ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

দর্শককে মারতে গ্যালারিতে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পিএম
আপডেট: ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১১ পিএম
দর্শককে মারতে গ্যালারিতে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ
ছবি: সংগৃহীত

লিগ শিরোপা লড়াইয়ের অলিখিত ফাইনালে চির প্রতিদ্বন্দ্বি আবাহনীর কাছে ৬ উইকেটে হেরে মোহামেডানকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। খেলা শেষে মোহামেডানের খেলোয়াড়রা ড্রেসিংরুমে ফিরে আসার সময় ভিআইপি গ্যালারিতে থাকা মোহামেডানের নাদিম নামে এক সমর্থককে মারতে তেড়ে যান অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। পরে অন্যদের হস্তক্ষেপে তিনি সেই দর্শককে আর লাঞ্চিত করতে পারেননি। পরে এই ঘটনার জন্য মাহমুদউল্লাহ দুঃখ প্রকাশ করেন।

ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব ২০০৯ সালের পর ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে আর চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তারা প্রায় জাতীয় দলই গঠন করেছিল। কিন্তু অধিনায়ক তামিম ইকবালের অসুস্থতা, ইনজুরি, নিষেধাজ্ঞার সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য চারজন ক্রিকেটারকে হারাতে হয়। সব মিলিয়ে সেরা একাদশের সাতজনই ছিলেন না। অবস্থা সামাল দিতে তারা অন্য ক্লাবের না খেলা কয়েকজন ক্রিকেটারকে নিয়ে খেলতে নামে। একপ্রকার ভাঙাচোরা দল নিয়েই তারা শেষ ম্যাচ পযন্ত শিরোপা লড়াইয়ে ছিল।

ভাঙাচোরা দল হলেও মোহামেডানের সমর্থকদের আশা ছিল আবাহনীকে হারিয়ে তারা দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে পারবে। যে কারণ সকাল থেকেই বেশ কিছু সমর্থক মোহামেডানের ড্রেসিংরুমের পাশে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখছিলেন। শেষ বিকেলে হেরে যাওয়ার পর, মোহামেডানের খেলোয়াড়রা যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন সমর্থকরা নিজেদের ক্ষোভ মেটাতে তাদের উদ্দেশে বিদ্রুপ করে কথা বলছিলেন। প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায় শক্তিশালী দল গড়ার পরও ব্যাকআপ খেলোয়াড় না থাকাতে সমর্থকরা মোহামেডানের ম্যানেজার সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলার পাশাপাশি কিছু বাজে শব্দ উচ্চারণ করছিলেন। 

এ সময় মাহমুদউল্লাহ রিয়াদ এসব কথা শুনে ড্রেসিংরুমে প্রবেশ না করে প্রাচীর টপকে লাফ দিয়ে গ্র্যান্ড স্ট্যান্ডে উঠে খুবই উত্তেজিত হয়ে নাদিম নামের সেই দর্শককে মারতে তেড়ে যান। তার পিছু পিছু মোহামেডানের দুইজন বয় ছুটে গিয়ে মাহমুদউল্লাহকে নিবৃত করার চেষ্টা করেন। মোহামেডানের অন্য সমর্থকরাও এগিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। পরে এক ফেসবুক পোস্টে নাদিম নামের সেই দর্শক ঘটনার বর্ননা দিয়ে মাহমুদউল্লাহকে উদ্দেশ্য করে তিনি কিছু বলেননি বলে উল্লেখ করেন। তিনি দলের ম্যানেজারকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন। 

এ ব্যাপারে মাহমুদউল্লাহ রিয়াদ কোনও শাস্তি পাবেন কি না জানতে চাওয়া হলে খবরের কাগজকে ম্যাচ রেফারি সেলিম শাহেদ বলেন, ‘আমি বিষয়টি জানিনা। আমাকে কেউ জানায়ওনি। তা ছাড়া ম্যাচ শেষে হওয়াতে এটি এখন শৃঙ্খলা কমিটি দেখবে। এদিকে মিরপুর স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় মাহমুদউল্লাহ রিয়াদ গাড়ী থামিয়ে মোহামেডানের একজন সমর্থকের কাছে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন বলে জানা গেছে।

