
আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি সাকিব আল হাসানের। দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি। হয়েছিলেন হত্যা মামলার আসামিও।
মাঝে বোলিং অ্যাকশন নিয়ে পড়েন বিপাকে। পরীক্ষায় পাশ করতে না পারায় স্থগিত হয়ে যায় সকল সংস্করণে তার বোলিং। যার কারণে শুধু ব্যাটার হিসেবে খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিও।
তবে সকল খারাপ খবরের মাঝে একটি সুখবর পেলেন সাকিব। যেকোনো ক্রিকেটে আর বোলিং করতে বাধা নেই তার। ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের বিষদ পরীক্ষার পর তাকে অনুমতি দেওয়া হয়েছে।
সাকিবের এক বন্ধুর মাধ্যমেই খবরটি প্রকাশ পায় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে সাকিব নিজেই নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে।
গেল বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেন সাকিব। সামারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেন তিনি। সেই ম্যাচেই তার বোলিং অ্যাকশন প্রথম প্রশ্নের মুখে পড়ে।
নিরপেক্ষ মূল্যায়নের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে। যার ফলশ্রুতিতে নিষিদ্ধ হন তিনি।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলার পর দুইবার পরীক্ষা দেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। প্রথমটি ইংল্যান্ডে এবং পরেরটি ভারতের চেন্নাইয়ে। তবে দুবারই তিনি ব্যর্থ হন।