ঢাকা ১১ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ইতিহাস লিখতে চলেছে ওল্ড ট্রাফোর্ড

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:০৫ এএম
ইতিহাস লিখতে চলেছে ওল্ড ট্রাফোর্ড
প্রস্তাবিত মাঠের বাইরের দৃশ্য

স্টেডিয়ামগুলো ফুটবলের কেন্দ্রবিন্দু, যা ভক্তদের তাদের আবেগ প্রকাশ করতে এবং স্মৃতি তৈরি করতে দেয়। তাই প্রতিটি স্টেডিয়াম গড়ে উঠে নিজস্ব নকশায় এবং দলের রঙে। আধুনিক যুগে এটা আরও বেশি বিকশিত হয়েছে। নতুনত্বের ছোঁয়ায় পুরোনো স্টেডিয়ামগুলো বহুকেন্দ্রিক এবং বিলিয়ন খরচে শোভা পাচ্ছে আধুনিক স্থাপত্য ও হচ্ছে বৃহদাকৃতির। যেমন- টটেনহাম হটস্পার স্টেডিয়াম। সংস্কার কাজ শেষে এই মাঠটি এখন ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলায় ব্যবহারের জন্য উপযুক্ত। এমনই এক প্রজেক্ট হাতে নিয়েছেন স্যার জিম র‌্যাটক্লিফ। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মালিক ঘোষণা করেছেন- ওল্ড ট্রাফোর্ডে ১ লাখ আসনসংখ্যার নতুন স্টেডিয়াম তৈরি করবেন তিনি, যার খরচ পড়বে ২ বিলিয়ন পাউন্ড। র‌্যাটক্লিফের এমন ঘোষণা সাড়া ফেলেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। কেননা, তার প্রস্তাবি প্রজেক্ট শেষে ওল্ড ট্রাফোর্ড বনে যাবে ফুটবল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং বড় স্টেডিয়াম। বিশ্বের ব্যয়বহুল পাঁচটির একটি।

ব্যয়বহুল ১০টি ফুটবল স্টেডিয়াম

স্টেডিয়াম            দেশ        ব্যয় (পাউন্ড)            আসনসংখ্যা
ইয়াঙ্কি স্টেডিয়াম        যুক্তরাষ্ট্র        ১.৫ বিলিয়ন        ৪৬,৫৩৭
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম    যুক্তরাষ্ট্র        ১ বিলিয়ন        ৭১,০০০
সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়াম সিঙ্গাপুর            ১ বিলিয়ন        ৫৫,০০০
টটেনহাম হটস্পার স্টেডিয়াম যুক্তরাজ্য            ১ বিলিয়ন        ৬২,৮৫০
ওয়েম্বলি স্টেডিয়াম        যুক্তরাজ্য            ১ বিলিয়ন        ৯০,০০০
অলিম্পিক স্টেডিয়াম        কানাডা        ১ বিলিয়ন        ৫৬,০০০
এস্তাদিও ন্যাশনাল        ব্রাজিল        ৬০০ মিলিয়ন    ৩৭,৫৯৩
সান্তিয়াগো বার্নাব্যু        স্পেন                ৫০০ মিলিয়ন        ৮১,০০০
ক্রেসতোভিস্কি স্টেডিয়াম    রাশিয়া        ৫০০ মিলিয়ন    ৬৮,০০০
লন্ডন স্টেডিয়াম        যুক্তরাজ্য            ৪৮৬ মিলিয়ন    ৬২,৫০০

