ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ভারতবধের স্বপ্ন নিয়ে শিলংয়ে হামজারা

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:০০ এএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ১১:০১ এএম
ভারতবধের স্বপ্ন নিয়ে শিলংয়ে হামজারা
ছবি: সংগৃহীত

দলের সঙ্গে এখন পর্যন্ত একটি মাত্র অনুশীলন সেশন করেছেন হামজা চৌধুরী। আর এই এক সেশনেই সতীর্থ সবার মন জয় করে নিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শুধু তাই নয়, দলে অন্যরকম আত্মবিশ্বাসও সঞ্চার করে ফেলেছেন ২৭ বছর বয়সী তারকা। সব ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার। এই ম্যাচটি জয়ে রাঙানোই একমাত্র লক্ষ্য হামজার সতীর্থদের। ভারতবধের মাধ্যমে হামজার অভিষেক ম্যাচটা স্মরণীয় করতে চান তারা।

ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে গতকালই শিলং পৌঁছেছে বাংলাদেশ দল। মেঘালয় রাজ্যের এই শহরটির জওহর লাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার লড়াই। এই ম্যাচ দিয়েই এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের মিশন শুরু করবে হাভিয়ের কাবরেরার দল। ‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আরও আছে হংকং ও সিঙ্গাপুর। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। হামজা যোগে বদলে যাওয়ার স্বপ্নে বিভোর বাংলাদেশ দল কতটা কী করতে পারবে, তা হয়তো ভারত ম্যাচ থেকেই কিছুটা আঁচ করা যাবে।

এ বছর এটিই হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আর এই ম্যাচেই অভিষেক হবে হামজার। দলের সিনিয়র সদস্য সোহেল রানা তো বলছেন, ভারতের বিপক্ষে নতুন এক বাংলাদেশকেই দেখা যাবে। এই মিডফিল্ডারের প্রতিশ্রুতি, ‘ভারতের সঙ্গে অবশ্যই চাইব নতুন বাংলাদেশ হিসেবে খেলতে। যেহেতু হামজা চৌধুরী এসেছে। আমরা চাইব ভালোভাবে শুরু করতে। জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন আমরা দেশি খেলোয়াড়রা জয় উপহার দিতে পারি।’ 

শিলংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সোহেল বিমানবন্দরে আরও বলেছেন, ‘হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। মনে হচ্ছে যে ও আমাদের সঙ্গে অনেক দিন ধরে খেলছে।’ 

লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ খেলা হামজা এখন ধারে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে খেলছেন। বিমানবন্দরে ম্যানেজার আমের খানের কণ্ঠেও ছিল হামজা স্তুতি, ‘হামজা খুব বিনয়ী। তার দিক থেকে এ রকম কোনো অহমিকা নেই যে, আমি প্রিমিয়ার লিগে খেলি। ও আসায় টিম বন্ডিংটা অনেক ভালো হয়েছে।’ 

বাংলাদেশ দলের রক্ষণে অনেক দিন ধরেই সবচেয়ে বড় সেনানী তপু বর্মন। এখন থেকে হামজার মতো হাইপ্রোফাইল একজন ডিফেন্ডারকে পাশে পাবেন তিনি। দলের প্রস্তুতিও পরিপূর্ণ মনে হচ্ছে তার কাছে। তপুর কণ্ঠে তাই ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো ভাবনা নেই, ‘এশিয়ান কাপ কোয়ালিফাইয়ারের সূচি যখন তৈরি হয়, তখনই জানতে পারি প্রথম ম্যাচটি আমাদের ভারতের বিপক্ষে। আমাদের ট্রেনিং ক্যাম্পটাও শুরু হয় অনেক আগে এবং সময় নিয়ে। এ জন্য আমাদের প্রস্তুতি বলেন, আমাদের মানসিক দৃঢ়তা বলেন, চিন্তাধারা বলেন, সম্পূর্ণ ভিন্ন। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। আমাদের চিন্তা-ভাবনা হলো উইনিং মেন্টালিটি।’