সিফাত/

চ্যাম্পিয়ন হয়ে কোহলির আনন্দাশ্রু

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:৪৪ এএম
চ্যাম্পিয়ন হয়ে কোহলির আনন্দাশ্রু
ছবি : সংগৃহীত

এই মাঠেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারার পর বিমর্ষ বিরাট কোহলির চেহারা যেন চেনাই যাচ্ছিল না। অস্ট্রেলিয়ার উদযাপনের ভীড়ে ঘরের মাঠেই শিরোপা ছুঁতে না পারার বেদনায় কেঁদে দেন বিরাট কোহলিরা।

গতরাতে (৩ জুন) একই মাঠে ফের কাঁদলেন কোহলি। তবে এই কান্না কষ্টের নয় আনন্দের। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসানের। টানা ১৮ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলে চতুর্থবার ফাইনালে ওঠার পর কোহলি জিতলেন পরম আরাধ্য সেই শিরোপা। 

ম্যাচের শেষ বলে পাঞ্জাবের শশাঙ্ক সিং যখন ছক্কা মারলেন, সেটি নিয়ে কারো মাথাব্যথাই ছিল না। ছক্কা নয়, ক্যামেরা বরঞ্চ গুরুত্ব নিয়ে খুঁজে বের করলেন বিরাট কোহলিকে। অধিনায়ক রজত পাতিদার তার দেওয়া কথা রেখেছেন। কোহলির জন্য জিতে নিয়েছেন ট্রফি।

শিরোপা জেতার পর আহমেদাবাদের ঘাসে বসে হাত দিয়ে মুখ ঢেকে অঝোরে কাঁদলেন এই তারকা ব্যাটার। এ সুখের কান্নাটাই তো চেয়েছিলেন এই কিংবদন্তী। 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের পর গ্যালারিতে থাকা কোহলির সহধর্মিণী আনুশকা শর্মা তাকে জড়িয়ে ধরে দিয়েছিলেন সান্ত্বনা। গতরাতেও বেঙ্গালুরু শিরোপা জয়ের রাতেও কোহলিকে আলিঙ্গন করেন আনুশকা। এবারের আলিঙ্গনটা সুখের এবং উদযাপনের।

আইপিএলের ১৮ মৌসুমের সব মৌসুমেই বেঙ্গালুরুর হয়েই খেলেছেন কোহলি। সেই দল চ্যাম্পিয়ন হওয়ার পর যেন ভাষা হারিয়ে ফেলেছেন কোহলি, ‘এই জয় দলের যতটা, ভক্ত-সমর্থকদেরও ততটা। ১৮ বছরে আমি আমার যৌবন, ক্যারিয়ারের সেরা সময় ও অভিজ্ঞতা সবই কাজে লাগিয়েছি। প্রতি মৌসুমেই জেতার চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটা দিয়েছি। অবশেষে সেই মুহূর্তটা এল। এই অনুভূতি অসাধারণ। এমন দিন যে আসবে, কখনোই কল্পনা করিনি।’

দলের বাকি সতীর্থরাও বারবার বন্দনা দিয়েছেন কোহলিকে। জিতেশ শর্মা, জশ হ্যাজলউড থেকে শুরু করে বেঙ্গালুরুর মেন্টর দিনেশ কার্তিক সবার মুখেই কোহলির নাম। 

সবার এমন ভালোবাসা পেয়ে ভারতীয় এই ব্যাটার আরও বেশি আবেগপ্রবণ হয়ে কোহলি বলেন, ‘আমি সব সময় এই শিরোপা জয়ের স্বপ্ন দেখেছি। শিরোপা জয়ের চেয়েও আমার কাছে এই মুহূর্তটা বিশেষ। কারণ, আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে। আত্মা বেঙ্গালুরুর সঙ্গে। আমি যেমনটা বলেছি, আইপিএল ক্যারিয়ারের শেষ ম্যাচ পর্যন্ত বেঙ্গালুরুর হয়েই খেলব।’

