
২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন হাসান আলি। হয়েছিলেন সেই আসরের সেরা খেলোয়াড়ও। ছিলেন ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ বোলারও। তবে দীর্ঘদিন ধরেই তিনি অনিয়মিত পাকিস্তানের জাতীয় দলে। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহদের মতো পেসারের সামনে দলে তার জায়গা নেই বললেই চলে।
পাকিস্তানের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ২০২৪ সালের মে মাসে। জাতীয় দলে না থাকলেও এখনও নিয়মিতই পারফর্ম করে যাচ্ছেন এই পেসার। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন নিয়মিতই।
শুক্রবার (১৮ এপ্রিল) পাকিস্তান সুপার লিগে তিনি ইতিহাস গড়েছেন হাসান। টুর্নামেন্টটির ইতিহাসে এখন সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হাসান।
গতকাল করাচি কিংসের হাসান কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ২৭ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট। ফলে পেছনে ফেলেছেন এতদিন শীর্ষস্থান ধরে রাখা অভিজ্ঞ ওয়াহাব রিয়াজকে। হাসানের নামের পাশে এখন ১১৬ উইকেট। ওয়াহাবের নামের পাশে রয়েছে ১১৩টি উইকেট।
৮৪ ইনিংস খেলে ওয়াহাব রিয়াজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন বাঁ-হাতি এই পেসার। অন্যদিকে, ওয়াহাব রিয়াজ ৮৭ ইনিংসে নিয়েছেন ১১৩ উইকেট।
৭৪ ম্যাচে ১০৮ উইকেট নিয়ে তালিকায় এরপরই অবস্থান করছেন শাহিন আফ্রিদি। শাদাব খানের নামের পাশে রয়েছে ৮৬ ম্যাচে ৯৭ উইকেট ও ফাহিম আশরাফ পেয়েছেন ৭৩ ম্যাচে ৭৯ উইকেট।
চলমান পিএসএলেও এখন পর্যন্ত ভালো পারফরম্যান্স করছেন হাসান। ৩ ম্যাচে ৮.২৫ ইকোনমিতে তিনি শিকার করেছেন ৮ উইকেট। চলমান আসরে তার চেয়ে একটি বেশি উইকেট নিয়েছেন কেবল জেসন হোল্ডার।
উল্লেখ্য, ২০১৬ সালে পিএসএলে অভিষেক হয়েছিল হাসান আলির। পিএসএলে এখন পর্যন্ত হাসান খেলেছেন পেশোয়ার, ইসলামাবাদ ও করাচির হয়ে।