
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। টানা দুই আইসিসি শিরোপা জিতে প্রশংসায় ভাসছে ভারত। দারুণ পারফরম্যান্স করা ভারত দলকে স্বীকৃতি দিতে বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই।
বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত দলের সকল সদস্যদের ৫৮ কোটি রুপি পুরস্কারের কথা জানিয়েছে বিসিসিআই।
বিসিসিআই তাদের বিবৃতিতে জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার ভারত দলকে ৫৮ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। স্কোয়াডের ১৫ সদস্য ছাড়াও কোচ গৌতম গম্ভীর, কোচিং স্টাফের অন্য সদস্য এবং সাপোর্ট স্টাফরও রয়েছেন এই তালিকায়।
শুধু তাই নয়, অজিত আগারকারের নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচকরাও এই পুরস্কারের অর্থের ভাগিদার পাবেন। যদিও কার জন্য বরাদ্দ কত শতাংশ তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে বোর্ড। স্কোয়াডের সদস্যরা ৫ কোটি। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও পান সমপরিমাণ টাকা। তবে নিজের কোচিং টিমের সদস্যদের সঙ্গে টাকা সমহারে বণ্টনের ঘোষণা দেন রাহুল। অজিত আগারকারসহ নির্বাচকদের দেওয়া হয় ১ কোটি টাকা করে। রিজার্ভ দলের সদস্যরাও সেবার বোনাস পেয়েছিলেন।
ধারণা করা হচ্ছে আগের মতোই পুরস্কার অর্থ বণ্টন হবে। তবে টাকার পরিমাণ কমবে যেহেতু আগেরবারের অর্ধেকের চেয়েও কম এবারের বোনাস।
বিসিসিআই সভাপতি রজার বিনি বলছেন, ‘পরপর আইসিসি ট্রফি জেতাটা সত্যিই স্পেশ্যাল। এই পুরস্কার ক্রিকেটারদের লড়াই এবং পরিশ্রমের স্বীকৃতি।’ বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার বক্তব্য, ‘ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের এই পুরস্কার দিতে পেরে বিসিসিআই গর্বিত। এটা বহু বছরের কঠোর পরিশ্রম এবং সুপরিকল্পিত কৌশলের ফল।’