ঢাকা ১১ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

অভিমানের সুরে সাকিব বললেন, ‘অভিযোগ নেই’

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০১:০৫ পিএম
অভিমানের সুরে সাকিব বললেন, ‘অভিযোগ নেই’
ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে নিজের ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কথাটা তিনি গেল বছর ভারতের নাগপুরে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। কিন্তু সেই সাকিবই ছিলেন না কিছুদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।

সেই স্কোয়াডে জায়গা না পাওয়ার একটা বড় কারণ ছিল বোলিং অ্যাকশন। সেই পরীক্ষায় তখন পাশ না করতে পারা সাকিবকে শুধুমাত্র ব্যাটার হিসেবে দলে জায়গা দিতে রাজি ছিল না নির্বাচকরা।

পাকিস্তানের মাটিতে হওয়া সেই আসরে বাংলাদেশ দল দেওয়ার আগে টিম ম্যানেজমেন্ট সাকিবের সঙ্গে ঠিকঠাক যোগাযোগ করেছিল কিনা, এ নিয়ে রয়েছে ভক্তদের মধ্যে কৌতূহল। 

এ ব্যাপারে মুখ খুলেছেন সাকিব নিজেই। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে তিনি কথা বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে কতটুকু যোগাযোগ হয়েছে তার টিম ম্যানেজমেন্টের সঙ্গে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকায় বোর্ডের প্রতি তার কোনো অভিযোগ আছে কিনা সেই প্রশ্নে সাকিব জানিয়েছেন, ‘দেখুন, আমার কোনও অভিযোগ নেই। তবে যদি সেই ক্ষেত্রে যোগাযোগ আরও ভালো হতো, তাহলে আমি আরও খুশি হতাম।’

সেই প্রতিবেদনে আরও জানা গেছে, জাতীয় দলের সহকারী কোচ ও  সাকিবের শৈশবের পরামর্শদাতা মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে এক সপ্তাহ ক্যাম্প করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটিও করা সম্ভব হয়নি। বিসিবি তার অনুরোধটি উপেক্ষা করে। পরে বোলিং পরীক্ষায় কৃতকার্য না হওয়ায় শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফির দল।

আওয়ামী লীগ সরকারের পতনের সময় সাকিব অবস্থান করছিলেন কানাডায়। সেখানে তিনি গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নিয়েছিলেন। দেশের হয়ে সাদা জার্সি ভারত-পাকিস্তানের বিপক্ষে খেললেও রাজনৈতিক বাস্তবতায় আর দেশে ফেরা সম্ভব হয়নি তার। এমনকি দেশের মাটিতে টেস্ট অবসরের ইচ্ছাও এখনও ঝুলে আছে।

এল ক্লাসিকোর আগে দুশ্চিন্তায় রিয়াল

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:২৩ পিএম
এল ক্লাসিকোর আগে দুশ্চিন্তায় রিয়াল
ছবি : সংগৃহীত

২০২৩ সালে ডেভিড আলাবার সুস্থতা কামনা করেছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা। চোটে পড়া আলাবনাকে নিয়ে সেবার ভাই সম্বোধন টুইট করেছিলেন কামাভিঙ্গা। এবার চোটে পড়েছেন দুজনই।

বুধবার (২৪ এপ্রিল) গেটাফের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে চোটে পড়েছেন আলাবা ও কামাভিঙ্গা দুজনেই। রিয়ালের জন্য এচেয়ে খারাপ খবর হলো কোপা দেল রে ফাইনালে অনিশ্চিত দুজনই।

প্রতিপক্ষ যখন বার্সেলোনা তখন চোটের খবরে দুশ্চিন্তা বাড়াই তো স্বাভাবিক। বার্সার বিপক্ষে এই মৌসুমে দুই ম্যাচেই আনচেলত্তির শীষ্যরা পরাজিত হয়েছে।

গেটাফের বিপক্ষে ম্যাচ জেতার পর চোটে পড়া আলাবা ও কামাভিঙ্গাকে ফাইনালে দুজনকে না পাওয়ার সুর আনচেলত্তির কন্ঠে, ‘আগামীকাল (আজ) কী হয় আমরা দেখব। আমার মনে হয় দুজনেই মাংসপেশির ব্যথায় ভুগছে। শনিবার খেলাটা তাই তাদের জন্য অবশ্যই কঠিন হবে।’

বাঁ পায়ের মাংসপেশিতে চোট পাওয়া আলাবাকে ম্যাচের ৪৫ মিনিটে তুলে নেন আনচেলত্তি। তার বদলি নামা কামাভিঙ্গা চোট পান ৮৫ মিনিটে। তিনি চ্যালেঞ্জের মুখে পড়েন গেটাফের মিডফিল্ডার লুইস মিলারের। তিনি কুঁচকিতে চোট পেয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, কামাভিঙ্গা মাঠ ছেড়ে যেতে না চাইলেও ব্যথার কাছে হার মেনে বাধ্য হয়েই তাঁকে মাঠের বাইরে যেতে হয়। বদলি খেলোয়াড় নামানোর সুযোগ আর না থাকায় কামাভিঙ্গা উঠে যাওয়ার পর ১০ জন নিয়ে খেলেছে রিয়াল।

কষ্টের জয়ে শিরোপার লড়াইয়ে টিকে রইলো রিয়াল

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৪৪ এএম
কষ্টের জয়ে শিরোপার লড়াইয়ে টিকে রইলো রিয়াল
ছবি : সংগৃহীত

হোঁচট খেলেই ছিটকে পড়ে যাওয়ার শঙ্কা শিরোপার দৌঁড় থেকে। বার্সেলোনার সঙ্গে এমনিই ব্যবধানটা ৭ রিয়াল মাদ্রিদের। এমন পরিস্থিতিতে গেটাফের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। 

তরুণ তারকা আর্দা গুলারের একমাত্র গোলেই জয় পেয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিয়েছে মাদ্রিদ।

গেটাফের মাঠে হওয়া লা লিগার ম্যাচটিতে শুরু থেকেই চাপের মুখে পড়ে যায় রিয়াল মাদ্রিদ। স্বাগতিকরা ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সম্ভাবনা জাগিয়ে তোলে। থিবো কর্তোয়া রুখে দেন লুইস মিলারর নেওয়া শট।

১৮ মিনিটে বড় একটি সুযোগ পায় রিয়ালও। ভিনিসিয়ুস জুনিয়র ডানপ্রান্ত থেকে বল পেয়ে বাঁদিকে ফ্রান গার্সিয়ার কাছে পাঠান। কিন্তু গার্সিয়ার শট ফিরিয়ে দেন গেটাফের গোলকিপার।

এর ঠিক মিনিট তিনেক পরই গেটাফের রক্ষণভাগকে চাপে ফেলে দেন রিয়াল। ডিবক্সের ভীড় ঠেলে আর্দা গুলারের পায়ে বল চলে যায়। একজনকে কাটিয়ে এরপর বাঁকানো শটে গেটাফের জাল কাঁপান তুর্কি মিডফিল্ডার। এই একমাত্র গোলেই রিয়াল নিশ্চিত করে গুরুত্বপূর্ণ জয়।

এটি টানা তৃতীয় ম্যাচ যেখানে ১-০ ব্যবধানে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৭২। ৭৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে বার্সেলোনা।

ম্যাচ হেরে দায় নিলেন শান্ত

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:১৪ এএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ১১:১৪ এএম
ম্যাচ হেরে দায় নিলেন শান্ত
ছবি : সংগৃহীত

তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত ছিলেন ৬০ রানে। তার ব্যাটেই স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু তিনি হতাশ করলেন চতুর্থ দিনের শুরুতেই। দ্বিতীয় বলেই কোনো রান করেই ফিরলেন সাজঘরে। 

শান্তদের বিদায়ের পর দ্রুত ফিরেছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। প্রায় ১০ ওভার ব্যাটিং করেছিলেন হাসান মাহমুদ। তবে করতে পেরেছেন মাত্র ১২ রান। জাকের আলি টিকে থেকে অর্ধশতক আদায় করে নেন। শেষ পর্যন্ত ২৫৫ রানে অলআউট হয় বাংলাদেশ আর জিম্বাবুয়ে লক্ষ্য পায় ১৭৪ রানের। সহজ এই লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে ম্যাচটি জিতে গেছে ৩ উইকেটে।

অধিনায়ক শান্ত মনে করেন তার আউটেই পুরো ম্যাচের মোড় ঘুরে গেছে। তাই হারের দায়টাও নিজের ওপর নিয়েছেন তিনি, ‘আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন, ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি, সত্যি কথা। সকালে ওই আউটটাতে আমার মনে হয় পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে। ওখানে যদি একটা ৫০-৬০ রানের জুটি হতো, তাহলে হয়তো ২২০ বা এর বেশি রান হলে কিন্তু আমরা ভালো অবস্থানে থাকতাম। (হারের) পুরো দায়ভার আমি নিতে চাই। খুব বাজে সময়ে আউট হয়েছি।’

দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান এসেছে শান্তর ব্যাট থেকেই। দুই ইনিংস মিলিয়েও এটি সর্বোচ্চ। ব্যাটারদের আউট হওয়ার ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অধিনায়কের কণ্ঠেও, ‘ব্যাটিং দেখেন, খুবই সফট ডিসমিসাল সবগুলোতে। আমার মনে হয় না আমরা খুব ভালো বলে উইকেট দিয়ে এসেছি। স্কিলের থেকে মেন্টালি অনেক ব্যর্থতাা থাকতে পারে। ব্যাটসম্যানদের আরও দায়িত্ববোধ বাড়ানো উচিত। বিশেষ করে যারা সেট হয়ে আউট হচ্ছে।’

মুমিনুল হক, জাকের আলি অনিক ও নাজমুল হোসেন শান্ত ছাড়া কেউই অর্ধশতকের দেখা পাননি এই টেস্টে। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়াবো এমনটাই প্রত্যাশা সমর্থকদের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ২৮ এপ্রিল শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল)

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:১৫ এএম
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল)
ছবি : সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় থাকে অনেক খেলা। তেমনি আজও (২৪ এপ্রিল) রয়েছে বেশকিছু খেলা। চলুন দেখে নেওয়া যাক আজ টিভিতে কোন কোন খেলা রয়েছে।


ক্রিকেট (সরাসরি)

ডিপিএল ২০২৫: রেলিগেশন লিগ

পারটেক্স-ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা, টিভি স্পোর্টস টিভি

আইপিএল ২০২৫

বেঙ্গালুরু-রাজস্থান
রাত ৮টা, টি-স্পোর্টস, স্টার স্পোর্টস ১

পিএসএল ২০২৫

লাহোর-পেশোয়ার
রাত ৯টা, নাগরিক টিভি, টি স্পোর্টস অ্যাপ

ফুটবল (সরাসরি)

লা লিগা

অ্যাতলেতিকো-ভায়েকানো
রাত ১টা ৩০ মিনিট
রিয়াল বেতিস-ভায়াদোলিদ
রাত ১টা ৩০ মিনিট
জিএক্সআর ওয়ার্ল্ড, বেইন স্পোর্টস ৩

কোপা ইতালিয়া

বলোনা-এম্পোলি
রাত ১টা, জিএক্সআর ওয়ার্ল্ড

হৃদয়ের শাস্তি নতুন করে বহাল, ফিরছেন আম্পায়ার সৈকত

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:২২ পিএম
হৃদয়ের শাস্তি নতুন করে বহাল, ফিরছেন আম্পায়ার সৈকত
ছবি: সংগৃহীত

নাটকীয় মোড় নিয়েছে মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয় ও আম্পায়ার শরফউদ্দৌল্লাহ ইবনে সৈকতের ঘটনা। মওকুফ হওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞা নতুন করে বহাল হয়েছে হৃদয়ের। আর এই শাস্তি মওকুফের পরিপ্রেক্ষিতে বিসিবির আম্পায়ারের চাকুরি থেকে পদত্যাগ করা সৈকত আবার নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন।

লিগ পর্বে আবাহনী ও মোহামেডানের ম্যাচে একটি আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে আম্পায়ার শরফউদ্দৌল্লাহ ইবনে সৈকতের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন মোহামেডানর অধিনায়ক তাওহিদ  হৃদয়। পরে  তাকে প্রথমে এক ম্যাচে, পরে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তার শাস্তি মওকুফের জন্য মোহামেডান ক্লাব ও তাওহিদ হৃদয় আবেদন করেছিলেন। কিন্তু সুপার লিগের প্রথম ম্যচে তাকে ছাড়া খেলতে নেমে মোহামেডান লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে হেরে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচের আগেই আম্পায়ার্স কমিটি এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিলে হৃদয় পরের দুই ম্যাচ খেলেন। এই দুইটি ম্যাচেই মোহামেডান জয়ী হয়। এদিকে হৃদয়ের এভাবে শাস্তি মওকুফ করাতে টেকনিক্যাল কমিটির আহ্বায়কের পদ থেকে সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হকি মনি সরে দাঁড়ান পাশাপাশি সৈকতও পদত্যাগ করেন। এ নিয়ে বিতর্ক দেখা দিলে বুধবার আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সৈকতকে নিয়ে বৈঠকে বসে তাকে বুঝাতে সক্ষম হলে সৈকত নিজের পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন আর হৃদয়ের শাস্তি নতুন করে বহাল রাখার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল কমিটি। হৃদয়ের শাস্তি কমানোর সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করেন ইফতেখার রহমান মিঠু। এদিকে টেকনিক্যাল কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে।