
দেশের ফুটবল এখন হামজা দেওয়ান চৌধুরীতে মুখর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার গত সোমবার ইংল্যান্ড থেকে পিতৃনিবাস সিলেটের হবিগঞ্জে আসেন। মূল উদ্দেশ্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া। দুই দিন পরিবারের সঙ্গে কাটিয়ে গতকাল মঙ্গলবার রাতেই ঢাকায় টিম হোটেলে উঠেছেন এই ২৭ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার। আজ প্রথম বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ অনুশীলন করবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। ভারতে উড়ে যাওয়ার আগে এ দফায় ঢাকায় এই একটি মাত্র অনুশীলন সেশনই পাচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। আগামীকাল ভারতের শিলং উড়ে যাবে দল। ২৫ মার্চের ম্যাচটির আগে সেখানেই শেষ সময়ের জন্য দলকে প্রস্তুত করবেন তিনি।
এদিকে সিলেট ও হবিগঞ্জে রাজসিক সংবর্ধনা পেয়েছেন হামজা। লেস্টার সিটি থেকে এখন ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবার যেহেতু লাল-সবুজের জার্সি গায়ে দেওয়া তার উদ্দেশ্য, এ কারণেই তাকে অন্যভাবে বরণ করে নিয়েছে মানুষ। দেশজুড়েই এই উন্মাদনার রেশ ছড়িয়ে গেছে। ঢাকাতেও হামজাকে বড় ধরনের সংবর্ধনার পরিকল্পনা ছিল বাফুফের। কিন্তু সময় স্বল্পতায় সেই ভাবনা থেকে সরে এসেছে সংস্থাটি। কারণ ভারত ম্যাচের আগে এখন আর হাতে সময় নেই। বড় কোনো সংবর্ধনা আয়োজনে অনুশীলনে ব্যাঘাত ঘটুক, এমনটা চায় না দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। তবে আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের সদস্য হিসেবে সংবাদ সম্মেলনে হাজির হবেন হামজা। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলন আয়োজন করেছে বাফুফে। মূলত ভারত ম্যাচ নিয়ে দলের সার্বিক বিষয় অবহিত করা হবে এই সংবাদ সম্মেলনে। জানা গেছে, এই সংবাদ সম্মেলনেই দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন হামজা।
এদিকে সৌদি আরবে প্রায় দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে গতকাল সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ঢাকা থেকে মোট ২৮ ফুটবলার সৌদি আরবের ক্যাম্পে যোগ দেন। ইতালি থেকে সেখানে দলের অংশ হন ফাহামিদুল ইসলাম। তিনি ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে খেলেন। তবে ক্যাম্পে হাভিয়ের কাবরেরার মন জয় করতে পারেননি তিনি। আগে থেকেই ঢাকায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল হামজার। এখন তিনি যোগ দিলে ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডের সদস্য হবে ২৯ জন। তবে আজই অনুশীলন সেশন শেষে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড় সাজাবেন কাবরেরা।
ঢাকায় ফিরে কাবরেরা জানিয়েছেন সৌদি আরবে তার দলের প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে। তার কথায়, ‘পরিপূর্ণ একটা ক্যাম্প হয়েছে। সৌদি আরবে ১২ দিন উন্নত সুবিধা নিয়ে অনুশীলন করতে পারায় আমরা খুবই ভাগ্যবান। আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলা আমরা মিস করেছি। কিন্তু সত্যি বলতে প্রস্তুতি নিয়ে অনেক খুশি আমি। ভারতের বিপক্ষে বড় ম্যাচের চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি খুবই রোমাঞ্চিত এবং শিহরিত।’
হামজার অন্তর্ভুক্তি কাবরেরার এই রোমাঞ্চ আরও বাড়িয়ে দিচ্ছে। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সবাই হামজার সঙ্গে সাক্ষাৎ ও ট্রেনিং করার জন্য খুবই রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে। গত এক সপ্তাহ ধরে তার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আমিও তার সঙ্গে দেখা করার জন্য, একসঙ্গে কাজ করার জন্য এবং কীভাবে ভারতকে সামনের সপ্তাহে হারাতে পারি, তা নিয়ে পরিকল্পনা সাজাতে উন্মুখ হয়ে আছি।’ হামজা যুক্ত হওয়ায় দলের শক্তি যে বাড়বে এটা উল্লেখ করতেও ভোলেননি কাবরেরা, ‘হামজার অভিজ্ঞতার প্রভাব নিশ্চিতভাবেই আমাদের দলে পড়বে। তার নেতৃত্ব, তার পেশাদারত্ব এবং আমি মনে করি জাতীয় দলের হয়ে সেও খেলতে মুখিয়ে আছে। দলের অন্য খেলোয়াড়রাও একইভাবে তার সঙ্গে খেলতে উন্মুখ। এতে করে আমার মনে হচ্ছে, অবশ্যই ভালো কিছু বেরিয়ে আসবে।’
এদিকে সিলেট পৌঁছানোর পরই হামজা বলেছিলেন, ‘ইন্শাআল্লাহ, আমরা উইন করমু।’ ভারত ম্যাচ নিয়েই এটা বলেছিলেন তিনি। ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়েই এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আরও আছে হংকং ও সিঙ্গাপুর।