দলের সদস্যরা দেশে ফিরে এলেও দলের সঙ্গে ছিলেন না ফাহমিদুল। বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় না ফিরে তিনি ফিরে গেছেন ইতালিতে।

জানা গেছে, বয়সে তরুণ হওয়ার কারণে তাকে আপাতত জাতীয় দলের মূল পরিকল্পনা থেকে সরিয়ে রাখছেন কোচ কাবরেরা। তবে ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলা এই মিডফিল্ডার এখনো বাফুফের নজরদারিতে রয়েছেন।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। আসলে ওর বয়স কম। ও এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়ে উঠেনি। ওকে আরও সময় দিতে হবে।’

কেবল ফাহমিদুলের ফিরে যাওয়াই নয়, দুঃসবাদ আছে আরও। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে চোটের কারণে খেলতে পারবেন না সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। 

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত থাকবেন এই দুই ফুটবলার।

জ্যোতির ঝলকে বিশ্বকাপের কাছাকাছি বাংলাদেশ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৩৮ এএম
জ্যোতির ঝলকে বিশ্বকাপের কাছাকাছি বাংলাদেশ
ছবি : সংগৃহীত

আরও একবার জ্বলে উঠলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্কটল্যান্ডের বিপক্ষে জয়েও রাখলেন দারুণ ভূমিকা। তার ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংসেই বাংলাদেশ দাঁড় করায় ২৭৬ রানের রেকর্ড পুঁজি। পরে জয় এসেছে ৩৪ রানের। এটি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ নারী দলের টানা তৃতীয় জয়।

জয়ের হ্যাটট্রিকে বাংলাদেশের অবস্থানও সবার ওপরে। ৩ ম্যাচে ৯ পয়েন্ট লাল সবুজের প্রতিনিধিদের। সমান ৯ পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে স্বাগতিক পাকিস্তান। বিশ্বকাপের কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ। 

মঙ্গলবার (১৫ পেরিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় বাংলাদেশের মেয়েরা। জবাব দিতে নেমে ৫০ ওভার পুরো ব্যাট করে ৯ উইকেটে ২৪২ রানের বেশি করতে পারেনি স্কটিশরা।

বাংলাদেশের জয়ে মুখ্য ভূমিকা রেখেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি খেলেন ঝোড়ো ৮৯ রানের ইনিংস ৫৯ বলে। তবে শুরুটা নড়বড়ে ছিল জ্যোতিদের। 

দলীয় সংগ্রহ অনুযায়ী বড় হয়নি উদ্বোধনী জুটি। ৩৫ রানের উদ্বোধনী জুটিতে ইসমা তানজিম ২৯ বলে ১৪ রান করে আউট হন। ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছেন ফারজানা হক। এদিনও খেলেন ৮৪ বলে ৫৭ রানের ইনিংস। শারমিনও আছেন সেই ধারবাহিক পারফর্মারের তালিকায় ৭৯ বলে ৫৭ রানের ইনিংস খেলে। তাদের জুটি হয় ১০৩ রানের। এরপরের গল্পটা নিগারের ৮৩ রানের ইনিংসের। যেই ইনিংসটি সাজানো ছিল ১১ চারে।

এই লক্ষ্য ডিফেন্ড করতে নেমে অভিজ্ঞ নাহিদা আক্তারের তোপে পড়ে স্কটিশরা। তিনি একাই শিকার করেন ৪০ রানে ৪ উইকেট। তবে শুরুটা করেছিলেন মারুফা আক্তার দ্রুম্মডকে ফিরিয়ে। জোড়া উইকেট শিকার করেন জান্নাতুল ফেরদৌস সুমনা। ১ উইকেট পেয়েছেন রাবেয়া ও মারুফা।

তিন ম্যাচে এক শতক ও দুই অর্ধশতকে ২১৭.৫০ গড়ে জোতি বাছাইপর্বে সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৩৫ রান নিয়ে তিনি ব্যাটারদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন।

টিভিতে আজকের খেলা (১৬ এপ্রিল)

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:০৯ এএম
টিভিতে আজকের খেলা (১৬ এপ্রিল)
ছবি : সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় থাকে অনেক খেলা। তেমনি আজও (১৬ এপ্রিল) রয়েছে বেশকিছু খেলা। চলুন দেখে নেওয়া যাক আজ টিভিতে কোন কোন খেলা রয়েছে।

