ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সবগুলো ম্যাচ টি-টোয়েন্টি!

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০২:৪০ পিএম
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সবগুলো ম্যাচ টি-টোয়েন্টি!
ছবি : সংগৃহীত

ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষে জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। লিগের মাঝপথে শেষে আগামী মাসে মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে খেলবেন নাজমুল হোসেন শান্তরা।

ঘরের মাঠে হতে যাওয়া সেই সিরিজে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। দুটি টেস্টই হতে যাচ্ছে ঢাকার বাইরে সিলেট ও চট্টগ্রামে।

এই সিরিজের পর মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। মাসখানেক পর জুলাই মাসে আবার পাকিস্তান ক্রিকেট দল সফর করবে বাংলাদেশ।

তবে সিরিজটি এফটিপির বাইরের। দুই সিরিজের সবগুলো ম্যাচই ওয়ানডে সংস্করণে হওয়ার কথা ছিল। তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। 

জানা গেছে, সিরিজের সবগুলো ম্যাচ হতে পারে টি-টোয়েন্টি সংস্করণে।

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কা আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্ব আসরকে সামনে রেখেই দুই দলের ৮ ম্যাচের দুই সিরিজের সবগুলো ম্যাচই টি-টোয়েন্টি সংস্করণে হতে পারে।

গুঞ্জন ছড়ালেও বিসিবি কিংবা পিসিবি কারো পক্ষ থেকেই অফিশিয়ালি কোনোকিছু জানানো হয়নি। 

চ্যাম্পিয়ন্স লিগ হেরেও ৬ বছর পর সেমিফাইনালে বার্সেলোনা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৪৬ এএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৪৭ এএম
হেরেও ৬ বছর পর সেমিফাইনালে বার্সেলোনা
ছবি : সংগৃহীত

প্রথম লেগ ৪-০ ব্যবধানে জিতে নিয়েছিল বার্সেলোনা। বড় পরাজয়ে দ্বিতীয় লেগে মিরাকল ঘটানো ছাড়া কিছুই করার ছিল না। ঘরের মাঠ খেলা হলে মিরাকল ঘটানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বরুসিয়া ডর্টমুন্ডও চেষ্টা চালিয়েছে। তবে তা পর্যাপ্ত হয়নি আগের ম্যাচে একহালি গোল হজম করে ফেলায়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ৩-১ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। তবে দুই লেগ মিলিয়ে ৩-৫ ব্যবধানে এগিয়ে থাকায় ৬ বছর পর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে হান্সি ফ্লিকের শীষ্যরা।

প্রথমার্ধে ৭ বার বার্সেলোনার গোলমুখে শট নিয়ে গোল করতে পেরেছিল স্বাগতিকরা মাত্র ১টি। বার্সার লিডকে টপকানোর জন্য ৭ বার শট নিয়েও মাত্র একবার প্রতিপক্ষের জাল কাঁপানোটা ডর্টমুন্ডের জন্য ছিল হতাশাজনক।

যদিও সেই গোলটি তারা করে ম্যাচের ১১ মিনিটেই। বার্সা গোলকিপার ওলশেক সেজনির ফাউলের কারণে পেনাল্টি যায় বার্সেলোনার বিপক্ষে। স্পটকিক থেকে জাল কাঁপান সেরহু গিরাসি। তবে এরপর আরকোনো গোল করতে না পারায় প্রথমার্ধে ১-০ ব্যবধানে ডর্টমুন্ড এগিয়ে থাকায় শেষ হয় খেলা।

তবে দ্বিতীয়ার্ধের শুরুর ১০ মিনিটেই হয় দুই গোল। দুটিই বরুসিয়া করে তবে এরমধ্যে একটি ছিল নিজেদেরই জালে। প্রথমটি হয় ৪৯ মিনিটে রামি বেনসেবাইনির সহায়তায় নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করেন গিরাসি। 

মিনিট চারেক পর ভুল করে নিজেদের জালে বল পাঠান আগের গোলের কারিগর বেনসেবাইনি। অ্যাগ্রিগেটে বার্সা এগিয়ে যায় ৫-২ গোলে। 

বার্সার রক্ষণের ভুলে ৭৫ মিনিটে ডর্টমুন্ডকে আরেকটি গোল এনে দেন গিরাসি। রোনাল্ড আরাউহো বল গিরাসির পায়ে তুলে দেন। সেখান থেকে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি তিনি। 