শিলং যাওয়ার আগে ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াড ২৪ সদস্যে নামিয়ে এনেছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। সবশেষ ৩০ সদস্যের যে স্কোয়াড ছিল, সেখান থেকে ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামের বাদ পড়ার বিষয়টি আগেই জানা গিয়েছিল। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন মিডফিল্ডার পাপন সিং ও ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। আর ঢাকা ছাড়ার আগে আরও তিনজনকে ছাঁটাই করেছেন কাবরেরা। তারা হলেন- দুই ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা ও আরিফ হোসেন এবং ডিফেন্ডার তাজউদ্দিন। এখন ২৪ সদস্যের দল থেকে ভারত ম্যাচের আগে আরও একজনকে ছাঁটাই করতে হবে কাবরেরাকে।

ভারতের মাঠে বাংলাদেশ সবশেষ খেলেছে ২০১৯ সালের অক্টোবরে। কলকাতার সল্ট লেকে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচটি ১-১ ড্র করেছিল জামাল ভূঁইয়ারা। ওই ম্যাচটি বাংলাদেশের ফুটবলে নতুন প্রাণের সঞ্চার করেছিল। ২০২১ সালের জুনে কাতারের মাঠে ফিরতি পর্বে অবশ্য ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে একই বছর মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-১ গোলে রুখে দেয় বাংলাদেশ। সবমিলিয়ে দুই দলের ৩১ দেখায় বাংলাদেশের জয় মাত্র ২টি। বাকির ম্যাচগুলোর ১৩টি ড্র হয়, ভারত জিতেছে ১৬টি। বাংলাদেশ দুই জয়ের প্রথমটি পায় ১৯৯১ সালে। সর্বশেষটি ১৯৯৯ সালে। অর্থাৎ হামজার অভিষেক ম্যাচ জামালরা জয়ে রাঙাতে পারলে ২৬ বছর পর ভারত বধের গল্প রচিত হবে।

২৪ সদস্যের দল-

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন

মিডফিল্ডার: হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, চন্দন রায়, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন ও রাকিব হোসেন।

আলোক স্বল্পতায় দিনের খেলা পরিত্যক্ত, বাংলাদেশের লিড ১১২

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ পিএম
আলোক স্বল্পতায় দিনের খেলা পরিত্যক্ত, বাংলাদেশের লিড ১১২
ছবি: সংগৃহীত

চা-বিরতির পর খেলা মাঠে ফিরলেও তৃতীয় সেশনের খেলা পুরোপুরি মাঠে গড়াতে পারেনি। আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করা বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১১২ রানে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের খেলা গুড়িগুড়ি বৃষ্টিতে দ্বিতীয় সেশনের অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পর শুরু হলেও তৃতীয় সেশন শেষ হওয়ার ঘন্টাখানেক আগেই আলোক স্বল্পতায় খেলা পরিত্যক্ত হয়ে গেছে।

তৃতীয় দিনে ৩ উইকট হারিয়েছে বাংলাদেশ। যার মধ্যে দুটিই শিকার করেছেন ব্লেসিং মুজারাবানি। একটি উইকেট পেয়েছেন ভিক্টর নয়াচি।

আগের দিন সাদমান সাজঘরে ফেরানো মুজারাবানি বাউন্সারে কুপোকাত করেছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমকে। জয় ৩৩ রান করে আউট হন। ফলে ৭৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। শান্ত-জয় জুটি গড়েছিলেন ৬০ রানে।

দিনের শেষ উইকেটেরও পতন হয় মুজারাবানির বলে। দলীয় ১৫৫ রানে বাউন্সার ডিফেন্স করতে গিয়ে স্লিপে বল পাঠিয়ে দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুই ইনিংসেই ব্যর্থ তিনি। এই ইনিংসে করেছেন ৪ রান। তার আউটের পরই চা-বিরতির ঘোষণা আছে।

মাঝে মুমিনুল হক ও শান্ত ৬৫ রানের জুটি গড়েছিলেন। সেই জুটির সমাপ্তি ঘটান নয়াচি মুমিনুলকে ফিরিয়ে। ৩ রানের জন্য অর্ধশতক মিস করেন সাবেক অধিনায়ক। দলীয় ১৩৮ রানে সাজঘরে ফেরেন তিনি।

চা-বিরতির পর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। যাতে লিড দাঁড়িয়েছে ১১২ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ ও জাকের আলি অপরাজিত আছেন ২১ রানে।

