ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ভিনির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৯:১২ এএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৯:৪৯ এএম
ভিনির শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দরিভাল জুনিয়রের শিষ্যরা।

শুক্রবার (২১ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল।

ম্যাচের শুরুতেই পেনাল্টিতে গোল আদায় করে ব্রাজিলকে এগিয়ে নেন দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধ শেষের আগেই সমতায় ফেরে কলম্বিয়া।

৪১ মিনিটে লুইস দিয়াজের দারুণ গোলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে সেভাবে সুযোগ করতে পারেনি তারা। মনে হচ্ছিল ম্যাচ ড্র-ই হবে। নির্ধারিত সময়ের খেলা শেষে আরও ১০ মিনিট যোগ করেন রেফারি।

ম্যাচের ৯৮ মিনিট পর্যন্ত ছিল ১-১ সমতা। কিন্তু ৯৯তম মিনিটে দারুণ এক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তার গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয়ে ১৩ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট এখন ২১। তারা পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে। অন্যদিকে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে কলম্বিয়া। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

সালমান/ 

১০ উইকেটে বাংলাদেশে শীর্ষে মিরাজ, দ্বিশতকে তৃতীয়

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পিএম
১০ উইকেটে বাংলাদেশে শীর্ষে মিরাজ, দ্বিশতকে তৃতীয়
ছবি : সংগৃহীত

সেই সিলেটেই আবার জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ। ২০১৮ সালে এই মাঠের টেস্ট অভিষেকে ১৫১ রানের বিশাল ব্যবধানে হেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ। এবারের পরাজয় ৩ উইকেটে। সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের অর্জন কেবল মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত পারফরম্যান্স।

দুই ইনিংসেই ফাইফার নিয়ে শিকার করেছেন ১০ উইকেট। টেস্ট ক্রিকেটে এটি মিরাজের তৃতীয় ১০ উইকেট শিকার। বাংলাদেশে যা এক টেস্টে কিনা সবচেয়ে বেশি। সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম ১০ উইকেট পেয়েছেন দুইবার।

মিরপুরের বাইরে এটাই প্রথম ১০ উইকেট শিকার মিরাজের। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে মিরপুরে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই ৬ উইকেট করে মোট ১২ উইকেট শিকার করেছিলেন তিনি। 

একই ভেন্যুতেই ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ ও পরের ইনিংসে ৫ উইকেট শিকার করে মোট ১২ উইকেট পেয়েছিলেন এই অলরাউন্ডার। এই দুই ম্যাচেই বাংলাদেশ জিতেছিল এবং ম্যাচসেরা হয়েছিলেন মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করার পর ১৯ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছিলেন তিনি। মিরাজের ১০ উইকেট শিকারের দিনে প্রথমবার হারলো বাংলাদেশ।

বুধবার (২৩ এপ্রিল) ওয়েলিংটন মাসাকাদজাকে বোল্ড করে নিজের ফাইফার যেমন পূর্ণ করেন। একইসঙ্গে নিজের টেস্ট ক্যারিয়ারের ২০০তম উইকেটও শিকার করেন তিনি। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে বল হাতে দ্বিশতকপূর্ণ করেছেন মিরাজ।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২৪৬ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। দুইয়ে আছেন তাইজুল ইসলাম, তার ঝুলিতে আছে ২১৯ উইকেট। তিনে থাকা মিরাজের উইকেট এখন বরাবর ২০০।

সেই সিলেটেই জিম্বাবুয়ের কাছে হার

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পিএম
সেই সিলেটেই জিম্বাবুয়ের কাছে হার
ছবি : সংগৃহীত

২০১৮ সালের স্মৃতি ফিরিয়ে আনলো জিম্বাবুয়ে। এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই বাংলাদেশকে ১৫১ রানে হারিয়েছিল সেবার হ্যামিল্টন মাসাকাদজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে। এবার হারাল ক্রেইগ আরভিনের নেতৃত্বে ৩ উইকেটের ব্যবধানে।

বুধবার (২৩ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের চতুর্থ দিনের বাংলাদেশের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে জিতে নিয়েছে জিম্বাবুয়ে।

মেহেদী হাসান মিরাজের বলে মাধেভেরে রিভার্স সুইপে চার মেরে জয় নিশ্চিত করেছেন। তার রিভার্স সুইপে বিফলে মিরাজের দ্বিতীয় ইনিংসেও ৫ এবং দুই ইনিংস মিলিয়ে পাওয়া ১০ উইকেট।