ক্রিকেট (সরাসরি)

আইপিএল

দিল্লি-রাজস্থান
রাত ৮টা, টি-স্পোর্টস
স্টার স্পোর্টস ১

পিএসএল

ইসলামাবাদ-মুলতান
রাত ৯টা, নাগরিক টিভি
টি স্পোর্টস অ্যাপ

ফুটবল (সরাসরি)

চ্যাম্পিয়ন্স লিগ

ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ
রিয়াল মাদ্রিদ-আর্সেনাল
রাত ১টা, সনি টেন ১/২, সনি লাইভ

ইংলিশ প্রিমিয়ার লিগ

নিউক্যাসল-ক্রিস্টাল প্যালেস
রাত ১২টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২

সিডনি-লিয়ন সিটি
বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২

সুপার লিগে খেলবেন মোস্তাফিজ

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৪০ পিএম
সুপার লিগে খেলবেন মোস্তাফিজ
ছবি : সংগৃহীত

জাতীয় দলের বেশিরভাগ সদস্যই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠে নেমেছেন। তবে চোটের কারণে কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি তিনি। এবার অবশ্য সুখবর মোস্তাফিজ ভক্তদের জন্য।

দলীয় সূত্রে জানা গেছে, সুপার লিগ দিয়ে ডিপিএলের মাঠে ফিরছেন মোস্তাফিজ। খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। 

জাতীয় দলের দুই ক্রিকেটার ডিপিএলের শুরুরদিকে দল পাননি। একজন লিটন কুমার দাস ও অন্যজন মোস্তাফিজুর রহমান। শোনা গিয়েছিল, সন্তোষজনক পারিশ্রমিকের প্রস্তাব না পাওয়ায় দল নিশ্চিত হয়নি এই দুইজনের।

লিটন অবশ্য পরে গুলশান ক্লাবের হয়ে মাঠে নামেন পিএসএলে খেলতে যাওয়ার আগে। যদিও আঙুলের চোটে না খেলেই ফিরতে হয়েছে তাকে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁধে চোট পেয়েছিলেন মোস্তাফিজ। পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর থাকায় মাঠে নামা হয়নি তার। 

গত রোববার (১৩ এপ্রিল) শেষ হয়েছে ডিপিএলের গ্রুপ পর্বের খেলা। আগামীকাল (বুধবার) থেকে শুরু হবে সুপার লিগ পর্ব। এই পর্বে দেখা যাবে না জিম্বাবুয়ে সিরিজের দলে সুযোগ পাওয়া জাতীয় দলের ক্রিকেটারদের।

বিসিবিতে মুজিববর্ষে লোপাট ২০ কোটি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৪৩ পিএম
বিসিবিতে মুজিববর্ষে লোপাট ২০ কোটি
ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন সদস্যের একটি দল আজ (১৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অভিযান পরিচালনা করেছেন। দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযোগ চালানো হয়েছে বলেই জানানাও হয়েছে দুদকের পক্ষ থেকে।

বিসিবিতে প্রায় দেড় ঘণ্টার অভিযান পরিচালনার পর সংবাদ সম্মেলন করেন দুদকের প্রতিনিধিরা। দুদকের সহকারী পরিচালক আল আমিন জানিয়েছেন, তিনটি অভিযোগ পেয়েই মূলত এই অভিযান চালিয়েছেন তারা।

বিপিএলের সব ১০ আসরেই টিকিট বিক্রির আয়ে অসঙ্গতি, ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ। সবচেয়ে গুরুতর অভিযোগ হলো মুজিব শতবর্ষ আয়োজনে বিসিবির অর্থ আত্মসাত।

দুদকের সহকারী পরিচালক আল আমিন মুজিববর্ষের অনুষ্ঠানে আয়-ব্যয়ে গড়মিল আছে বলে সন্দেহ প্রকাশ করে বলেন, ‘মুজিববর্ষের আয়োজনে আয়-ব্যয়ে অস্বাভাবিকতা আছে। এসব অভিযোগের বিষয়ে রেকর্ড-পত্র সংগ্রহ করা হয়েছে। যা যাচাইবাছাই করে এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করবো। পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।’