বিশ্বের চতুর্থ ব্যয়বহুল স্টেডিয়াম হবে

র‌্যাটক্লিফের নতুন প্রজেক্ট ম্যানইউর বর্তমান মাঠটির ইতি ঘটাবে, যা ১৯১০ সাল থেকে ক্লাবের প্রধান মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দীর্ঘ আলোচনা এবং অনেক ভাবনার পরই রেড ডেভিলস একটি নতুন স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্তে এসেছে। নতুন প্রজেক্টে স্টেডিয়ামটি পাবে ছাতার আকৃতি, যেখানে থাকবে একটি বিশাল পাবলিক প্লাজা এবং ওল্ড ট্রাফোর্ডকে দেবে নতুন রূপ। বিশাল এই প্রজেক্টের জন্য অর্থায়ন কীভাবে হবে তা জানাতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ, যাদের মাথায় ইতোমধ্যে ১ বিলিয়ন ইউরোর ঋণের বোঝা রয়েছে। তবে এটা নিশ্চিত যে তারা রাষ্ট্রীয় তহবিলের আশায় রয়েছে। যাই হোক সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে- ম্যানইউর নতুন স্টেডিয়ামটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়ামগুলোর মধ্যে কোথায় স্থান পাবে?

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০টি স্টেডিয়ামের বেশির ভাগই মার্কিন মুল্লুকে। এই তালিকায় সেরা দশে রয়েছে ফুটবলের দুটি স্টেডিয়াম: টটেনহাম হটস্পার স্টেডিয়াম নবম স্থানে এবং ওয়েম্বলি সপ্তম স্থানে। এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম হলো লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, যা র‌্যামস এবং চার্জেসের হোম গ্রাউন্ড। ৫.০৫ বিলিয়ন ইউরো খরচে এনএফএলের ভেন্যুটি উম্মুক্ত করা হয় ২০২০ সালে। ম্যানইউর নতুন স্টেডিয়ামটি খরচের দিক থেকে সোফি স্টেডিয়ামের ধারেকাছেও পৌঁছাতে পারবে না।

দ্বিতীয় স্থানে রয়েছে নিউইয়র্কে ইয়াঙ্কি স্টেডিয়াম। এই ভেন্যুটির খরচ ২.১ বিলিয়ন ইউরো। বিলাসবহুল স্টেডিয়ামের মধ্যে আরেকটি হলো ইনটুইট ডোম। মাত্র ১৮ হাজার ধারণক্ষমতার এই মাঠ নির্মাণে ব্যয় করা হয়েছিল ১.৮৩ বিলিয়ন ইউরো। এখন প্রস্তাবিত প্রজেক্ট অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বের চতুর্থ ব্যয়বহুল স্টেডিয়াম হবে ওল্ড ট্রাফোর্ড। কারণ ইউরো বিবেচনায় এই প্রজেক্ট বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে ১.৮ বিলিয়ন, যা পেছনে ফেলবে লস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামকে। লস ভেগাস রাইডার্সের হোম গ্রাউন্ডটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ১.৭৪ বিলিয়ন ইউরো।

আসনসংখ্যায় সেরা ১০-এর বাইরে

সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়ামগুলোর মধ্যে ওয়েম্বলি, টটেনহাম হটস্পার এবং সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়াম। এই ভেন্যুগুলোতে ধারণক্ষমতা ৫৫ হাজার থেকে ৯০ হাজার পর্যন্ত। সবগুলোকে ছাড়িয়ে নতুন ইতিহাস খেলবে ওল্ড ট্রাফোর্ড। যদিও বিশ্ব ক্রীড়াঙ্গনে আসন সংখ্যায় সেরা ১০-এর বাইরেই থাকবে ম্যানইউর প্রস্তাবিত মাঠটি।

স্টেডিয়াম            দেশ        আসনসংখ্যা
নরেন্দ্র মোদি স্টেডিয়াম    ভারত        ১,৩২,০০০
রানরাডো ফাস্ট মে স্টেডিয়াম নর্থ কোরিয়া ১,১২,২৮১
মিশিগান            যুক্তরাষ্ট্র        ১,০৭,৬১০
বিয়াভার স্টেডিয়াম        যুক্তরাষ্ট্র        ১,০৭,২৮২
ওহিও স্টেডিয়াম        যুক্তরাষ্ট্র        ১,০২,৭৮০
কাইল ফিল্ড            যুক্তরাষ্ট্র        ১,০২,৭৩৩
টাইগার স্টেডিয়াম        যুক্তরাষ্ট্র        ১,০২,২৩১
নেইল্যান্ড স্টেডিয়াম        যুক্তরাষ্ট্র        ১,০১,৯১৫
টেক্সাস মেমোরিয়াল        যুক্তরাষ্ট্র        ১,০০,১১৯
ব্রায়ান্ট-ডেনি স্টেডিয়াম    যুক্তরাষ্ট্র        ১,০০,০০৭