ব্যটাররা দুই ইনিংসেই ব্যর্থ হলেও লড়াই চালিয়েছেন বল হাতে বোলাররা। বিশেষ করে দুই ইনিংসেই মিরাজের অসাধারণ বোলিংটাই বাংলাদেশের একমাত্র প্রাপ্তি। তবুও দিনশেষে মিরাজ কিংবা বাংলাদেশের কপালে জুটেছে একরাশ হতাশা।

বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায় ব্রায়ান বেনেট ও বেন কারানের ৯৫ রানের উদ্বোধনী জুটিতেই। মাত্র ১৭৪ রানের লক্ষ্য মাথায় রেখে এই জুটি সারিয়ে দিয়েছে জিম্বাবুয়ের অর্ধেকের বেশি কাজ। বেন কারানকে (৪৪) মিরাজই ফিরিয়েছেন খালেদ আহমেদের ক্যাচ বানিয়ে।

তিনে নামা নিক ওয়েলচকে ফেরান তাইজুল ইসলাম লেগ বিফোরের ফাঁদে ফেলে দলীয় ১১২ রানে। তিনি করেন মাত্র ১০ রান। 

পরের দুই উইকেট আবার মিরাজের দখলে। জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস (৯) মিরাজের লাফিয়ে ওঠা বলের উত্তর খুঁজে না পেয়ে ক্যাচ দিয়ে দেন নাজমুল হোসেন শান্তর হাতে। একপ্রান্ত আগলে রাখা ওপেনার ব্রায়ান বেনেট তুলে নেন অর্ধশতক। ৫৪ রানে থাকার সময় মিরাজকে উইকেট থেকে বেরিয়ে এসে ছয় হাঁকানোর প্রচেষ্টায় লং অনে মুশফিকুর রহিমের হাতে আটকা পড়েন। উইকেটে থিতু হওয়া এই ব্যাটারের বিদায়ে ১২৮ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।

তাইজুল আরও একটি উইকেট শিকার করেন জিম্বাবুয়ের স্কোরবোর্ডে যখন রান ১৪৪। তার অফস্টাম্পে পিচ করা বল টার্ন করে চলে যায় লেগ স্টাম্পের বাইরে। ফ্লিক করার প্রচেষ্টায় ব্যাট আগালেও সফল হননি জিম্বাবুয়ের অধিনায়ক সফল হননি। বল চলে যায় উইকেটকিপার জাকের আলি অনিকের হাতে। তিনিসহ বাকি ফিল্ডাররা আগ্রহী হলে রিভিউ নেন শান্ত। সেই রিভিউ সফল হয়ে ১৪৪ রানে পঞ্চম উইকেটের পতন হলে উল্লাস দেখা যায় বাংলাদেশ অধিনায়কের মাঝে।

সেই উল্লাস আরেকটু বৃদ্ধি পায় ১৪৫ রানে নিয়াশা মায়াভোকে মিরাজ বোল্ড করলে। খুব কাছে এসেও ষষ্ঠ উইকেট হারানো জিম্বাবুয়ে কিছুটা শঙ্কায় পড়ে যায় আর জয়ের কিছুটা আশা দেখতে শুরু করে বাংলাদেশ। জয় থেকে জিম্বাবুয়ে যখন ১৩ রান দূরে তখন ওয়েলিংটন মাসাকাদজাকে বোল্ড করে দ্বিতীয় ইনিংসেও নিজের ফাইফার এবং চলমান টেস্টে ১০ উইকেট শিকার করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের উইকেটটি ছিল আবার মিরাজের ২০০তম টেস্ট উইকেট এবং মিরপুরের বাইরে প্রথম ১০ উইকেট।

এত কম লক্ষ্য নিয়ে যে আশা করাটা কঠিন, সেটি প্রমাণ হয়ে যায় ১০ বলের মধ্যেই। সেই ওভারের শেষ বলে রিচার্ড এনগারাবা মিরাজকে চার হাঁকান। এরপর তাইজুলের ওভারে চার মারেন মাধেভেরে। আর ৫০তম ওভারের শেষ বলে ১০ উইকেট পাওয়া মিরাজকেই রিভার্স সুইপ করে জয় নিশ্চিত করেন মাধেভেরে।

জয়ের কাছাকাছি জিম্বাবুয়ে

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ পিএম
জয়ের কাছাকাছি জিম্বাবুয়ে
ছবি : সংগৃহীত

