ছবি : সংগৃহীত
যেখানে ড্র করে ১ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত, সেখানে টটেনহামকে ঘরের মাঠে ৫-১ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড স্পর্শ করেছে লিভারপুল।
রবিবার (২৭ এপ্রিল) অ্যানফিল্ডে এই দারুণ জয়ের ম্যাচে নতুন রেকর্ড গড়লেন মোহামেদ সালাহ।
৫ গোলের ৪টি করেছেন অলরেডদের খেলোয়াড়রা। একটি গোল এসেছে আত্মঘাতী। একটি গোল করেছেন মোহাম্মদ সালাহ। তার পা রেখে গোল এসেছে ৬৩ মিনিটে। সেই গোলটিতেই রেকর্ড গড়েছেন সালাহ।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১৮৫ গোলের কীর্তি গড়েছেন মোহাম্মদ সালাহ। এতদিন এই তালিকায় ১৮৪ গোল নিয়ে শীর্ষে ছিলেন আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো। গতকাল রাতে তাকে ছাড়িয়ে গেছেন সালাহ।
সার্জিও আগুয়েরো ১৮৪ গোল করতে খেলেছিলেন ২৭৫ ম্যাচ আর সালাহ খেলেছেন ২৯৭ ম্যাচ। এরমধ্যে ১৮৩ গোলই করেছেন লিভারপুলের হয়ে আর বাকি ২ গোল চেলসির হয়ে।
২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে লিভারপুলকে শিরোপা জেতাতে অনবদ্য ভূমিকা রেখেছেন সালাহ। এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ২৮ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৮টি।
চ্যাম্পিয়ন হওয়ার পর মিসরীয় ফরোয়ার্ড বলেছেন, ‘এটাই লিভারপুলের জার্সিতে আমার সেরা মুহূর্ত। এর আগে চ্যাম্পিয়নস লিগ জিতেছি। তবে সেটা বিশেষ কিছু ছিল না। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ জেতা ও অবদান রাখতে পারা অবিশ্বাস্য ব্যাপার।’
ইংলিশ প্রিমিয়ার লিগে বিদেশিদের মধ্যে সবার ওপরে অবস্থান করলেও সবমিলিয়ে আছেন পাঁচ নম্বরে। সর্বোচ্চ ২৬০ গোল করে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করেছেন অ্যালান শিয়ারার।
পরের তিন সিরিয়ালে আছেন হ্যারি কেইন, ওয়েইন রুনি ও অ্যান্ডি কোল। তাদের গোল যথাক্রমে ২১৩, ২০৮ ও ১৮৭। ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তিবদ্ধ মোহাম্মদ সালাহ অনায়াসেই হ্যারি কেইন, ওয়েইন রুন ও অ্যান্ডি কোলকে ছাড়িয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। কোলকে ছাড়িয়ে যাওয়া সম্ভব এই মৌসুমেই।