পাঁচ বছরের চ্যালেঞ্জ

ম্যানইউ কর্তৃপক্ষ তাদের মেগা প্রজেক্টকে বলেছে, ম্যানচেস্টারে হবে ‘নর্থ অব দ্য ওয়েম্বলি’। তাদের বিশ্বাস যে নতুন স্টেডিয়ামটি পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করা যাবে। যদিও এই আকারের একটি প্রজেক্ট সম্পন্ন করতে প্রায় ১০ বছর সময় লাগে। তবে ক্লাবটি মনে করে, ম্যানচেস্টারে জাহাজের যে বাড়তি সুবিধা রয়েছে তার মাধ্যমে অর্ধেক সময়ে কাজ শেষ করা সম্ভব। 

র‌্যাটক্লিফ বলেছেন, ‘সাধারণত যদি আপনি স্থলভাগের মাধ্যমে ১ লাখ আসনের একটি স্টেডিয়াম তৈরি করেন, তা হলে এটি একটি ১০ বছরের প্রকল্প। কিন্তু যদি আমরা সরকারকে সঙ্গে রেখে এগিয়ে যাই তবে আমি মনে করি এটি একটি পাঁচ বছরের প্রজেক্ট, ১০ বছরের প্রজেক্ট নয়।’

ব্যর্থ হলে বিদায় নেবে মাস্টারমাইন্ড

স্যার জিম র‌্যাটক্লিফ বলেছেন, ক্লাবের ভাগ্য পরিবর্তন করতে ব্যর্থ হলে তিনি ম্যানইউ ছেড়ে চলে যাবেন। তবে তিনি আত্মবিশ্বাসী যে তারা সঠিক পথেই আছেন।

র‌্যাটক্লিফের আইএনইওএস ২০২৪ ফেব্রুয়ারিতে গ্লেজার পরিবারের কাছ থেকে ওল্ড ট্রাফোর্ড ক্লাবের সিংহভাগ অংশীদারিত্ব কিনে ক্লাবটির ফুটবল কার্যক্রমের নিয়ন্ত্রণ নেয়। তখন থেকেই উচ্চাভিলাষী স্বপ্ন দেখছেন র‌্যাটক্লিফ। সম্প্রতি দ্য টাইমসকে তিনি বলেছেন, ‘সত্যি বলতে, যদি আমি ব্যর্থ হই তা হলে পদত্যাগ করব। কিন্তু আমার মনে হয় না আমি ব্যর্থ হব। যত তাড়াতাড়ি আমরা ভালো ফুটবল খেলতে শুরু করব এবং জিততে শুরু করব, তত তাড়াতাড়ি পরিস্থিতি বদলে যাবে।’

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত বন্ধসহ ৫ বড় সিদ্ধান্ত মোদির

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:২০ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১১:০৯ পিএম
ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত বন্ধসহ ৫ বড় সিদ্ধান্ত মোদির
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে মোদি সরকার।

বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রীসভায় বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে নেওয়া পদক্ষেপগুলো হলো:

১) ভারত পাকিস্তানের সঙ্গে সিন্দু জল চুক্তি স্থগিত করেছে এবং ওয়াঘা স্থল সীমান্ত অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। ভারতে আসা যাত্রীদের ফিরে যাওয়ার শেষ সময় ১ মে নির্ধারণ করা হয়েছে।

২) পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক ভিসা ছাড় বাতিল করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৩) পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিম্ন পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। ১ মে’র মধ্যে কূটনৈতিক কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনা হবে।