অবশেষে বেঙ্গালুরুর ঘরে আইপিএল শিরোপা

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:৪৪ এএম
অবশেষে বেঙ্গালুরুর ঘরে আইপিএল শিরোপা
ছবি : সংগৃহীত

অবশেষে ১৮তম আসরে এসে আইপিএল শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘুচলো। ফাইনালে পাঞ্জাব কিংসে ৬ রানে হারিয়ে নিজেদের আইপিএল ইতিহাসে প্রথম ট্রফি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বি নিশ্চিত হওয়ার পর সবাই অপেক্ষায় ছিল কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন, এটি দেখার জন্য। কেননা, যে জিতবে তারই এটি প্রথম ট্রফি হতে যাচ্ছে। এমন ফাইনালে মাত্র ৬ রানে জিতে পাঞ্জাবের প্রথম শিরোপার অপেক্ষা বাড়াল রজিত পাতিদাররা।

মঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে বেঙ্গালুরুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় পাঞ্জাব। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ১৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় রয়্যাল। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান পর্যন্ত করতে পেরেছে পাঞ্জাব। ফলে ৬ রানে জিতে প্রথমবারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরসিবির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করে বিরাট কোহলি। যার জন্য শিরোপা জিততে চেয়েছিল রজত পাতিদাররা, তিনিই করলেন সবচেয়ে বেশি রান দলের হয়ে। মায়াঙ্ক আগারওয়াল করেন ১৮ বলে ২৪ রান করেন। অধিনায়ক রজত পাতিদারের ব্যাটে এসেছে ২৬ রান। 

ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন ১৫ বলে দুই ছক্কায় ২৫ ও জিতেশ শর্মা ১০ বলে দুটি করে চার ও ছক্কায় ২৪ রান যোগ করেন। রোমারিও শেইফার্ড ৯ বলে করেন ১৭ রান।

চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুর পরও জিততে পারেনি পাঞ্জাব। দলটির টপ অর্ডারের তিন ব্যাটার সেট হয়েও হতাশ করেছেন। 

ওপেনার প্রিয়াংশি আরিয়া ১৯ বলে ২৪ ও প্রবসিমরান সিং ২২ বলে ২৬ করে আউট হন। তিনে নামা জস ইংলিশ ২৩ বলে ৩৯ রান যোগ করেন।

৩১ বলে ৬১ রান করা শশাঙ্ক সিং দলকে লক্ষ্যে নিয়ে যাচ্ছিলেন। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকার পরও জেতাতে পারেননি দলকে। তার ইনিংসটি সাজানো ছিল ছয়টি ছক্কা ও তিনটি চারে। এমন ইনিংসের পরও পাঞ্জাবের পরাজয়টা নামা ওধেরার ১৮ বলে ১৫ রানের ধীরগতির ইনিংসে।

পাঞ্জাব এ নিয়ে দ্বিতীয়বার আইপিএল ফাইনাল খেলল। ১১ বছর আগেও প্রীতি জিনতার দলের স্বপ্নভঙ্গ হয়। অন্যদিকে বেঙ্গালুরু ও কোহলির প্রথম আইপিএল শিরোপা উৎসবে উপস্থিতি ছিলেন দলটির সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স।

টিভিতে আজকের খেলা (৪ জুন)

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:১০ এএম
টিভিতে আজকের খেলা (৪ জুন)
ছবি : সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় থাকে অনেক খেলা। তেমনি আজও (৪ জুন) রয়েছে বেশকিছু খেলা। চলুন দেখে নেওয়া যাক আজ টিভিতে কোন কোন খেলা রয়েছে।

ফুটবল (সরাসরি)

প্রীতি ম্যাচ

বাংলাদেশ-ভুটান, সন্ধ্যা ৭টা
টি স্পোর্টস

নেশন্স লিগ

জার্মানি-পর্তুগাল, রাত ১টা
সনি টেন নেটওয়ার্ক

টেনিস (সরাসরি)

ফ্রেঞ্চ ওপেন, বেলা ৩টা
সনি টেন নেটওয়ার্ক

আইপিএল বৃষ্টিতে খেলা না হলে কে হবে চ্যাম্পিয়ন?

