
দুই চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াইকে কেন্দ্র করে মাঠে ও মাঠের বাইরে কথা চালাচালি হওয়াটাই স্বাভাবিক। যেমনটা ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়া করেছিলেন। বিশ্বচ্যাম্পিয়নদের গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি।
কিন্তু ঘরের মাঠে ব্রাজিলকে ৪-১ ব্যধানে বিধ্বস্ত করে রাফিনিয়ার মুখ বন্ধ করে দিয়েছে আর্জেন্টাইনরা। ম্যাচশেষে তো আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি মুখ বন্ধ রাখার কথা আলাদাভাবে বলেই দিলেন রাফিনিয়াকে।
আগেরদিন আলবিসেলেস্তেদের হুমকি দেওয়া ব্রাজিলের রাফিনিয়ান আজকের ম্যাচের পুরো সময়জুড়ে কেবল শুনে গেছে দুয়োধ্বনি।
২০২৩ সালের নভেম্বরে মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে জাতীয় সঙ্গীতের সময় আর্জেন্টিনার সমর্থকদের ব্রাজিলের সমর্থকরা দুয়ো দিলে দু পক্ষের মধ্যে দাঙ্গা বেঁধে যায়। পরে আর্জেন্টিনার সমর্থকদের লাঠিপেটা করেন এবং সফরকারী সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে মারে। সেই ঘটনার পর আজই প্রথমবার মুখোমুখি হলো দুই দল।
ম্যাচের ৩৮ মিনিটে রাফিনিয়া তালিয়াফিকোকে ফাউল করলে। ওতামেন্দি, পারদেস, রদ্রিগো ডি পলরা রাফিনিয়ার দিকে তেড়ে যান। তখনই রাফিনিয়াকে ওতামেন্দি বলেছেন, ‘কথা কম বলো’।
রাফিনিয়ার মন্তব্য ভালোভাবে নেয়নি আর্জেন্টাইন সমর্থকেরাও। ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টস রাফিনিয়ার মন্তব্য নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছেন। আর্জেন্টাইন সমর্থকেরা রাফিনিয়াকে নিম্নমানের ভীত ফুটবলার বলেছেন। পুরো ম্যাচেও আর্জেন্টাইন সমর্থকদের কাছ থেকে দুয়োধ্বনি শুনেছেন এই ব্রাজিলিয়ান।