মুজিববর্ষ আয়োজনের অসঙ্গতির প্রসঙ্গে আল-আমিন বলেন, ‘কনসার্টসহ বিসিবির সব আয়োজনে ২৫ কোটি টাকা খরচ দেখানো হয়েছে। তবে আসলে খরচ হয়েছে ৭ কোটি টাকার মতো। এখানে প্রায় ১৯ কোটি টাকার কিছু একটা হয়েছে, এমন অভিযোগ পেয়েছি আমরা। টিকেট বিক্রির ২ কোটি টাকাও দেখানো হয়নি। অর্থ আত্মসাতের পরিমাণ তাই বাড়তে পারে। আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। বিসিবির অর্থ বিভাগে কাগজপত্র পেয়েছি। সব কাগজপত্র হাতে পেলে সুনির্দিষ্ট করে বলতে পারবো।’

বিপিএলের টিকিট বিক্রির টাকা নিয়েও দেখা গেছে অসঙ্গতি। সেই ব্যাপারে দুদকের সহকারী পরিচালক বলেন, ‘বিসিবি একাদশ আসরে ১৩ কোটি টাকা টিকিট বিক্রি থেকে আয় করেছে। যেখানে আগের আট বছরে আয় ছিল ১৫ কোটি। এখানে অস্বাভাবিকতা আছে। বিস্তারিত যাচাই করলেই বোঝা যাবে কী অসঙ্গতি এখানে আছে।’

২০১৪-১৫ মৌসুমে বিসিবির তৃতীয় বিভাগ ক্রিকেটে ক্লাব নিবন্ধন ফি ৭৫ হাজার থেকে বাড়িয়ে একলাফে ৫ লাখ টাকা করা হয়। এতে করে অংশগ্রহণ কমে দলের। গেল কয়েক বছর পাঁচটির বেশি দল তৃতীয় বিভাগ ক্রিকেটে অংশ নেয়নি। 

দুদক জানিয়েছে, আগে ২-৩ বা সর্বোচ্চ ৪ দলের লিগ হতো। এখানে হয়তো কোনো কারণ আছে। কাগজপত্র সংগ্রহ করা হয়েছে, বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা দেখা হবে। 

আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত দল

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পিএম
আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৪০ পিএম
আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত দল
ছবি : সংগৃহীত

২০২২ সালের পর আবারও বাংলাদেশ সফরে আসছে ভারত ক্রিকেট দল। চলতি বছরের আগস্টে বাংলাদেশে আসবে রোহিত শর্মারা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের হবে সিরিজটি।

ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে সাদা বলের সেই সিরিজের সূচিও। সিরিজ শুরু হবে ১৭ আগস্ট আর শেষ হবে ৩১ আগস্ট। ঢাকা ও চট্টগ্রামের দুই ভেন্যুতে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

আগস্টের ১৩ তারিখ ভারতীয় দল পা রাখবে বাংলাদেশে। সিরিজের প্রথম দুই ওয়ানডে ১৭ ও ২০ আগস্ট। দুই ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলায়। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

বন্দরনগরীর একই ভেন্যুতে ২৬ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তবে ওই ভেন্যুতে কেবল প্রথম ম্যাচটাই হবে। শেষ দুই ম্যাচ খেলতে আবারও ঢাকায় ফিরবে দুই দল। ম্যাচ দুটি হবে ২৯ এবং ৩১ আগস্ট। সিরিজ শেষে ১ সেপ্টেম্বর বিরাট কোহলি-রোহিত শর্মারা দেশে ফেরার বিমানে উঠবেন।

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি:

তারিখ              শিডিউল          ভেন্যু
১৩ আগস্ট     প্রথম ওয়ানডে       মিরপুর
২০ আগস্ট     দ্বিতীয় ওয়ানডে    মিরপুর
২৩ আগস্ট তৃতীয় ওয়ানডে    চট্টগ্রাম    
২৬ আগস্ট     প্রথম টি-টোয়েন্টি    চট্টগ্রাম
২৯ আগস্ট   দ্বিতীয় টি-টোয়েন্টি   মিরপুর
৩১ আগস্ট  তৃতীয় টি-টোয়েন্টি     মিরপুর