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৫:১১ পিএম
বৃষ্টিতে খেলা না হলে কে হবে চ্যাম্পিয়ন?
ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির পর ফের মাঠে গড়ানো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের পর্দা নামছে আজ। ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস।। যে দলই জিতবে সে দলেরই হতে যাচ্ছে প্রথম শিরোপা। 

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ৮টায়।

ফাইনালের জন্য কলকাতার ইডেন গার্ডেন্সকে নির্ধারিত করা হয়েছিল ভেন্যু হিসেবে। কিন্তু বর্ষার সম্ভাবনার কথা মাথায় রেখে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করে আহমেদাবাদে আনা হয়েছে।

যে কারণে কলকাতা থেকে সরানো হয়েছে ফাইনাল, একই শঙ্কা দেখা দিয়েছে আহমেদাবাদেও। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ৩ জুন দুপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশের বেশি। যদিও সন্ধ্যার দিকে আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার আশা আছে।

আইপিএল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টাই চালাবে ম্যাচ মাঠে গড়ানোর। অপেক্ষা করা হবে অতিরিক্ত ১২০ মিনিট। এরপরও যদি খেলা না হয় সেক্ষেত্রে ৪ জুনকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।

আর সেই দিনের আবহাওয়া তুলনামূলকভাবে ভালো থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদেরা। এরপরও যদি আবহাওয়া ভালো না থাকে সেক্ষেত্রে যদি একদিনও খেলা না হয় তখন লিগ পর্বের পয়েন্ট তালিকার ভিত্তিতে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। সে ক্ষেত্রে শিরোপা যাবে পাঞ্জাব কিংসের ঘরে, কারণ তারা লিগে এগিয়ে ছিল।

এখনও পর্যন্ত কোনো শিরোপা না পাওয়া দুই দলই আজ প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেতে চায়। পাঞ্জাব ২০১৪ সালে একবার ফাইনালে উঠেছিল, কিন্তু হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। আর বেঙ্গালুরু ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে তিনবার ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া করে।

স্থগিত নারী ইমার্জিং এশিয়া কাপ

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৪:২৯ পিএম
স্থগিত নারী ইমার্জিং এশিয়া কাপ
ছবি : সংগৃহীত

হাতে আছে মার মাত্র ৪ দিন। এরপর মাঠে গড়ানোর কথা নারী ইমার্জিং এশিয়া কাপ। কিন্তু শেষ পর্যন্ত তা আর মাঠে গড়াচ্ছে না। স্থগিত হয়ে গেছে আসরটি।

গতকাল (২ জুন) এক বিবৃতিতে আসরটি স্থগিতের কথা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের ইমার্জিং এশিয়া কাপ হওয়ার কথা শ্রীলঙ্কায়।

টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) চিঠির মাধ্যমে আসর স্থগিতের অনুরোধ করেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা।

সেই চিঠিতে জানানো হয়েছে, শ্রীলঙ্কার প্রতিকূল আবহাওয়া ও চিকুনগুনিয়া রোগের বিস্তার বৃদ্ধি। স্বাস্থ্যগত ঝুঁকির কথা চিন্তা করে এই আসরটি স্থগিত করা হয়েছে।

টুর্নামেন্ট শুরুর নতুন সময় পরিস্থিতি স্বাভাবিক হলে তা পরে জানিয়ে দিবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আসরটির দ্বিতীয় সংস্করণ হবে শ্রীলঙ্কায়। এর আগে প্রথমটি হয়েছে ২০২৩ সালে। হংকংয়ে হওয়া প্রথম আসরে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।