
পাকিস্তান সুপার লীগে দল পেয়ে বেস ঊচ্ছ্বসিত ছিলেন লিটন দাস। করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে দেশ ছাড়ার আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন কতটা মুখিয়ে আছেন করাচি কিংসের হয়ে খেলার জন্য।
কিন্তু আঙুলের চোটে সেই লিটনই দেশে ফিরে আসছেন পিএসএল না খেলেই। দেশে ফিরে আসার কথা লিটন নিজেই নিশ্চিত করেছেন এক ফেসবুক পোস্টে।
ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘করাচির কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।’
এবারের আসর খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে পুরো আসরের জন্যই অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন দাস। পাকিস্তান পৌঁছার পর করাচি কিংসের কাছ থেকে পেয়েছিলেন উষ্ণ অভ্যর্থনাও।
লিটন ছাড়াও আরও দুই বাংলাদেশি এবার দল পেয়েছেন পাকিস্তানের এই লিগে। রিশাদ আছেন লাহোর কালান্দার্সে। নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।
রিশাদ আছেন পাকিস্তানে লাহোরের স্কোয়াডে। তবে গতকাল প্রথম ম্যাচে তাকে রাখা হয়নি একাদশে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পিএসএল খেলতে যাবেন নাহিদ রানা।