৪) জম্মু ও কাশ্মীরে বড় আকারের নিরাপত্তা অভিযান শুরু হয়েছে; ব্যাপক সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে।

৫) ভারতে নিযুক্ত পাকিস্তানের সামরিক দূতকে ‘অপ্রিয় ব্যক্তি’ (persona non grata) ঘোষণা করা হয়েছে। তাকে আগামী এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি

মাহফুজ/

হৃদয়ের শাস্তি নতুন করে বহাল, ফিরছেন আম্পায়ার সৈকত

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:২২ পিএম
হৃদয়ের শাস্তি নতুন করে বহাল, ফিরছেন আম্পায়ার সৈকত
ছবি: সংগৃহীত

নাটকীয় মোড় নিয়েছে মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয় ও আম্পায়ার শরফউদ্দৌল্লাহ ইবনে সৈকতের ঘটনা। মওকুফ হওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞা নতুন করে বহাল হয়েছে হৃদয়ের। আর এই শাস্তি মওকুফের পরিপ্রেক্ষিতে বিসিবির আম্পায়ারের চাকুরি থেকে পদত্যাগ করা সৈকত আবার নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন।

লিগ পর্বে আবাহনী ও মোহামেডানের ম্যাচে একটি আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে আম্পায়ার শরফউদ্দৌল্লাহ ইবনে সৈকতের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন মোহামেডানর অধিনায়ক তাওহিদ  হৃদয়। পরে  তাকে প্রথমে এক ম্যাচে, পরে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তার শাস্তি মওকুফের জন্য মোহামেডান ক্লাব ও তাওহিদ হৃদয় আবেদন করেছিলেন। কিন্তু সুপার লিগের প্রথম ম্যচে তাকে ছাড়া খেলতে নেমে মোহামেডান লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে হেরে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচের আগেই আম্পায়ার্স কমিটি এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিলে হৃদয় পরের দুই ম্যাচ খেলেন। এই দুইটি ম্যাচেই মোহামেডান জয়ী হয়। এদিকে হৃদয়ের এভাবে শাস্তি মওকুফ করাতে টেকনিক্যাল কমিটির আহ্বায়কের পদ থেকে সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হকি মনি সরে দাঁড়ান পাশাপাশি সৈকতও পদত্যাগ করেন। এ নিয়ে বিতর্ক দেখা দিলে বুধবার আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সৈকতকে নিয়ে বৈঠকে বসে তাকে বুঝাতে সক্ষম হলে সৈকত নিজের পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন আর হৃদয়ের শাস্তি নতুন করে বহাল রাখার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল কমিটি। হৃদয়ের শাস্তি কমানোর সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করেন ইফতেখার রহমান মিঠু। এদিকে টেকনিক্যাল কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে। 

রানের ফোয়ারা ছুটিয়ে টেস্ট দলে বিজয়

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:২১ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১০:২৭ পিএম
রানের ফোয়ারা ছুটিয়ে টেস্ট দলে বিজয়
এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে রানের ফোয়ারা ছুটিয়ে ৩ বছর পর টেস্ট দলে জায়গা করে নিলেন এনামুল হক বিজয়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ৩২ বছর বসয়ী ওপেনাকে অন্তর্ভুক্ত করে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে দুটি। বিজয়ের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে জাকির হাসানকে। সিলেট টেস্টের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি তার। অর্থাৎ না খেলেই বাদ পড়লেন জাকির।

এছাড়া নাহিদ রানার জায়গায় ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। এই প্রথম তিনি টেস্ট দলে জায়গা পেলেন।

আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হতে যাওয়া টেস্টে নাহিদ যে খেলতে পারবেন না তা আগে থেকেই নিশ্চিত ছিল। কারণ পাকিস্তান সুপার লিগে খেলতে যাবেন তিনি।

এনামুল হক বিজয় এবারের প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলছেন। এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৪টি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৮৭৪ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি সবার ওপরে। এর আগে জাতীয় লিগেও রানের মধ্যে ছিলেন তিনি।

