
ভারতের কলকাতার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জি। এ নির্মাতা এবার হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নতুন একটি সিনেমা তৈরি করছেন। ছবির নাম ‘কিলবিল সোসাইটি’। এটি ২০১২ সালে একই নির্মাতার সুপারহিট ছবি ‘হেমলক সোসাইটি’-এর সিকুয়েল। গত বুধবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে পরিচালক নিজেই এসব খবর জানিয়েছেন।
এর আগে ২০০৩ সালে দ্য ফেস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জোলি জানিয়েছিলেন, ২২ বছর বয়সে তিনি স্বেচ্ছায় মৃত্যুর কথা ভেবেছিলেন কিন্তু আত্মহত্যা করতে চাননি। কেননা আত্মহত্যা করলে বিষয়টি তার মায়ের জন্য মানসিকভাবে বড় এক আঘাত হতো। তাই নিজেকে হত্যা করার জন্য একজনকে নিয়োগও করেছিলেন তিনি!
জোলি বলেছিলেন, ‘এটা পাগলামি শোনালেও আমার মনে হয় ছোটবেলায় অনেকের ভাবনাতেই আত্মহত্যার মতো বিষয়টি ঘুরপাক খায়।’
পরিবারের সদস্যরা যেন তিনি মারা গেলে অপরাধবোধে না ভুগেন এ জন্য এ অভিনেত্রী একটি সহিংসতার ঘটনাও সাজিয়েছিলেন। এমনকি খুনিকে টাকা দেওয়ার জন্য তিনি টাকার বন্দোবস্ত করাও শুরু করেছিলেন। তবে খুনি এমন কাজ করতে মোটেই রাজি ছিলেন না। তিনি জোলিকে দুই মাস ভাবার জন্য সময় নিতে বলেন এবং শেষ পর্যন্ত এ হলিউড তারকা আত্মাহুতির সিদ্ধান্ত থেকে সরে আসেন। পরবর্তীতে তিনি হলিউডের অন্যতম সফলতম অভিনেত্রীতে পরিণত হন।
জানা গেছে, অ্যাঞ্জেলিনা জোলির জীবনের এই ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়েই ‘কিলবিল সোসাইটি’ সিনেমাটি নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। ইতোমধ্যে গত বুধবার (১৯ মার্চ) ছবিটির প্রথম গানটিও প্রকাশ করা হয়েছে। আগামী ১১ এপ্রিল ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানি মুখার্জি।
/শাকিল