নিলয়/এমএ/

দোহায় ৪ নারী ক্রীড়াবিদকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৫:০৩ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম
দোহায় ৪ নারী ক্রীড়াবিদকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা
ছবি: বাসস

কাতারে আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ব্যক্তিবর্গের সঙ্গে বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে এ তথ্য জানান।

এর আগে কাতারের স্থানীয় সময় সকাল ১০টায় আর্থনা শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তব্য দেন। এসময় তিনি তার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ থেকে আসা জাতীয় চার নারী ক্রীড়াবিদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এই চার নারী ক্রীড়াবিদ হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।

এর আগে বাংলাদেশি চার নারী ক্রীড়াবিদ কাতার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা সংবর্ধনায় অংশ নেন।

বাংলাদেশে এই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরসঙ্গী হয়েছেন নারী ক্রীড়াবিদদের একটি দল।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’ কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত নীতি গবেষণা প্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর আ সাসটেইনেবল ফিউচার এই শীর্ষ সম্মেলনের আয়োজক।

চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা বর্তমানে কাতার সফরে রয়েছেন। সূত্র: বাসস

সিফাত/

উইজডেনের বর্ষসেরা দুই ভারতীয়

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:২০ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৪:২১ পিএম
উইজডেনের বর্ষসেরা দুই ভারতীয়
ছবি : সংগৃহীত

২০২৫ সংস্করণে উইজডেন ক্রিকেটার্স তাদের বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছেন। নারী এবং পুরুষ দুই বিভাগেই মর্যাদাপূর্ণ এই পুরস্কার গেছে ভারতের ঘরে।

পুরুষ বিভাগে সেরাদের সেরা হয়েছেন ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। নারী বিভাগে এই পুরস্কার জিতেছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা।

পুরুষদের এই পুরস্কারের নাম ‘উইজডেন লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ড।’ গেল বছর দারুণ পারফরম্যান্স করেছেন বুমরাহ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলকে জেতাতে রেখেছিলেন অসামান্য ভূমিকা। শিকার করেছিলেন ১৫ উইকেট। হয়েছিলেন সেই আসরের সেরা খেলোয়াড়ও।

সাদা পোশাকের ক্রিকেটেও ছিলেন দুর্দান্ত। ১৩ টেস্টে তার ঝুলিতে আছে ৭১ উইকেট। এক ক্যালেন্ডারে ৫০টির বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি তৃতীয়, যিনি গড় ১৫-এর নিচে থেকে এই কীর্তি গড়েছেন। এর আগে শুধু এস.এফ. বার্নস (১৯১২) ও ইমরান খান (১৯৮২) এমন নজির দেখিয়েছিলেন।

জাসপ্রিত বুমরাহকে নিয়ে উইজডেন লিখেছে, ‘ভারতীয় ক্রিকেটের জন্য ঘটনাবহুল এক বছরে, তাদের সাফল্য অনেকাংশেই; বরং বলা যায় প্রায় সম্পূর্ণভাবে নির্ভর করেছিল একটি বিষয়ের ওপর: বুমরাহর হাতে বল ছিল কি না। খুব কম ক্রিকেটারই ২০২৪ সালে তার মতো করে এতটা প্রভাব বিস্তার করতে পেরেছে।’

নারী ক্রিকেটের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কারও গেছে ভারতের ঘরে। সেই পুরস্কার জিতেছেন ভারতের নারী দলের ওপেনার স্মৃতি মান্ধানা। তিন সংস্করণ মিলিয়ে ২০২৪ সালে পাঁচটি শতক হাঁকিয়েছিলেন স্মৃতি। এরমধ্যে চারটিই ছিল ওয়ানডেতে।

উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করেছেন অধিনায়ক হিসেবে।

বছরের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরান। এছাড়া উইজডেনের ‘বর্ষসেরা পাঁচ ক্রিকেটার’-এর তালিকায় জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের গ্যাস অ্যাটকিনসন, জেমি স্মিথ, সোফি একলস্টোন, লিয়াম ডসন এবং ড্যান ওরাল।

মুশফিকের বিদায়ে সিলেটে চা-বিরতি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩০ পিএম
মুশফিকের বিদায়ে সিলেটে চা-বিরতি
ছবি : ফাইল