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন থেকেই বৃষ্টি চোখ রাঙিয়েই যাচ্ছে। চতুর্থ দিনের তৃতীয় সেশনেও ফের হানা দেয় বৃষ্টি। যখন কিনা জিম্বাবুয়ে জয় থেকে মাত্র ৪১ রান দূরে অবস্থান করছে। যদিও সেই বৃষ্টি স্থায়ী হয় মাত্র কয়েক মিনিট।

বুধবার (২৩ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলে বৃষ্টির কারণে তা শুরু হয়েছে বেলা ১১টায়।

বাংলাদেশকে ২৫৫ রানে অলআউট করার পর ১৭৪ রানের লক্ষ্য পায় জিম্বাবুয়ে। সেই লক্ষ্য তাড়া করতে নামা জিম্বাবুয়ের দুই ওপেনার স্বাগতিক বোলারদের পাত্তা না দিয়ে গড়েন ৯৫ রানের জুটি। সেই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ ৪৪ রান করা বেন কারানকে ফিরিয়ে।

এরপর আরও তিন উইকেট হারিয়েছে সফরকারীরা। মোট ৪ উইকেটে তিনটিই শিকার করেছেন মিরাজ। জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামসকে করেন নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে দলীয় ১২৭ রানে। মাঝে তাইজুল ইসলাম নিক ওয়েলচকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ১১২ রানে।

ভয়ঙ্কর হয়ে ওঠা ব্রায়ান বেনেট ৫৪ রান করে মিরাজের বলে বাউন্ডারিতে ক্যাচ দেন মুশফিকুর রহিমকে। ১২৮ রানেই সফরকারীরা নিজেদের সবশেষ তথা চতুর্থ উইকেট হারায়। 

এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত জয় থেকে ৩৯ রান দূরে অবস্থান করছে ক্রেইগ আরভিনরা। মাধেভেরে ৪ ও আরভিন অপরাজিত আছেন ৩ রান করে। দলের ৪ উইকেট ১৩৫।

অবশেষে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙলেন মিরাজ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৩:২১ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পিএম
অবশেষে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙলেন মিরাজ
ছবি : ফাইল

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে জিম্বাবুয়ের দুই ওপেনার বেন কারান ও ব্রায়ান বেনেট। অবশেষে ৯৫ রানে সেই জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ বেন কারানকে ফিরিয়ে।

এই জুটি গড়েই জয়ের পথটা মসৃণ করে দিয়েছেন জিম্বাবুয়ের দুই উদ্বোধনী ব্যাটার। নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদদের পাত্তাই দেননি তারা। 

উইকেট থেকে বেরিয়ে এসে মিরাজের বলে বেন কারান বড় শট খেলার প্রচেষ্টায় আটকা পড়েছেন মিড অফে খালেদ আহমেদের হাতে। ফলে ৯৫ রানের পতন হয় প্রথম উইকেটের।

নতুন ব্যাটার হিসেবে মাঠে এসেছেন নিক ওয়েলচ। ২২ ওভারের খেলা শেষে জিম্বাবুয়ের স্কোর ১ উইকেট হারিয়ে ১০০। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৭৪ রান।

ব্রায়ান বেনেট ৪৫ ও নিক ওয়েলচ অপরাজিত আছেন ৪ রান করে।

ভাঙা যাচ্ছে না জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০২:৫৫ পিএম
ভাঙা যাচ্ছে না জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি
ছবি : সংগৃহীয়

বড় লক্ষ্য দেওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি। বাংলাদেশকে দ্রুত আটকে দেওয়ার কথা বলে দুশো রানের লিড নেওয়ার আগেই আটকে দিয়েছে জিম্বাবুয়ের বোলাররা। বাংলাদেশ লক্ষ্য দিয়েছে মাত্র ১৭৪ রানের।

বুধবার (২৩ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৫৫ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত টেস্ট ম্যাচটি চতুর্থ দিনে এসেও সঠিক সময়ে শুরু হতে পারেনি।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। ইতোমধ্যেই তাদের জুটি পেরিয়ে গেছে ৫০ রান।

নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ কিংবা মেহেদী হাসান মিরাজ কেউই সুবিধা করতে পারছেন না তাদের সামনে। সবাইকেই দেখেশুনে খেলে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সফরকারীদের দুই ওপেনার।

এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত ১৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। বেন কারান ২৯ ও ব্রায়ান বেনেট ২৫ রান করে পরাজিত আছেন। বেন কারান শর্ট লেগে ক্যাচ দিলেও সেটি ঠিকঠাকভাবে মাটি স্পর্শ করার আগে ধরতে পারেননি মুমিনুল হক।

উল্লেখ্য, এই সিলেটেই ২০১৮ সালে বাংলাদেশকে ১৫১ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে।