
দলের সঙ্গে এখন পর্যন্ত একটি মাত্র অনুশীলন সেশন করেছেন হামজা চৌধুরী। আর এই এক সেশনেই সতীর্থ সবার মন জয় করে নিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শুধু তাই নয়, দলে অন্যরকম আত্মবিশ্বাসও সঞ্চার করে ফেলেছেন ২৭ বছর বয়সী তারকা। সব ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার। এই ম্যাচটি জয়ে রাঙানোই একমাত্র লক্ষ্য হামজার সতীর্থদের। ভারতবধের মাধ্যমে হামজার অভিষেক ম্যাচটা স্মরণীয় করতে চান তারা।
ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে গতকালই শিলং পৌঁছেছে বাংলাদেশ দল। মেঘালয় রাজ্যের এই শহরটির জওহর লাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার লড়াই। এই ম্যাচ দিয়েই এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের মিশন শুরু করবে হাভিয়ের কাবরেরার দল। ‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আরও আছে হংকং ও সিঙ্গাপুর। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। হামজা যোগে বদলে যাওয়ার স্বপ্নে বিভোর বাংলাদেশ দল কতটা কী করতে পারবে, তা হয়তো ভারত ম্যাচ থেকেই কিছুটা আঁচ করা যাবে।
এ বছর এটিই হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আর এই ম্যাচেই অভিষেক হবে হামজার। দলের সিনিয়র সদস্য সোহেল রানা তো বলছেন, ভারতের বিপক্ষে নতুন এক বাংলাদেশকেই দেখা যাবে। এই মিডফিল্ডারের প্রতিশ্রুতি, ‘ভারতের সঙ্গে অবশ্যই চাইব নতুন বাংলাদেশ হিসেবে খেলতে। যেহেতু হামজা চৌধুরী এসেছে। আমরা চাইব ভালোভাবে শুরু করতে। জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন আমরা দেশি খেলোয়াড়রা জয় উপহার দিতে পারি।’
শিলংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সোহেল বিমানবন্দরে আরও বলেছেন, ‘হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। মনে হচ্ছে যে ও আমাদের সঙ্গে অনেক দিন ধরে খেলছে।’
লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ খেলা হামজা এখন ধারে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে খেলছেন। বিমানবন্দরে ম্যানেজার আমের খানের কণ্ঠেও ছিল হামজা স্তুতি, ‘হামজা খুব বিনয়ী। তার দিক থেকে এ রকম কোনো অহমিকা নেই যে, আমি প্রিমিয়ার লিগে খেলি। ও আসায় টিম বন্ডিংটা অনেক ভালো হয়েছে।’
বাংলাদেশ দলের রক্ষণে অনেক দিন ধরেই সবচেয়ে বড় সেনানী তপু বর্মন। এখন থেকে হামজার মতো হাইপ্রোফাইল একজন ডিফেন্ডারকে পাশে পাবেন তিনি। দলের প্রস্তুতিও পরিপূর্ণ মনে হচ্ছে তার কাছে। তপুর কণ্ঠে তাই ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো ভাবনা নেই, ‘এশিয়ান কাপ কোয়ালিফাইয়ারের সূচি যখন তৈরি হয়, তখনই জানতে পারি প্রথম ম্যাচটি আমাদের ভারতের বিপক্ষে। আমাদের ট্রেনিং ক্যাম্পটাও শুরু হয় অনেক আগে এবং সময় নিয়ে। এ জন্য আমাদের প্রস্তুতি বলেন, আমাদের মানসিক দৃঢ়তা বলেন, চিন্তাধারা বলেন, সম্পূর্ণ ভিন্ন। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। আমাদের চিন্তা-ভাবনা হলো উইনিং মেন্টালিটি।’
শিলং যাওয়ার আগে ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াড ২৪ সদস্যে নামিয়ে এনেছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। সবশেষ ৩০ সদস্যের যে স্কোয়াড ছিল, সেখান থেকে ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামের বাদ পড়ার বিষয়টি আগেই জানা গিয়েছিল। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন মিডফিল্ডার পাপন সিং ও ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। আর ঢাকা ছাড়ার আগে আরও তিনজনকে ছাঁটাই করেছেন কাবরেরা। তারা হলেন- দুই ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা ও আরিফ হোসেন এবং ডিফেন্ডার তাজউদ্দিন। এখন ২৪ সদস্যের দল থেকে ভারত ম্যাচের আগে আরও একজনকে ছাঁটাই করতে হবে কাবরেরাকে।
ভারতের মাঠে বাংলাদেশ সবশেষ খেলেছে ২০১৯ সালের অক্টোবরে। কলকাতার সল্ট লেকে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচটি ১-১ ড্র করেছিল জামাল ভূঁইয়ারা। ওই ম্যাচটি বাংলাদেশের ফুটবলে নতুন প্রাণের সঞ্চার করেছিল। ২০২১ সালের জুনে কাতারের মাঠে ফিরতি পর্বে অবশ্য ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে একই বছর মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-১ গোলে রুখে দেয় বাংলাদেশ। সবমিলিয়ে দুই দলের ৩১ দেখায় বাংলাদেশের জয় মাত্র ২টি। বাকির ম্যাচগুলোর ১৩টি ড্র হয়, ভারত জিতেছে ১৬টি। বাংলাদেশ দুই জয়ের প্রথমটি পায় ১৯৯১ সালে। সর্বশেষটি ১৯৯৯ সালে। অর্থাৎ হামজার অভিষেক ম্যাচ জামালরা জয়ে রাঙাতে পারলে ২৬ বছর পর ভারত বধের গল্প রচিত হবে।
২৪ সদস্যের দল-
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন
মিডফিল্ডার: হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, চন্দন রায়, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন ও রাকিব হোসেন।