দুই ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বুধবার সিলেটে শেষ হওয়া টেস্টে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টর জন্য বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভির ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

তোফায়েল/মাহফুজ

১০ উইকেটে বাংলাদেশে শীর্ষে মিরাজ, দ্বিশতকে তৃতীয়

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পিএম
১০ উইকেটে বাংলাদেশে শীর্ষে মিরাজ, দ্বিশতকে তৃতীয়
ছবি : সংগৃহীত

সেই সিলেটেই আবার জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ। ২০১৮ সালে এই মাঠের টেস্ট অভিষেকে ১৫১ রানের বিশাল ব্যবধানে হেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ। এবারের পরাজয় ৩ উইকেটে। সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের অর্জন কেবল মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত পারফরম্যান্স।

দুই ইনিংসেই ফাইফার নিয়ে শিকার করেছেন ১০ উইকেট। টেস্ট ক্রিকেটে এটি মিরাজের তৃতীয় ১০ উইকেট শিকার। বাংলাদেশে যা এক টেস্টে কিনা সবচেয়ে বেশি। সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম ১০ উইকেট পেয়েছেন দুইবার।

মিরপুরের বাইরে এটাই প্রথম ১০ উইকেট শিকার মিরাজের। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে মিরপুরে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই ৬ উইকেট করে মোট ১২ উইকেট শিকার করেছিলেন তিনি। 

একই ভেন্যুতেই ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ ও পরের ইনিংসে ৫ উইকেট শিকার করে মোট ১২ উইকেট পেয়েছিলেন এই অলরাউন্ডার। এই দুই ম্যাচেই বাংলাদেশ জিতেছিল এবং ম্যাচসেরা হয়েছিলেন মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করার পর ১৯ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছিলেন তিনি। মিরাজের ১০ উইকেট শিকারের দিনে প্রথমবার হারলো বাংলাদেশ।

বুধবার (২৩ এপ্রিল) ওয়েলিংটন মাসাকাদজাকে বোল্ড করে নিজের ফাইফার যেমন পূর্ণ করেন। একইসঙ্গে নিজের টেস্ট ক্যারিয়ারের ২০০তম উইকেটও শিকার করেন তিনি। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে বল হাতে দ্বিশতকপূর্ণ করেছেন মিরাজ।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২৪৬ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। দুইয়ে আছেন তাইজুল ইসলাম, তার ঝুলিতে আছে ২১৯ উইকেট। তিনে থাকা মিরাজের উইকেট এখন বরাবর ২০০।

সেই সিলেটেই জিম্বাবুয়ের কাছে হার

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পিএম
সেই সিলেটেই জিম্বাবুয়ের কাছে হার
ছবি : সংগৃহীত

২০১৮ সালের স্মৃতি ফিরিয়ে আনলো জিম্বাবুয়ে। এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই বাংলাদেশকে ১৫১ রানে হারিয়েছিল সেবার হ্যামিল্টন মাসাকাদজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে। এবার হারাল ক্রেইগ আরভিনের নেতৃত্বে ৩ উইকেটের ব্যবধানে।

বুধবার (২৩ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের চতুর্থ দিনের বাংলাদেশের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে জিতে নিয়েছে জিম্বাবুয়ে।

মেহেদী হাসান মিরাজের বলে মাধেভেরে রিভার্স সুইপে চার মেরে জয় নিশ্চিত করেছেন। তার রিভার্স সুইপে বিফলে মিরাজের দ্বিতীয় ইনিংসেও ৫ এবং দুই ইনিংস মিলিয়ে পাওয়া ১০ উইকেট।

ব্যটাররা দুই ইনিংসেই ব্যর্থ হলেও লড়াই চালিয়েছেন বল হাতে বোলাররা। বিশেষ করে দুই ইনিংসেই মিরাজের অসাধারণ বোলিংটাই বাংলাদেশের একমাত্র প্রাপ্তি। তবুও দিনশেষে মিরাজ কিংবা বাংলাদেশের কপালে জুটেছে একরাশ হতাশা।

বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায় ব্রায়ান বেনেট ও বেন কারানের ৯৫ রানের উদ্বোধনী জুটিতেই। মাত্র ১৭৪ রানের লক্ষ্য মাথায় রেখে এই জুটি সারিয়ে দিয়েছে জিম্বাবুয়ের অর্ধেকের বেশি কাজ। বেন কারানকে (৪৪) মিরাজই ফিরিয়েছেন খালেদ আহমেদের ক্যাচ বানিয়ে।

তিনে নামা নিক ওয়েলচকে ফেরান তাইজুল ইসলাম লেগ বিফোরের ফাঁদে ফেলে দলীয় ১১২ রানে। তিনি করেন মাত্র ১০ রান। 

পরের দুই উইকেট আবার মিরাজের দখলে। জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস (৯) মিরাজের লাফিয়ে ওঠা বলের উত্তর খুঁজে না পেয়ে ক্যাচ দিয়ে দেন নাজমুল হোসেন শান্তর হাতে। একপ্রান্ত আগলে রাখা ওপেনার ব্রায়ান বেনেট তুলে নেন অর্ধশতক। ৫৪ রানে থাকার সময় মিরাজকে উইকেট থেকে বেরিয়ে এসে ছয় হাঁকানোর প্রচেষ্টায় লং অনে মুশফিকুর রহিমের হাতে আটকা পড়েন। উইকেটে থিতু হওয়া এই ব্যাটারের বিদায়ে ১২৮ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।

তাইজুল আরও একটি উইকেট শিকার করেন জিম্বাবুয়ের স্কোরবোর্ডে যখন রান ১৪৪। তার অফস্টাম্পে পিচ করা বল টার্ন করে চলে যায় লেগ স্টাম্পের বাইরে। ফ্লিক করার প্রচেষ্টায় ব্যাট আগালেও সফল হননি জিম্বাবুয়ের অধিনায়ক সফল হননি। বল চলে যায় উইকেটকিপার জাকের আলি অনিকের হাতে। তিনিসহ বাকি ফিল্ডাররা আগ্রহী হলে রিভিউ নেন শান্ত। সেই রিভিউ সফল হয়ে ১৪৪ রানে পঞ্চম উইকেটের পতন হলে উল্লাস দেখা যায় বাংলাদেশ অধিনায়কের মাঝে।

সেই উল্লাস আরেকটু বৃদ্ধি পায় ১৪৫ রানে নিয়াশা মায়াভোকে মিরাজ বোল্ড করলে। খুব কাছে এসেও ষষ্ঠ উইকেট হারানো জিম্বাবুয়ে কিছুটা শঙ্কায় পড়ে যায় আর জয়ের কিছুটা আশা দেখতে শুরু করে বাংলাদেশ। জয় থেকে জিম্বাবুয়ে যখন ১৩ রান দূরে তখন ওয়েলিংটন মাসাকাদজাকে বোল্ড করে দ্বিতীয় ইনিংসেও নিজের ফাইফার এবং চলমান টেস্টে ১০ উইকেট শিকার করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের উইকেটটি ছিল আবার মিরাজের ২০০তম টেস্ট উইকেট এবং মিরপুরের বাইরে প্রথম ১০ উইকেট।

এত কম লক্ষ্য নিয়ে যে আশা করাটা কঠিন, সেটি প্রমাণ হয়ে যায় ১০ বলের মধ্যেই। সেই ওভারের শেষ বলে রিচার্ড এনগারাবা মিরাজকে চার হাঁকান। এরপর তাইজুলের ওভারে চার মারেন মাধেভেরে। আর ৫০তম ওভারের শেষ বলে ১০ উইকেট পাওয়া মিরাজকেই রিভার্স সুইপ করে জয় নিশ্চিত করেন মাধেভেরে।