বৃষ্টির কারণে দিনের প্রথম সেশনের কোনো বল মাঠে গড়াতে পারেনি। দ্বিতীয় সেশনেরও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর দুপুর ১টায় শুরু হয় খেলা। চা-বিরতির আগে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান। লিড দাঁড়িয়েছে ৭৩ রান। 

ব্লেসিং মুজারাবানির লাফিয়ে ওঠা বল খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দিয়ে মাত্র ৪ রানে আউট হয়েছেন মুশফিক। স্লিপে ক্যাচ নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। তার আউটের পরই চা-বিরতি শুরু হয়েছে সিলেটে।

এর আগে, দিনের প্রথম উইকেটও বাংলাদেশ হারায় ব্লেসিং মুজারাবানির বাউন্সারে। সেই ক্যাচটিও নিয়েছেন আরভিন। মাহমুদুল হাসান জয় ৩৩ রান করে সাজঘরের পথ ধরেছেন দলীয় ৭৩ রানে। আউট হওয়ার আগে নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েছিলেন ৬০ রানের জুটি।

পরের মুমিনুলের সঙ্গে শান্তর জুটি হয় ৬৫ রানের। ফিফটির কাছাকাছি গিয়েও ৪৭ রানে কাটা পড়েন মুমিনুল নয়াচির বলে উইকেটকিপার নিয়াশা মায়াভোর গ্লাভসে ক্যাচ দিয়ে।

 

প্রতিপক্ষের সমর্থকদের লাঞ্ছনার শিকার হামজা

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০১:৫৭ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০১:৫৭ পিএম
প্রতিপক্ষের সমর্থকদের লাঞ্ছনার শিকার হামজা
ছবি : সংগৃহীত

সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না শেফিল্ড ইউনাইটেডের। বার্নলির কাছে ২-১ ব্যবধানে হারায় প্লে-অফ খেলেই প্রিমিয়ার লিগে ফেরার যোগ্যতা অর্জন করতে হবে হামজা চৌধুরীর দলের।

বার্নলির কাছে পরাজয়ে অপেক্ষা ও দুশ্চিন্তা বেড়েছে শেফিল্ডের। এমন দিনে মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষের দর্শকদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরী।

ম্যাচেশেষে ঊচ্ছ্বসিত বার্নলির কয়েকজন সমর্থকরা ঢুকে পড়েন মাঠে। তারা এগিয়ে আসেন শেফিল্ডের খেলোয়াড়দের দিকে। হামজার দিকেও আসেন প্রতিপক্ষের সমর্থকরা। সেই সমর্থকদের একজন হামজাকে উদ্দেশ্য করে কিছু একটা বললে হামজার তার প্রতিক্রিয়া দেখান। 

সেই পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থা নেয় নিরাপত্তাকর্মী ও ক্লাব কর্মকর্তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঠে ঢুকে পড়া বার্নলির সমর্থকরা হামজাকে শুধু কটূক্তি নয়, বর্ণবৈষম্যমূলক মন্তব্যও শুনতে হয়েছে। 

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে সোচ্চার ছিলেন হামজা। এজন্য হামলা হয়েছে তার ওপর।’ তবে কি নিয়ে কথা হয়েছে হামজা বা তার ক্লাব শেফিল্ড থেকে এ নিয়ে কিছু জানানো হয়নি এখনও।

ম্যাচ শেষে শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার সাংবাদিকদের বলেন, ‘আমরা ম্যাচের আগে রেফারির কাছ থেকে আশ্বাস পেয়েছিলাম যে খেলোয়াড়দের ঘিরে নিরাপত্তা থাকবে। কিন্তু শেষ বাঁশি বাজার পর তাদের কোনো খোঁজই পাওয়া যায়নি। সেটা ছিল খুবই ভয়ের একটা মুহূর্ত।’

ওয়াইল্ডার আরও বলেন, ‘৪০-৫০ জন উত্তেজিত দর্শক যখন আপনার দিকে দৌঁড়ায় এবং বাজে ভাষায় কিছু বলে কিংবা কিছু করে, তখন মাঠ ছাড়াটা খুব কঠিন হয়ে পড়ে। আমি নিশ্চিত, এর দায় আমাদের ঘাড়ে চাপানো উচিত হবে না।’