
সৌদি আরবের ক্যাম্প থেকে ইতালি চলে গেছেন ফাহমিদুল ইসলাম। কোচ হ্যাভিয়ের কাবরেরার পছন্দে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও তাকে রাখা হয়নি ভারতের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে।
কিন্তু তার এমন আকস্মিক বাদ পড়া নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে দেশের ফুটবলের ভক্ত ও সমর্থকদের মাঝে। টানা দ্বিতীয় দিনের মতো ফাহমিদুলকে দলে ফেরাতে আন্দোলন করেছেন ভক্ত ও সমর্থকরা।
এসবের মাঝেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের ক্যাবরেরা জানিয়ে দিলেন, এখন আর ফাহমিদুলকে ফেরানোর সুযোগ নেই।
ফাহমিদুলকে দলের সঙ্গে ঢাকায় না আনার ব্যাপারে প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন।’
বুধবার (১৯ মার্চ) ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেন, ‘ফাহমিদুলের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আমি তাকে খুব ভালো করেই চিনি। তাকে আমিই ডেকেছিলাম। সে একজন মেধাবী খেলোয়াড়। তার যোগ্যতা রয়েছে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার। তবে আমার মনে হয়, জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে তার আরও সময় প্রয়োজন। তার দলে ফেরার কোনো সম্ভাবনা নেই। সে এখন ইতালিতে।’