অফসাইডে বাতিল হয়ে যায় হুলিয়ান ব্রান্ডটের গোল। অতিরিক্ত চার মিনিটের খেলা শেষে ৬ বছর পর সেমিফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা।

পিএসএল ক্লাসিকোতে রিশাদের ঘূর্ণি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:০৮ এএম
পিএসএল ক্লাসিকোতে রিশাদের ঘূর্ণি
ছবি : সংগৃহীত

বাংলাদেশ বরাবরই একজন লেগ স্পিনারের সংকটে ছিল। সেই সংকট নিরসন হয়েছে রিশাদ হোসেনকে পাওয়ার পর। তরুণ এই লেগি দেশ ছাড়িয়ে দেশের বাইরের দলগুলোরও চাহিদা মিটিয়ে যাচ্ছে।

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লীগে (পিএসএলে) খেলতে গিয়ে তিনি এখন আছেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩ উইকেট পাওয়ার পর ‘পিএসএল ক্লাসিকো’তেও করাচি কিংসের বিপক্ষে তার শিকার ৩ উইকেট। 

৬ উইকেট নিয়ে তিনিই এখন যৌথভাবে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি। তার দল লাহোরও জয় পেয়েছে ৬৫ রানের ব্যবধানে। আরেক লেগি আবরার  যিনি খেলছেন কোয়েটার হয়ে। রিশাদের ইকোনমি  ও গড় ভালো হওয়ায় শীর্ষে তাকেই রাখা হয়েছে।

পিএসএল অভিষেকেও ৩ উইকেট পেয়ে দলের জয়ে রেখেছিলেন ভূমিকা। তবে করাচির বিপক্ষে এই ৩ উইকেট নিয়েছেন তিনি ১১ বলের ব্যবধানে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২০১ রান করেছিল লাহোর। ফখর জামানের ৭৬ আর ড্যারিল মিচেলের ৭৫ রানের ইনিংস দুটিই মূলত লাহোরের সংগ্রহকে দুইশর ওপারে নিয়ে যায়।

এই লক্ষ্য তাড়া করতে নেমে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও রিশাদ হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে ৫ বল বাকি থাকতেই ১৩৬ রানে অলআউট হয়ে যায় করাচি। দলীয় অর্ধশতকেই ৭ উইকেট হারানো করাচির হয়ে খুশদিল ৩৯ ও হাসান আলী ২৭ রান করেন। যা তাদের ইনিংসের সর্বোচ্চ দুই ইনিংস।

তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট তালিকার দুইয়েই থাকল লাহোর। দুই ম্যাচে দুই জয় ও নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড

জ্যোতির ঝলকে বিশ্বকাপের কাছাকাছি বাংলাদেশ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৩৮ এএম
জ্যোতির ঝলকে বিশ্বকাপের কাছাকাছি বাংলাদেশ
ছবি : সংগৃহীত

আরও একবার জ্বলে উঠলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্কটল্যান্ডের বিপক্ষে জয়েও রাখলেন দারুণ ভূমিকা। তার ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংসেই বাংলাদেশ দাঁড় করায় ২৭৬ রানের রেকর্ড পুঁজি। পরে জয় এসেছে ৩৪ রানের। এটি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ নারী দলের টানা তৃতীয় জয়।

জয়ের হ্যাটট্রিকে বাংলাদেশের অবস্থানও সবার ওপরে। ৩ ম্যাচে ৯ পয়েন্ট লাল সবুজের প্রতিনিধিদের। সমান ৯ পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে স্বাগতিক পাকিস্তান। বিশ্বকাপের কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ। 

মঙ্গলবার (১৫ পেরিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় বাংলাদেশের মেয়েরা। জবাব দিতে নেমে ৫০ ওভার পুরো ব্যাট করে ৯ উইকেটে ২৪২ রানের বেশি করতে পারেনি স্কটিশরা।

বাংলাদেশের জয়ে মুখ্য ভূমিকা রেখেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি খেলেন ঝোড়ো ৮৯ রানের ইনিংস ৫৯ বলে। তবে শুরুটা নড়বড়ে ছিল জ্যোতিদের। 

দলীয় সংগ্রহ অনুযায়ী বড় হয়নি উদ্বোধনী জুটি। ৩৫ রানের উদ্বোধনী জুটিতে ইসমা তানজিম ২৯ বলে ১৪ রান করে আউট হন। ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছেন ফারজানা হক। এদিনও খেলেন ৮৪ বলে ৫৭ রানের ইনিংস। শারমিনও আছেন সেই ধারবাহিক পারফর্মারের তালিকায় ৭৯ বলে ৫৭ রানের ইনিংস খেলে। তাদের জুটি হয় ১০৩ রানের। এরপরের গল্পটা নিগারের ৮৩ রানের ইনিংসের। যেই ইনিংসটি সাজানো ছিল ১১ চারে।

এই লক্ষ্য ডিফেন্ড করতে নেমে অভিজ্ঞ নাহিদা আক্তারের তোপে পড়ে স্কটিশরা। তিনি একাই শিকার করেন ৪০ রানে ৪ উইকেট। তবে শুরুটা করেছিলেন মারুফা আক্তার দ্রুম্মডকে ফিরিয়ে। জোড়া উইকেট শিকার করেন জান্নাতুল ফেরদৌস সুমনা। ১ উইকেট পেয়েছেন রাবেয়া ও মারুফা।

তিন ম্যাচে এক শতক ও দুই অর্ধশতকে ২১৭.৫০ গড়ে জোতি বাছাইপর্বে সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৩৫ রান নিয়ে তিনি ব্যাটারদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন।

টিভিতে আজকের খেলা (১৬ এপ্রিল)

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:০৯ এএম
টিভিতে আজকের খেলা (১৬ এপ্রিল)
ছবি : সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় থাকে অনেক খেলা। তেমনি আজও (১৬ এপ্রিল) রয়েছে বেশকিছু খেলা। চলুন দেখে নেওয়া যাক আজ টিভিতে কোন কোন খেলা রয়েছে।

ক্রিকেট (সরাসরি)

আইপিএল

দিল্লি-রাজস্থান
রাত ৮টা, টি-স্পোর্টস
স্টার স্পোর্টস ১

পিএসএল

ইসলামাবাদ-মুলতান
রাত ৯টা, নাগরিক টিভি
টি স্পোর্টস অ্যাপ

ফুটবল (সরাসরি)

চ্যাম্পিয়ন্স লিগ

ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ
রিয়াল মাদ্রিদ-আর্সেনাল
রাত ১টা, সনি টেন ১/২, সনি লাইভ

ইংলিশ প্রিমিয়ার লিগ

নিউক্যাসল-ক্রিস্টাল প্যালেস
রাত ১২টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২

সিডনি-লিয়ন সিটি
বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২

সুপার লিগে খেলবেন মোস্তাফিজ

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৪০ পিএম
সুপার লিগে খেলবেন মোস্তাফিজ
ছবি : সংগৃহীত

জাতীয় দলের বেশিরভাগ সদস্যই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠে নেমেছেন। তবে চোটের কারণে কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি তিনি। এবার অবশ্য সুখবর মোস্তাফিজ ভক্তদের জন্য।

দলীয় সূত্রে জানা গেছে, সুপার লিগ দিয়ে ডিপিএলের মাঠে ফিরছেন মোস্তাফিজ। খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। 

জাতীয় দলের দুই ক্রিকেটার ডিপিএলের শুরুরদিকে দল পাননি। একজন লিটন কুমার দাস ও অন্যজন মোস্তাফিজুর রহমান। শোনা গিয়েছিল, সন্তোষজনক পারিশ্রমিকের প্রস্তাব না পাওয়ায় দল নিশ্চিত হয়নি এই দুইজনের।

লিটন অবশ্য পরে গুলশান ক্লাবের হয়ে মাঠে নামেন পিএসএলে খেলতে যাওয়ার আগে। যদিও আঙুলের চোটে না খেলেই ফিরতে হয়েছে তাকে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁধে চোট পেয়েছিলেন মোস্তাফিজ। পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর থাকায় মাঠে নামা হয়নি তার। 

গত রোববার (১৩ এপ্রিল) শেষ হয়েছে ডিপিএলের গ্রুপ পর্বের খেলা। আগামীকাল (বুধবার) থেকে শুরু হবে সুপার লিগ পর্ব। এই পর্বে দেখা যাবে না জিম্বাবুয়ে সিরিজের দলে সুযোগ পাওয়া জাতীয় দলের ক্রিকেটারদের।